অধীর রঞ্জন চৌধুরীকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব তৃণমূল বিধাক অপূর্ব সরকারের৷

Adhir Ranjan Chowdhury: ‘তৃণমূলে আসুন’, অধীরকে প্রস্তাব দিলেন প্রাক্তন শিষ্য ডেভিড!

কলকাতা: ডেভিড, অপূর্ব সরকারকে এই নামেই চেনে মুর্শিদাবাদের রাজনৈতিক মহল। বর্তমানে তিনি জেলা তৃণমূলের সভাপতি ও কান্দি বিধানসভার বিধায়ক। তবে এই ডেভিডের উত্থান অধীর চৌধুরীর হাত ধরে। একটা সময় দাদার কথা তাঁর কাছে শেষ কথা ছিল।

শুধু বহরমপুর নয়, অধীর চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদ জেলাই কংগ্রেসের দুর্জয় ঘাঁটি হয়ে উঠেছিল তাঁরই কাঁধে ভর করে। তারপর ভাগীরথী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। মতপার্থক্যের জেরে একসময়ের ছায়াসঙ্গী ডেভিড এখন অধীরের বিপরীত মেরুতে। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী এই মিথ ভেঙে দেওয়ার অন্যতম কারিগরও তিনি। বর্তমানে অধীর চৌধুরীর নামের আগে প্রাক্তন কথাটি বসে গিয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডারকে কটাক্ষই কাল হয়েছে, পার্টি চিঠিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি CPIM-এর!

বহরমপুরের এখন বর্তমান সাংসদের নাম ইউসুফ পাঠান। পরাজিত হওয়ার পর কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের একাংশের সঙ্গে মতপার্থক্যও শুরু হয়েছে অধীরের। প্রদেশ কংগ্রেসের অন্দরেও তাঁর বিরুদ্ধে মত শক্তিশালী হচ্ছে। ঘরে বাইরে বিপর্যস্ত এই প্রবীণ নেতাকে নিজের দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন সেই ডেভিড। মুর্শিদাবাদ জেলার রাজনীতিতে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হল।

বুধবার কলকাতায় সাংবাদিকদের কান্দির তৃণমূল বিধায়ক জানান, কাজ করার ইচ্ছা থাকলে নেতৃত্বের সঙ্গে কথা বলে অধীর চৌধুরী তৃণমূলে আসতেই পারেন। এর জন্য তাঁর পক্ষ থেকে কোনও আপত্তি নেই। শুধু তাই নয় দল চাইলে তিনি অধীরের নেতৃত্বে কাজ করতেও প্রস্তুত। তিনি বলেন, “আমি একটা কথাই বলব। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রেক্ষাপটে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা সবগুলো মাথায় রেখেই বলছি। আমরা মুর্শিদাবাদের মানুষ। আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তৃণমূলে আসুন । আপনি যদি কাজ করতে চান মানুষের জন্য, মুর্শিদাবাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। এই মুর্শিদাবাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি একটা রাজনৈতিক দলের কর্মী। দল যাকে নেতৃত্বে বা মাথায় বসাবে,  কেউ আমার নেতা হলেই আপত্তি নেই। তাঁকে শুধু দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মানতে হবে। এই নির্দেশ মেনে যে কাজ করবে তিনি আমার থেকে ছোট হোন অথবা আমার থেকে বড় আমার বিরোধী হোক যেই হোক না কেন আমি নিশ্চিত সেই নেতৃত্ব মেনেই কাজ করব।”