আপনার হাতের ঘড়ি কোন রঙের? রাশি অনুযায়ী রয়েছে বড় নিয়ম, ঘড়িতেই লুকিয়ে সৌভাগ্য!

হাত ঘড়ির শখ অনেকেরই। হাতের ঘড়ির উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। আর সেটা আমরা বলছি না, বলছেন উজ্জয়ীনির জ্যোতিষী রবি শুক্লা।
হাত ঘড়ির শখ অনেকেরই। হাতের ঘড়ির উপর কিন্তু নির্ভর করে অনেক কিছু। আর সেটা আমরা বলছি না, বলছেন উজ্জয়ীনির জ্যোতিষী রবি শুক্লা।
অনেকেই বিশ্বাস করেন, হাতে বা পায়ে কালো রঙের সুতো বাঁধলে কুনজর থেকে বাঁচা যায়। আবার কালো রঙের ঘড়িও অনেকের পছন্দ। এবার প্রশ্ন হল, কালো রঙ কি সবাইকে শুভ ফল দিতে পারে!
অনেকেই বিশ্বাস করেন, হাতে বা পায়ে কালো রঙের সুতো বাঁধলে কুনজর থেকে বাঁচা যায়। আবার কালো রঙের ঘড়িও অনেকের পছন্দ। এবার প্রশ্ন হল, কালো রঙ কি সবাইকে শুভ ফল দিতে পারে!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির শাসক গ্রহ মঙ্গল। মঙ্গল ও শনির মধ্যে শত্রুতা রয়েছে। এমন পরিস্থিতিতে কালো রঙ মেষ রাশির জাতকদের ক্ষতি করতে পারে। ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের সমস্যা লেগেই থাকে। তাই এই রাশির জাতক জাতিকাদের কালো কাপড় বা ঘড়ি পরা উচিত নয়।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির শাসক গ্রহ মঙ্গল। মঙ্গল ও শনির মধ্যে শত্রুতা রয়েছে। এমন পরিস্থিতিতে কালো রঙ মেষ রাশির জাতকদের ক্ষতি করতে পারে। ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের সমস্যা লেগেই থাকে। তাই এই রাশির জাতক জাতিকাদের কালো কাপড় বা ঘড়ি পরা উচিত নয়।
মঙ্গল বৃশ্চিক রাশিরও অধিপতি। তাই এই রাশির জাতকদের জন্য শনির অশুভ নজর থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। এই মানুষদের ভুল করেও হাতে বা পায়ে কালো সুতো পরা উচিত নয়। এমনকী কালো ঘড়িও নয়।
মঙ্গল বৃশ্চিক রাশিরও অধিপতি। তাই এই রাশির জাতকদের জন্য শনির অশুভ নজর থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। এই মানুষদের ভুল করেও হাতে বা পায়ে কালো সুতো পরা উচিত নয়। এমনকী কালো ঘড়িও নয়।
রবি শুক্লা বলেন, জন্মের পর শনিদেবকে তাঁর গাঢ় কালো বর্ণের কারণে অবহেলার শিকার হতে হয়েছিল। তাই তিনি বুঝতে পারেন, কালো রঙ কতটা অবহেলিত! পুজোতে বা কোনও শুভ কাজে এই রঙ গুরুত্ব পায় না।
রবি শুক্লা বলেন, জন্মের পর শনিদেবকে তাঁর গাঢ় কালো বর্ণের কারণে অবহেলার শিকার হতে হয়েছিল। তাই তিনি বুঝতে পারেন, কালো রঙ কতটা অবহেলিত! পুজোতে বা কোনও শুভ কাজে এই রঙ গুরুত্ব পায় না।
সেই কারণে তিনি কালো তাঁর প্রিয় রং হিসেবে বেছে নেন। সেই থেকে শনিদেবকে কালো রঙের বস্তু নিবেদন করা শুরু হয়। এতে শনিদেব খুব খুশি হন।
সেই কারণে তিনি কালো তাঁর প্রিয় রং হিসেবে বেছে নেন। সেই থেকে শনিদেবকে কালো রঙের বস্তু নিবেদন করা শুরু হয়। এতে শনিদেব খুব খুশি হন।