আলিয়া-কন্যার নামকরণ করলেন নীতু, ছবিতে দেখা দিল একরত্তি, বাংলায় এই নামের অর্থ কী

#মুম্বই: আলিয়া ভাটের কন্যার নাম রাখলেন ঠাকুমা নীতু কাপুর। অপেক্ষার অবসান হল ভক্তদের। প্রকাশ্যে এল সেই নাম। একইসঙ্গে কন্যার এক ঝলক দিলেন নতুন মা।

আলিয়ার পোস্ট করা সেই ছবিতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের কোলে তাঁদের একরত্তি। সঙ্গে দাঁড়িয়ে আলিয়া। উল্টোদিকের দেওয়ালে ঝুলছে ছোট্ট একটি বার্সেলোনার জার্সি। তার পিছনেই লেখা সদ্যোজাতর নাম।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt ? (@aliaabhatt)

নাম রাখা হল রাহা। কার পদবী গ্রহণ করবে সদ্যোজাত, সে সম্পর্কে যদিও কিছু জানাননি নায়িকা। কাপুর পরিবারের নতুন সদস্যের নামের একাধিক অর্থও জানালেন আলিয়া।

ছবির সঙ্গে কাপুরবধূ লিখলেন, ‘স্বহিলি ভাষায় রাহা শব্দের অর্থ আনন্দ, সংস্কৃতে এই শব্দের অর্থ বংশ, গোষ্ঠী। আবার বাংলায় এই শব্দের মানে হল স্বস্তি, আরবি ভাষায় এই নামের অর্থ শান্তি। তা ছাড়াও রাহা মানে স্বাধীনতা, সুখ। সন্তানকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয়েছিল, এই নামের সঙ্গে আমাদের মেয়ের সামঞ্জস্য রয়েছে। ধন্যবাদ রাহা, আমাদের পরিবারে প্রাণ এনে দেওয়ার জন্য। যেন আমাদের জীবন শুরু হল নতুন করে।’