কিন্তু মেসির শাপমুক্তি যে মানুষগুলির সবথেকে বড় ভূমিকা ছিল তাদের মধ্যে অন্যতম হল অ্যাঞ্জেল ডি মারিয়া। গত কোপাতে ডি মারিয়ার গোলেই হয়েছিল মেসির ট্রফি জয়ের স্বপ্নপূরণ। এছাড়া অলিম্পিক গোল্ড মেডেল থেকে শুরু করে বিশ্বকাপ জয়,প্রতিটি ফাইনালেই গোল করেছেন ডি মারিয়া।

কোপার জন্য আর্জেন্টিনার দল ঘোষণা, বাদ এক মহাতারকা! মেসি-মারিয়া আছেন?

কলকাতা: গতবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি বছরের কোপা আমেরিকার জন্য ২৯ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যদিও এটিই চূড়ান্ত দল নয়।

২১ জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে ইকুয়েডর ও গুয়েতেমালার বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের খেলা দেখে আরও ৩ জনকে ছাঁটাই করা হবে। এর পর কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আর্জেন্টিনা।

আরও পড়ুন- KKR vs SRH:কেকেআরের সামনে দাঁড়াতে পারবে না হায়দরাবাদ!এই তথ্যে খুশি হবে ফ্যানেরা

আপাতত ইকুয়েডর ও গুয়েতেমালার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য এই স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। লম্বা তালিকার এই স্কোয়াডে জায়গা পাননি পাওলো দিবালা। যা দেখে হতাশ হয়েছেন অনেক আর্জেন্টিনা সমর্থক।

—- Polls module would be displayed here —-

কেন দলে নেই দিবালা! এমন একজন ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্কালোনি! আসলে দিবালার সাম্প্রতিক পারফর্ম দেখে তা কিছুটা হলেও আঁচ করা যায়।

দিবালা চোটে আক্রান্ত। ২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলেছিলেন। তবে এখনও কিন্তু তাঁর কোপায় খেলার সম্ভাবনা আছে।

ইকুয়েডর ও গুয়েতেমালার বিরুদ্ধে আর্জেন্টিনা দল

গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেমিনো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ।

ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

আরও পড়ুন- কেকেআর-হায়দরাবাদ প্লেঅফ ম্যাচে হবে বৃষ্টি? খেলা বাতিল হলে ফাইনালে যাবে কোন দল

মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।