অবশেষে নীরবতা ভাঙলেন, সুশান্তের মৃত্যু ও বলিউডের মাদক যোগ নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

#মুম্বই: সুশান্তের মৃত্যু রহস্য থেকে শুরু করে বলিউডের ড্রাগস কাণ্ড ৷ কোনও কিছু নিয়েই এতদিন তিনি কোনও মন্তব্য করেননি ৷ এবার অবশেষে মুখ খুললেন বলিউড তারকা অক্ষয় কুমার ৷

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে অক্ষয় জানান, ‘‘ আমরা তারকা তখনই হই যখন আপনারা আমাদের পছন্দ করেন ৷ ড্রাগসের বিষয়টি উড়িয়ে দেওয়া কখনই যায় না ৷ কিন্তু তাই বলে এর জন্য পুরো বলিউডকে কাঠগড়ায় দাঁড় করানো ঠিক নয় ৷ ড্রাগস একটা বড় সমস্যা ৷ এই সমস্যাকে শেষ করারই প্রয়োজন রয়েছে ৷ আমাদের তদন্তকারী এজেন্সি এবং আদালত এই নিয়ে কাজ করছে ৷ পাশাপাশি মিডিয়ার কাছেও আমার আবেদন, যে কারোর সম্পর্কে কোনও একটা নেগেটিভ খবরই কিন্তু তাঁর জীবনকে পুরোপুরি নষ্ট করে দিতে পারে ৷ তাই সেই দিকটিও বিবেচনা করা উচিৎ ৷ ’’

এদিকে সুশান্ত মৃত্যু তদন্তে খুনের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দিল অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)। চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল অভিনেতার পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করে। চিকিৎসক সুধীর গুপ্ত জানান, “সুশান্তের মৃত্যু নিশ্চিত ভাবে আত্মহত্যার কারণে হয়। খুনের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।“

সুশান্তের ২০ শতাংশ ভিসেরা নিয়ে পরীক্ষা করে এইমস। বাকি ৮০ শতাংশকে আগেই ব্যবহার করেছিল মুম্বই পুলিশ। এ ছাড়াও অভিনেতার একটি ল্যাপটপ, ক্যামেরা, কিছু হার্ড ডিস্ক এবং দু’টি ফোন থেকে তথ্যপ্রমাণ খুঁজে বের করার চেষ্টা করে ফরেন্সিক সংস্থা। সূত্রের খবর, এই মুহূর্তে সিবিআই আত্মহত্যার দিকটি খতিয়ে দেখবে। কিন্তু আত্মহত্যা করতে প্ররোচনা দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হচ্ছে না। সেই স্বপক্ষে তথ্যপ্রমাণ মিললে ৩০২ ধারায় খুনের মামলা রুজু হতে পারে।