Arijit Singh: মঞ্চে দাঁড়িয়েই পাক-নায়িকার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ! কেন জানেন, কী ঘটেছিল

দুবাইয়ে কনসার্ট করেছেন অরিজিৎ সিং। তাঁর গানের তালে মেতে উঠেছে হাজার হাজার দর্শক। শুধু তাঁকে দেখতেই তাক লাগানো ভিড়, বাধ ভাঙা উন্মাদনা। কিন্তু মঞ্চে দাঁড়িয়েই সকলের সামনেই একজনের কাছে ক্ষমা চাইতে হল গায়ককে। ঠিক কী ঘটেছিল?
দুবাইয়ে কনসার্ট করেছেন অরিজিৎ সিং। তাঁর গানের তালে মেতে উঠেছে হাজার হাজার দর্শক। শুধু তাঁকে দেখতেই তাক লাগানো ভিড়, বাধ ভাঙা উন্মাদনা। কিন্তু মঞ্চে দাঁড়িয়েই সকলের সামনেই একজনের কাছে ক্ষমা চাইতে হল গায়ককে। ঠিক কী ঘটেছিল?
কনসার্টে রইস ছবির 'জালিমা' গানটি গেয়েছিলেন অরিজিৎ। আর সেই সময় দর্শকদের মধ্যে প্রথম সারিতেই বসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। অরিজিতের গাওয়া সেই গান তাঁর উপরেই দৃশ্যায়িত হয়েছিল।
কনসার্টে রইস ছবির ‘জালিমা’ গানটি গেয়েছিলেন অরিজিৎ। আর সেই সময় দর্শকদের মধ্যে প্রথম সারিতেই বসেছিলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। অরিজিতের গাওয়া সেই গান তাঁর উপরেই দৃশ্যায়িত হয়েছিল।
অরিজিত গানটি গাইলেও প্রথমে মাহিরাকে চিনতেই পারেননি। তার পরেই অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন গায়ক।
অরিজিত গানটি গাইলেও প্রথমে মাহিরাকে চিনতেই পারেননি। তার পরেই অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেন গায়ক।
মঞ্চে দাঁড়িয়েই মাহিরার দিকে ক্যামেরা তাক করার অনুরোধ করে অরিজিৎ বলেন, "আমি অনেকক্ষণ ধরে তাঁকে চেনার চেষ্টা করছিলাম। মাহিরা খান একদম প্রথম সারিতেই বসে আছেন।  ভেবে দেখুুন, ওর জন্য আমি জালিমা গানটি গেয়েছি। উনি আমার সামনে গান গাইছিলেন, দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি তাঁকে চিনতেই পারিনি।"
মঞ্চে দাঁড়িয়েই মাহিরার দিকে ক্যামেরা তাক করার অনুরোধ করে অরিজিৎ বলেন, “আমি অনেকক্ষণ ধরে তাঁকে চেনার চেষ্টা করছিলাম। মাহিরা খান একদম প্রথম সারিতেই বসে আছেন। ভেবে দেখুুন, ওর জন্য আমি জালিমা গানটি গেয়েছি। উনি আমার সামনে গান গাইছিলেন, দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি তাঁকে চিনতেই পারিনি।”
তারপর মাহিরাকে উদ্দেশ্য অরিজিৎ বলেন, "আমি খুবই দুঃখিত। আপনার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ম্যাম।"
তারপর মাহিরাকে উদ্দেশ্য অরিজিৎ বলেন, “আমি খুবই দুঃখিত। আপনার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ ম্যাম।”