জামিন পেলেন সুকন্যা মণ্ডল৷

Sukanya Mondal gets bail: গরু পাচার মামলায় জামিন মেয়ে সুকন্যার! তিহার জেলে ‘একা’ হয়ে গেলেন অনুব্রত

নয়াদিল্লি: গরু পাচার মামলায় দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেলেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল৷ ২০২৩ সালের ২৬ এপ্রিল গরু পাচার মামলায় তাঁকে গ্রেফতার করে ইডি৷ এই মামলায় এখনও জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল৷ অনুব্রতর মতোই সুকন্যাও দিল্লির তিহার জেলেই বন্দি ছিলেন৷ দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করেছিল ইডি৷ মেয়ে সুকন্যা মণ্ডলের নামে একাধিক সংস্থা খুলে অনুব্রত মণ্ডল গরু পাচারের টাকা বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ ছিল ইডি-র৷

মূলত অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি সংক্রান্ত তথ্য পেতেই সুকন্যাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একাধিক বার জিজ্ঞাসাবাদ করে ইডি৷ যদিও প্রথমে বেশ কয়েকবার অসুস্থতার অজুহাতে হাজিরা এড়িয়েছিলেন সুকন্যা৷ শেষ পর্যন্ত অবশ্য ইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গ্রেফতার হতে হয় সুকন্যাকে৷

আরও পড়ুন: ফের জেল হেফাজতে সন্দীপরা, সিবিআই-এর আবেদন শুনেই ‘কড়া’ মন্তব্য বিচারকের

সুকন্যা গ্রেফতার হওয়ার প্রায় আট মাস আগে ২০২২ সালে বোলপুরের বাড়ি থেকেই গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় তৃণমূলের বীরভূমে জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে৷  অনুব্রতকে প্রথমে গ্রেফতার করে সিবিআই৷ পরে তাঁকে হেফাজতে নেয় ইডি৷ তদন্তে নেমে অনুব্রতর বিপুল সম্পত্তির খোঁজ পান ইডি-র আধিকারিকরা৷ সেই সূত্রেই তলব করা হয় সুকন্যাকে৷

সুকন্যার জামিনের পর গরু পাচার মামলায় অনুব্রতর ভবিষ্যৎ কী হয়, সেদিকেই এখন নজর তৃণমূল নেতার অনুগামীদের৷