কলকাতা: কোডশেয়ার চুক্তি বাড়াতে চলেছে এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স। যৌথভাবে দুই বিমান সংস্থার গন্তব্যের তালিকায় যুক্ত হচ্ছে ১১টি ভারতের এবং ৪০টি আন্তর্জাতিক শহর। ২০১০ সালের পর দুই এয়ারলাইনসংস্থার মধ্যে কোডশেয়ার ব্যবস্থার এত বড় সম্প্রসারণ আগে হয়নি।
জানা গিয়েছে, ২৭ অক্টোবর থেকে এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স একে অন্যের ফ্লাইটে কোডশেয়ার করবে। এর ফলে সাপ্তাহিক নির্ধারিত কোডশেয়ার ১৪ থেকে বেড়ে হবে ৫৬। এয়ার ইন্ডিয়ার যে সব ঘরোয়া ফ্লাইটে সিঙ্গাপুর এয়ারলাইন্স কোডশেয়ার করবে তার মধ্যে দিল্লি থেকে অমৃতসর, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, লখনউ, বারাণসী অন্যতম। এছাড়াও মুম্বই থেকে আহমেদাবাদ, অমৃতসর, বেঙ্গালুরু, কোয়েম্বাতোর, গোয়া, জয়পুর, কলকাতা, লখনউ, তিরুবনন্তপুরম এবং কলকাতা থেকে গুয়াহাটির মধ্যে বিমান চলাচল করবে।
এয়ার ইন্ডিয়ার গ্রাহকরা সিঙ্গাপুর এয়ারলাইন্সের নেটওয়ার্কের ২৯টি গন্তব্যে যেতে পারবেন। এগুলি হল অ্যাডিলেড, ব্রিসবেন, কেয়ার্নস, ডারউইন, মেলবোর্ন, পার্থ ও সিডনি (অস্ট্রেলিয়া), বান্দর সেরি বেগাওয়ান (ব্রুনেই), নম পেন ও সিয়েম রিয়েপ (কম্বোডিয়া), ডেনপাসার (বালি), জাকার্তা, মেডান এবং সুরাবায়া (ইন্দোনেশিয়া), ফুকুওকা, নাগোয়া, ওসাকা, টোকিও-হানেডা ও টোকিও-নারিতা (জাপান), বুসান ও সোল (দক্ষিণ কোরিয়া), কুয়ালালামপুর ও পেনাং (মালয়েশিয়া), অকল্যান্ড (নিউজিল্যান্ড), সেবু ও ম্যানিলা (ফিলিপাইন), দা নাং, হ্যানয় ও হো চি মিন সিটি (ভিয়েতনাম)। এর মধ্যে কুয়ালালামপুরে দুই এয়ারলাইন্স সংস্থা আগে থেকেই কোডশেয়ার ব্যবস্থা চালু রেখেছিল।
আরও পড়ুন– নোয়েল টাটা দায়িত্ব নেওয়ার পরেই নিয়মে বদল, কর্মী নিয়োগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ট্রাস্টের
সিঙ্গাপুর এয়ারলাইন্সের গ্রাহকরা এয়ার ইন্ডিয়ার বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা-সহ মোট ১২টি গন্তব্যের আন্তর্জাতিক পরিষেবা নিতে পারবেন। এগুলি হল কোপেনহেগেন (ডেনমার্ক), প্যারিস (ফ্রান্স), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), মিলান (ইতালি), নাইরোবি (কেনিয়া), আমস্টারডাম (নেদারল্যান্ডস), জেড্ডা ও রিয়াধ (সৌদি আরব), কলম্বো (শ্রীলঙ্কা), এবং বার্মিংহাম, লন্ডন-গ্যাটউইক, ও লন্ডন-হিথরো (ব্রিটেন)।
এয়ার ইন্ডিয়ার চিফ কমার্সিয়াল অফিসার নিপুণ আগরওয়াল বলেছেন, “এটি যাত্রীদের আরও বেশি গন্তব্যের বিকল্প এবং একটি সম্প্রসারিত আন্তর্জাতিক নেটওয়ার্ক দেওয়ার প্রচেষ্টা। এয়ার ইন্ডিয়া এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স দীর্ঘদিনের অংশীদার। এই সম্প্রসারিত কোডশেয়ার চুক্তির মাধ্যমে আমরা যাত্রীদের দক্ষিণ-পূর্ব এশিয়া, ফার ইস্ট এবং অস্ট্রেলিয়ায় আরও ভাল পরিষেবা দিতে পারব। এর জন্য আমরা উচ্ছ্বসিত। সিঙ্গাপুর এয়ারলাইন্সের গ্রাহকদের আমাদের ফ্লাইটে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে রয়েছি, যা ভারতের মধ্যে এবং ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে আমাদের হাবগুলির মাধ্যমে পরিচালিত হবে।”
এই প্রসঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের চিফ কমার্সিয়াল অফিসার লি লিক শিন বলেন, “এই চুক্তি যাত্রীদের ভারত এবং সিঙ্গাপুরের মধ্যে এবং তার বাইরেও ভ্রমণের চাহিদা মেটাবে। এয়ার ইন্ডিয়ার ঘরোয়া নেটওয়ার্ককে আমাদের কোডশেয়ার ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার ফলে আমাদের গ্রাহকরা ভারতে উন্নত সংযোগ এবং সুবিধা পাবেন, যা সিঙ্গাপুর এয়ারলাইন্স গ্রুপের অন্যতম বড় বাজার।”