বেশ কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন অন্নু কাপুর। সম্প্রতি অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের বিষয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কঙ্গনা প্রসঙ্গে অভিনেতা বলেছেন, “কে কঙ্গনা? উনি কি সুন্দরী?”

অন্নু কাপুরের বিতর্কিত মন্তব্যের জবাব দিতে আসরে নামলেন কঙ্গনা ! এরপর ‘ক্যুইন’-এর উদ্দেশ্যে কী বললেন বর্ষীয়ান অভিনেতা?

বেশ কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন অন্নু কাপুর। সম্প্রতি অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের বিষয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কঙ্গনা প্রসঙ্গে অভিনেতা বলেছেন, “কে কঙ্গনা? উনি কি সুন্দরী?”
বেশ কয়েক দিন ধরেই সংবাদ শিরোনামে রয়েছেন অন্নু কাপুর। সম্প্রতি অভিনেত্রী তথা মান্ডির সাংসদ কঙ্গনা রানাউতের বিষয়ে এক বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কঙ্গনা প্রসঙ্গে অভিনেতা বলেছেন, “কে কঙ্গনা? উনি কি সুন্দরী?”
এদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন কঙ্গনাও! তিনিও অন্ন কাপুরের সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপ নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আপনারা কি অন্নু কাপুরজির সঙ্গে সহমত পোষণ করেন যে, আমরা সফল মহিলাদের ঘৃণা করি?”
এদিকে ছেড়ে দেওয়ার পাত্রী নন কঙ্গনাও! তিনিও অন্ন কাপুরের সাংবাদিক সম্মেলনের ভিডিও ক্লিপ নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “আপনারা কি অন্নু কাপুরজির সঙ্গে সহমত পোষণ করেন যে, আমরা সফল মহিলাদের ঘৃণা করি?”
এরপর ফের আসরে নামেন অন্নুও। নিজেকে ‘প্রবীণ নাগরিক’ বলে দাবি করে কঙ্গনাকে ‘প্রিয় বোন’ হিসেবে সম্বোধন করেন। বিষয়টা ৭টি পয়েন্টারের মাধ্যমে স্পষ্ট ভাবে ব্যাখ্যাও করেন অভিনেতা। আসলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন অন্নু কাপুর। তিনি লিখেছেন যে, সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরের অর্থ ভুল ভাবে ধরা হয়েছে। তাই আমি কিছু সত্য প্রকাশ্যে আনার কথা ভাবছি।
এরপর ফের আসরে নামেন অন্নুও। নিজেকে ‘প্রবীণ নাগরিক’ বলে দাবি করে কঙ্গনাকে ‘প্রিয় বোন’ হিসেবে সম্বোধন করেন। বিষয়টা ৭টি পয়েন্টারের মাধ্যমে স্পষ্ট ভাবে ব্যাখ্যাও করেন অভিনেতা। আসলে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন অন্নু কাপুর। তিনি লিখেছেন যে, সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরের অর্থ ভুল ভাবে ধরা হয়েছে। তাই আমি কিছু সত্য প্রকাশ্যে আনার কথা ভাবছি।
১. আমার কাছে প্রত্যেক নারীই সম্মানীয় এবং শ্রদ্ধেয়। সেই কারণে আমি কখনওই মহিলাদের অসম্মান করি না। ২. আমি ফিল্ম, টিভি, ওটিটি, খবরের চ্যানেল দেখি না অথবা সংবাদপত্রও পড়ি না। তাই আপনি চাইলে আমায় বোকা বলতেই পারেন। আর বোকা হওয়া তো কোনও অপরাধ নয়। ৩. যে কোনও দেশের কোনও ব্যবস্থা, নিয়ম অথবা আইন না জেনে ভুল করে থাকলে তা অপরাধ এবং শাস্তিযোগ্য হতে পারে। কিন্তু কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান অথবা বিষয় না জানা কোনও ভুল অথবা অপরাধ নয়।
