Anushka Sharma Happy Birthday: ছেলে কোলে দেশে ফিরেই শর্ত বেঁধে দেন অনুষ্কা শর্মা, বিরাটও ছিলেন রাজি, জন্মদিনে অভিনত্রীর নতুন বন্ধু এল সামনে

২০০৮ সালে 'রব নে বানা দি জোড়ি' দিয়ে বলিউডে পা রাখেন অনুষ্কা শর্মা৷ এরপর একের পর এক ছবি দিয়ে বলিউডের স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি৷ আর্মি অফিসারের মেয়ে অনুষ্কা মডেল হিসেবে কাজ শুরু করেন৷ সেখানে থেকেই বলিউডে আসা৷ এরপর ২০২৭-র ১১ ডিসেম্বর বিরাট কোহলির সঙ্গে তাঁর বিয়ে৷ অনুষ্কা শর্মার জীবন যেন স্বপ্নে মোড়া৷
২০০৮ সালে ‘রব নে বানা দি জোড়ি’ দিয়ে বলিউডে পা রাখেন অনুষ্কা শর্মা৷ এরপর একের পর এক ছবি দিয়ে বলিউডের স্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন তিনি৷ আর্মি অফিসারের মেয়ে অনুষ্কা মডেল হিসেবে কাজ শুরু করেন৷ সেখানে থেকেই বলিউডে আসা৷ এরপর ২০২৭-র ১১ ডিসেম্বর বিরাট কোহলির সঙ্গে তাঁর বিয়ে৷ অনুষ্কা শর্মার জীবন যেন স্বপ্নে মোড়া৷
২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের সময় বিরাট এবং অনুষ্কার দেখা হয়৷ সেখান থেকে ধীরে ধীরে তাঁদের প্রেম৷ এখন তাঁরা সফল দম্পতি, ১ মেয়ে ভামিকা ও ১ ছেলে আকয়ের অভিভাবক৷
২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনের সময় বিরাট এবং অনুষ্কার দেখা হয়৷ সেখান থেকে ধীরে ধীরে তাঁদের প্রেম৷ এখন তাঁরা সফল দম্পতি, ১ মেয়ে ভামিকা ও ১ ছেলে আকয়ের অভিভাবক৷
অনুষ্কা শর্মা তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০০৭ সালে মডেল হিসেবে শুরু হয় যাত্রা৷ অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন৷ এরপর তাঁর বলিউডের কেরিয়ার শুরু৷ আর শুরুতেই তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় শুরু করেন৷ যদিও অনুষ্কা চেয়েছিলেন সাংবাদিক হতে।
অনুষ্কা শর্মা তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০০৭ সালে মডেল হিসেবে শুরু হয় যাত্রা৷ অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করেন৷ এরপর তাঁর বলিউডের কেরিয়ার শুরু৷ আর শুরুতেই তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় শুরু করেন৷ যদিও অনুষ্কা চেয়েছিলেন সাংবাদিক হতে।
তবে ভাগ্য তাঁর জন্য অন্য কিছুই স্থির করে রেখেছিল৷ বেঙ্গালুরুর একটি মলে কেনাকাটা করছিলেন তিনি। এই সময়ে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডিক্স তাঁকে লক্ষ্য করেন। প্রথম দর্শনেই অনুষ্কাকে তাঁর এতটা পছন্দ হয় যে তিনি অভিনেত্রীকে ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটার সুযোগ দিয়েছিলেন।
তবে ভাগ্য তাঁর জন্য অন্য কিছুই স্থির করে রেখেছিল৷ বেঙ্গালুরুর একটি মলে কেনাকাটা করছিলেন তিনি। এই সময়ে, বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ওয়েন্ডেল রডিক্স তাঁকে লক্ষ্য করেন। প্রথম দর্শনেই অনুষ্কাকে তাঁর এতটা পছন্দ হয় যে তিনি অভিনেত্রীকে ল্যাকমে ফ্যাশন উইকে র‌্যাম্পে হাঁটার সুযোগ দিয়েছিলেন।
'রব নে বানা দি জোড়ি' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অনুষ্কা নিজের প্রযোজনা শুরু করেন৷ 'এনএইচ 10' ছবির মাধ্যমে প্রযোজকও হয়েছেন।

‘রব নে বানা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হওয়া অনুষ্কা নিজের প্রযোজনা শুরু করেন৷ ‘এনএইচ 10’ ছবির মাধ্যমে প্রযোজকও হয়েছেন।
১৮ বছর বয়সে মুম্বইতে চলে আসেন তিনি। শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খানের ছবি 'জাব উই মেট'-এ গীত চরিত্রটি দেখে অনুষ্কা বিশ্বাস করেছিলেন যে তিনিও বলিউডে কাজ করতে পারেন। অনুষ্কা শর্মার জীবন বেশ ফিল্মি ছিল। 'হাম আপকে হ্যায় কৌন' ছবিটি দেখার পর তাঁর কুকুরের নাম রাখেন টাফি!
১৮ বছর বয়সে মুম্বইতে চলে আসেন তিনি। শাহিদ কাপুর এবং কারিনা কাপুর খানের ছবি ‘জাব উই মেট’-এ গীত চরিত্রটি দেখে অনুষ্কা বিশ্বাস করেছিলেন যে তিনিও বলিউডে কাজ করতে পারেন। অনুষ্কা শর্মার জীবন বেশ ফিল্মি ছিল। ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি দেখার পর তাঁর কুকুরের নাম রাখেন টাফি!
ছেলের জন্মের সময় তিনি ছিলেন লন্ডনে৷ এরপর ছেলে অকায়কে নিয়ে ভারতে ফেরার পরই তিনি জানিয়ে দেন যে ছেলের ছবি যেন পাপারাৎজিরা না তোলেন৷ পরে সময় করে তাঁরা নিজেই ছবি প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন অনুষ্কা৷
ছেলের জন্মের সময় তিনি ছিলেন লন্ডনে৷ এরপর ছেলে অকায়কে নিয়ে ভারতে ফেরার পরই তিনি জানিয়ে দেন যে ছেলের ছবি যেন পাপারাৎজিরা না তোলেন৷ পরে সময় করে তাঁরা নিজেই ছবি প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন অনুষ্কা৷
এবার জন্মদিনের আগের দিনই নিজের ইনস্টাগ্রামে একটি ছোট্ট কুকুরের ছবি পোস্ট কেরেছেন বলিউড নায়িকা৷ কুকুরের বিভিন্ন মুডের ছবি তুলেছেন তিনি৷
এবার জন্মদিনের আগের দিনই নিজের ইনস্টাগ্রামে একটি ছোট্ট কুকুরের ছবি পোস্ট কেরেছেন বলিউড নায়িকা৷ কুকুরের বিভিন্ন মুডের ছবি তুলেছেন তিনি৷