অনন্ত-রাধিকার ‘শুভ বিবাহ’-এর অনুষ্ঠানে বিয়ের গুরুত্ব বোঝালেন মুকেশ আম্বানি

Anant-Radhika’s Wedding: অনন্ত-রাধিকার ‘শুভ বিবাহ’ অনুষ্ঠানে বিয়ের গুরুত্ব বোঝালেন মুকেশ আম্বানি

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। ছোটবেলার দুই বন্ধুর প্রেম পরিণতি পেয়েছে চার হাত এক হয়ে। রাজকীয় বিয়েতে বসেছিল চাঁদের হাট। দেশের এবং বিদেশের সেলেবদের উপস্থিতিতে জমজমাট ছিল অনন্ত-রাধিকার বিয়ে এবং রিসেপশন।

এই অনুষ্ঠানেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানি সমস্ত অতিথীদের ধন‍্যবাদ জানিয়ে বিশেষ বক্তৃতা দিলেন। তিনি নব দম্পতিকে প্রাণ ভরে আশির্বাদও করে তাঁদের সুখ, সমৃদ্ধি এবং সফলতা কামনা করলেন।

আরও পড়ুন: সুন্দরী নায়িকা থেকে সন্ন‍্যাসিনী! লাস‍্যময়ী মডেল, নামকরা ক্রিকেটরের সঙ্গে প্রেমের গুঞ্জন! হ‍ঠাত্‍ সব ছেড়ে কী করছেন নায়িকা? দেখলে চেনাই দায়

অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষ‍্যেই মুকেশ আম্বানি তাঁর হৃদয়স্পর্শী বক্তৃতায় ঐতিহ্যবাহী হিন্দু বিবাহের তাৎপর্য সম্পর্কে বললেন। সমাজ, কর্তব্য এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত এই ‘সংস্কার’-এর গুরুত্ব তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘‘ আমাদের পরিবার, বন্ধুবান্ধব এবং সম্মানীয় অতিথিরা, যাঁরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে এসেছেন তাঁদের সকলকে শুভ সন্ধ‍্যা। আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের আধ্যাত্মিক গুরুরা রয়েছেন। তারা বিশেষভাবে এসেছেন অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করতে। আপনাদের সকলকে আমার প্রণাম।’’ আতিথেয়তায় সামান‍্য ত্রুটিও রাখেনি আম্বানি পরিবার। তবুও এদিনের অনুষ্ঠানে মুকেশ আম্বানি জানালেন, যেমন ভাবে চেয়েছিলেন ঠিক তেমনভাবে বোধহয় অতিথীদের স্বাগত জানাতে পারেননি, তাই তিনি এবং নীতা আম্বানি ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, ‘‘ভারতীয় ঐতিহ্যে, বিয়ে কেবলমাত্র দু’জন মানুষের মধ‍্যে নয়, দুই পরিবার এবং তাদের সমস্ত বন্ধুবান্ধব এবং কাছের এবং প্রিয়জনের মধ্যে হয়। তাই অনন্তের শুভ বিবাহ অনুষ্ঠানে আমাদের আনন্দ এবং উত্তেজনা ভাগ করে নেওয়ার জন্য আমরা আপনাদের সকলের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। এই বিয়ে অনন্ত-রাধিকার মিলনের শুভ অনুষ্ঠান এবং আমাদের পরিবারের শেষ বিবাহ।’’

আরও পড়ুন: এসি থেকে জলের ছিটে? আসল সমস‍্যা কোথায়? এখনই সাবধান হন, নাহলেই বিরাট টাকার ধাক্কা

মুকেশ আম্বানি আরও বলেন, ‘‘ নীতা ভারতের সমৃদ্ধ সংস্কৃতির এবং ঐতিহ্যবাহী ভারতীয় বিবাহ আয়োজন করার জন‍্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছেন। উত্সবগুলিতে আন্তরিকভাবে অংশগ্রহণ করুন। আমি নিশ্চিত যে আমরা সবাই একসাথে স্মৃতি তৈরি করব যা চিরকাল থাকবে।’’