Arjun Tendulkar:`কোটার প্লেয়ার অর্জুন’! সচিনের ছেলেকে নিয়ে ব্যাপক ট্রোল নেট মাধ্যমে

মুম্বই: সচিন তেন্ডুলকরের ছেলে বলে বিপক্ষ দল তাকে কেন ছাড় দিতে যাবে? দিল না পঞ্জাব কিংস। অর্জুন তেন্ডুলকরের একটি ওভারে ৩১ রান নিলেন পঞ্জাবের ব্যাটসম্যানরা। মুম্বই বোলারদের মধ্যে এক ওভারে সবচেয়ে বেশি রান দেওয়ার তালিকায় এটা দ্বিতীয়। এর আগে এই লজ্জার নজির আছে একমাত্র ড্যানিয়েল স্যামসের। তবে মুম্বইয়ের কোচ মার্ক বাউচার অর্জুনের পাশে দাঁড়িয়েছেন।

তিনি বলেছেন আইপিএলে নামিদামি অভিজ্ঞ বোলাররা মার খেয়ে যায়। সেখানে অর্জুন সবে শুরু করেছে। তিনি আশাবাদী এই জায়গা থেকে ঘুরে দাঁড়াবেন সচিন পুত্র। পঞ্জাবের ইনিংসের ১৬তম ওভারে এই ঘটনা ঘটেছে। তখন ক্রিজে ছিলেন স্যাম কারেন ও হরপ্রীত সিংহ। প্রথম বলেই অর্জুনকে ছক্কা মারেন কারেন। পরের বল ওয়াইড করেন তিনি। পরের বলে চার মারেন কারেন।

আরও পড়ুন – Ronaldo: রোনাল্ডোর সঙ্গে নাকি বিচ্ছেদ হবে জর্জিনার! সৌদিতে কোন নতুন সমস্যা সুপারস্টারের?

অর্জুনের ৩ নম্বর বলে আসে সিঙ্গল। চতুর্থ বলে চার মারেন হরপ্রীত। ৫ নম্বর বলে ছক্কা মারেন তিনি। পরের বলটি নো-বল করেন অর্জুন। সেই বলেও চার মারেন হরপ্রীত। পরের ফ্রি হিটের বলে আবার একটি চার মারেন হরপ্রীত। শেষ পর্যন্ত ৩ ওভারে ৪৮ রান দিয়ে ১ উইকেট নেন অর্জুন। তৃতীয় ম্যাচ খেলতে নেমেই লজ্জার নজির গড়লেন সচিন তেন্ডুলকরের ছেলে।

তবে অর্জুনকে এটা মাথা থেকে তাড়াতাড়ি ঝেড়ে ফেলতে হবে মনে করেন কোচ। কত তাড়াতাড়ি তিনি পরের ম্যাচের জন্য নিজেকে তৈরি করবেন সেটাই এখন আসল। তবে যে বলে প্রভসিমরানকে এলবি ডব্লিউ করেন অর্জুন সেটা কিন্তু দেখার মতো ছিল। অর্জুনের সুইং রয়েছে। তবে বলের গতি বাড়াতে হবে সেটা বোঝা যাচ্ছে।