জ্যোতিষকাহন Red Chili Vastu Tips: অর্থকষ্ট? জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে? সাতটি লাল লঙ্কা দিয়েই হবে বিরাট প্রতিকার… ধনসম্পদে ফুলে ফেঁপে উঠবে ঘর! কীভাবে রাখবেন? Gallery October 20, 2024 Bangla Digital Desk খাবারে স্বাদ আনতে শুকনো লঙ্কা ফোড়নের তুলনা নেই৷ কিন্তু, শুধুমাত্র রান্নাঘরেই নয়, শুকনো লঙ্কার একাধিক বাস্তুগুণ রয়েছে বলেও মনে করেন বিশেষজ্ঞেরা৷ শুকনো লঙ্কা দিয়ে কুনজর সরানো হয়৷ এছাড়া, অর্থাভাব ঘোচাতেও শুকনো লঙ্কার টোটকা ব্যবহার হয়ে থাকে৷ বৈদিক জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে, আপনি যদি কঠোর পরিশ্রমের পরেও অর্থ সঞ্চয় করতে না পারেন তবে এই সমাধানটি চেষ্টা করে দেখুন৷ এর জন্য একটি লাল মরিচ বা লাল লঙ্কা রাখুন৷ এবার এই লঙ্কাটি একটি লাল কাপড়ে মুড়ে নিন। এরপর এই লাল মরিচটি বা লাল লঙ্কাটি আপনার পার্সে রাখুন। Photo- Representative যদি ভাগ্য ভাল না থাকে, চাকরিতে বা ব্যবসায় সাফল্য না আসে, অর্থ সমস্যায় জেরবার হতে থাকেন, তাহলে শুকনো লঙ্কা দিয়ে অবশ্যই এই প্রতিকারগুলি করন৷ দীর্ঘদিন ধরে অর্থকষ্টে ভুগলে, কোথাও টাকা আটকে থাকলে ৭টি শুকনো লঙ্কার এই প্রতিকার কাজে আসতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ৷ এক্ষেত্রে, একটি লাল কাপড়ে ৭টি শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখতে হবে আপনাকে৷ সাতদিন পরে পরিবর্তন করুন কাপড়৷ আটকে টাকা থাকা হাতে আসবে, দূর হবে অর্থকষ্ট৷ জ্যোতিষ তথা বাস্তু বিশেষজ্ঞ রাধাকান্ত ভাট আমাদের জানাচ্ছেন শুকনো লঙ্কা দিয়ে আমরা কী কী বাস্তু সংক্রান্ত উপকার পেতে পারি৷ দীর্ঘদিন চাকরির ইন্টারভিউয়ে অসফল হলে পরবর্তী ইন্টারভিউয়ে বেরনোর সময় বাড়ির চৌকাঠের ঠিক বাইরে ৫টি শুকনো লঙ্কা রাখুন৷ তারপর সেগুলি মারিয়ে বের হোন৷ এটি আপনাকে তাৎক্ষণিক সাফল্য এনে দিতে পারে৷ শত্রুদের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে হলে ৭টি শুকনো লঙ্কা একটি কাপড়ে বেঁধে পুঁটলিটি বাড়ির বাইরে ঝুলিয়ে রাখুন৷ Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ বাংলা নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কোনও বিশেষজ্ঞের পরামর্শ বা মতামত তাঁর একান্ত নিজস্ব৷