১. আমার কাছে প্রত্যেক নারীই সম্মানীয় এবং শ্রদ্ধেয়। সেই কারণে আমি কখনওই মহিলাদের অসম্মান করি না। ২. আমি ফিল্ম, টিভি, ওটিটি, খবরের চ্যানেল দেখি না অথবা সংবাদপত্রও পড়ি না। তাই আপনি চাইলে আমায় বোকা বলতেই পারেন। আর বোকা হওয়া তো কোনও অপরাধ নয়। ৩. যে কোনও দেশের কোনও ব্যবস্থা, নিয়ম অথবা আইন না জেনে ভুল করে থাকলে তা অপরাধ এবং শাস্তিযোগ্য হতে পারে। কিন্তু কোনও নির্দিষ্ট ব্যক্তি, স্থান অথবা বিষয় না জানা কোনও ভুল অথবা অপরাধ নয়।
৪. সেই কারণে শ্রদ্ধেয় বোন, আমি আপনাকে চিনি না। তাই আপনার এই বিষয়টাকে ভিত্তিহীন নারীর মর্যাদার শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ৫. যখন সংবাদমাধ্যম প্রশ্ন করে, তখন বুঝতে হবে যে, তারা ঘটমান বিষয়গুলি নিয়ে মশলা চাইছে। রাজনীতি এবং ধর্মের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। যেহেতু ধর্মের সঙ্গে আমার কিছু করার নেই, তাই অধর্মের সঙ্গেও আমার নেই কোনও সম্পর্ক।
৪. সেই কারণে শ্রদ্ধেয় বোন, আমি আপনাকে চিনি না। তাই আপনার এই বিষয়টাকে ভিত্তিহীন নারীর মর্যাদার শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত নয়। ৫. যখন সংবাদমাধ্যম প্রশ্ন করে, তখন বুঝতে হবে যে, তারা ঘটমান বিষয়গুলি নিয়ে মশলা চাইছে। রাজনীতি এবং ধর্মের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। যেহেতু ধর্মের সঙ্গে আমার কিছু করার নেই, তাই অধর্মের সঙ্গেও আমার নেই কোনও সম্পর্ক।
৬. আমি খুবই ছোট এবং সাধারণ মানুষ। আমার বিশেষ কোনও গুণ নেই। আমি কখনওই ভুল এবং অপমানজনক কথা বলার কথা ভাবিওনি আর বলিওনি। আমি যা বলেছি, তার দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু মানুষ যা বুঝেছে, তার দায়িত্ব আমার নয়। ৭. কিন্তু তাতেও যদি আমার কথায় আপনার খারাপ লাগে, তাহলে অনুগ্রহ করে আমায় ক্ষমা করবেন। নিজের লক্ষ্যে সফল হোন, এটাই কামনা করি। এটাই আমার শুভেচ্ছা। আমাদের অধিকারের তুলনায় আমরা যেন আমাদের কর্তব্যের বিষয়ে সচেতন হই, এই কামনাই করি। এটাই আমার শুভেচ্ছা।
৬. আমি খুবই ছোট এবং সাধারণ মানুষ। আমার বিশেষ কোনও গুণ নেই। আমি কখনওই ভুল এবং অপমানজনক কথা বলার কথা ভাবিওনি আর বলিওনি। আমি যা বলেছি, তার দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু মানুষ যা বুঝেছে, তার দায়িত্ব আমার নয়। ৭. কিন্তু তাতেও যদি আমার কথায় আপনার খারাপ লাগে, তাহলে অনুগ্রহ করে আমায় ক্ষমা করবেন। নিজের লক্ষ্যে সফল হোন, এটাই কামনা করি। এটাই আমার শুভেচ্ছা। আমাদের অধিকারের তুলনায় আমরা যেন আমাদের কর্তব্যের বিষয়ে সচেতন হই, এই কামনাই করি। এটাই আমার শুভেচ্ছা।
প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে চড় মারার প্রসঙ্গে দিন কয়েক আগে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল অন্নু কাপুরকে। তখনই অভিনেতা বলেন, “কে এই কঙ্গনাজি? দয়া করে আমায় বলুন উনি কে? আপনারা যখন জিজ্ঞাসা করছেন, নিশ্চয়ই তিনি বড় কোনও নায়িকা হবেন! তিনি কি সুন্দরী?”
প্রসঙ্গত, কঙ্গনা রানাউতকে চড় মারার প্রসঙ্গে দিন কয়েক আগে এক সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল অন্নু কাপুরকে। তখনই অভিনেতা বলেন, “কে এই কঙ্গনাজি? দয়া করে আমায় বলুন উনি কে? আপনারা যখন জিজ্ঞাসা করছেন, নিশ্চয়ই তিনি বড় কোনও নায়িকা হবেন! তিনি কি সুন্দরী?”