কাজে ফিরছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা।

Air India Express: ছাঁটাইয়ের চিঠি প্রত্যাহার, অবশেষে ধর্মঘট তুলে নিয়ে কাজে যোগ দিতে চলেছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ২৫ জন কর্মী

নয়াদিল্লি: প্রায় ২৫ জন বিমানকর্মীর হাতে ছাঁটাইয়ের চিঠি ধরিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। বৃহস্পতিবার সেই চিঠি প্রত্যাহার করতে রাজি হয়েছে ওই বিমান সংস্থা। আসলে গত ৯ মে, ২০২৪ তারিখ দুপুর ২টো নাগাদ চিফ লেবার কমিশনারের আহ্বানে প্রতিবাদী বিমানকর্মীদের সঙ্গে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্টের বৈঠক হয়েছে। তার পরেই ছাঁটাইয়ের চিঠি প্রত্যাহারের সিদ্ধান্ত সামনে আসে। তার জেরেই বিমানকর্মীদের একাংশ নিজেদের ধর্মঘট প্রত্যাহার করে ফের চাকরিতে যোগ দিতেও রাজি হয়েছেন তাঁরা।

আরও পড়ুন: পৃথিবীর কোথায় ‘লুকিয়ে’ আছে এলিয়েনরা? নাসা-র বিজ্ঞানীর দাবিতে তোলপাড়! ভয়ে শিউরে উঠবেন

আসলে ঘটনার সূত্রপাত আগেই। কারণ দিন কয়েক আগে থেকে সংস্থার একের পর এক সিনিয়র বিমানকর্মী অসুস্থতা-র জেরে ছুটির আবেদন করে বসেন। এর পরে প্রায় ২৫ জন কর্মী সিক লিভে যান। ফলে মঙ্গলবার রাত থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিল হতে শুরু করে। যার জেরে বিপাকে পড়েন কয়েকশো যাত্রী। এর পরেই গত ৯ মে ছুটিতে যাওয়া ওই ২৫ জন বিমানকর্মীর চুক্তি রদ করার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট বিমান সংস্থা।

আরও পড়ুন: বিশ্বের সেরা স্কুলের তালিকায় রয়েছে ভারতের এই স্কুল, পড়লেই কেউ IPS-কেউ IAS অফিসার! কোন স্কুল এটি জানেন?

একটি বিবৃতি জারি করে চিফ লেবার কমিশনার বলেন যে, পুঙ্খানুপুঙ্খ আলোচনার পরে ওই ইউনিয়নের প্রতিনিধিরা (কেবিন ক্রুদের সদস্যরা) জানিয়েছেন, যে সমস্ত বিমানকর্মী অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছিলেন, তাঁরা অবিলম্বে নিজেদের ফিটনেস সার্টিফিকেট নিয়ে কাজে যোগ দেবেন। শুধু তা-ই নয়, তারা আরও জানিয়েছে যে, সার্ভিস সংক্রান্ত নিয়ম অনুযায়ী এই বিমানকর্মীদের বিষয়টা পর্যালোচনা করবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ম্যানেজমেন্ট।

বিমানকর্মীরা আকস্মিক ভাবে অসুস্থতার কথা জানিয়ে ছুটি নেওয়ার ফলে বিপাকে পড়েছিল টাটা গ্রুপের মালিকানাধীন বিমান সংস্থা। মঙ্গলবার রাত থেকে ১৭০টিরও বেশি উড়ান বাতিল করতে হয়েছে ওই সংস্থাকে। আসলে মঙ্গলবার রাত থেকে প্রায় ২০০ জনেরও বেশি বিমানকর্মী সংশ্লিষ্ট বিমান সংস্থার অন্দরে অব্যবস্থার অভিযোগ তুলে প্রতিবাদ করে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেন। এ দিকে কর্মীরা ছুটিতে যাওয়ার ফলে বিমান বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরাও। ফলে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এই অনিচ্ছাকৃত সমস্যার কারণে যাত্রীদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছে।