জ্যোতিষকাহন Astrology: ১ দিনের অপেক্ষা…সূর্য-বৃহস্পতির নবপঞ্চম যোগে কপাল খুলবে ৩ রাশির! পুজোর পরেই টাকার ফোয়ারা, সংসারে সুখ-শান্তি Gallery October 13, 2024 Bangla Digital Desk জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ন হতে চলেছে অক্টোবর মাস। একাধিক গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে এই মাসে। তৈরি হবে একাধিক যোগ। এর মধ্যে কিছু যোগ শুভ, আবার বেশ কয়েকটি যোগ অশুভও হতে পারে। বৈদিক জ্যোতিষশাস্ত্রের দুটি সবচেয়ে শক্তিশালী গ্রহ, সূর্য এবং বৃহস্পতি একে অপরের উপর ‘নবপঞ্চম দৃষ্টি’ নিক্ষেপ করছে এই মাসে। নবপঞ্চম দৃষ্টিকে নবপঞ্চম যোগও বলা হয়। এটি একটি শুভ যোগ, যেটি গঠিত হয় যখন যেকোনও দুটি গ্রহ একে অপরের থেকে নবম এবং পঞ্চম ঘরে থাকে। আগামীকাল ১৪ অক্টোবর সূর্য এবং বৃহস্পতি তৈরি করতে চলেছে এই বিশেষ যোগ। এই দৃষ্টি অত্যন্ত শক্তিশালী এবং ফলদায়ক বলে মনে করা হয়। সূর্য এবং বৃহস্পতির কারণে কোন ৩ রাশির ভাগ্য খুলতে চলেছে, জেনে নিন। মেষ রাশি: সূর্য-বৃহস্পতির নবম দৃষ্টির শুভ প্রভাব পড়তে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের উপর। ব্যবসায় উন্নতি হবে এবং চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। নতুন বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পাবে। পারিবারিক জীবন সুখের হবে। স্বাস্থ্য ভাল থাকবে। সিংহ রাশি: সূর্য-বৃহস্পতির তৈরি নবপঞ্চম যোগ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে অনুকূল প্রভাব ফেলবে। অর্থ উপার্জনের প্রচেষ্টায় সাফল্য পাবেন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। নতুন ব্যবসার সুযোগ আসবে। চাকরিতে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় নতুন ব্যবসায়িক চুক্তির কারণে লাভের পরিমাণ বাড়বে। সৃজনশীল কাজের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়বে। পরিবারে সুখ শান্তি থাকবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকাদের জন্য উপকারী প্রমাণিত হবে নবপঞ্চম যোগ। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস খুলবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভ হবে। নতুন বাণিজ্য চুক্তি হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ পাবে। পড়াশোনায় সাফল্য পাবেন। প্রেম পরিণতি পেতে পারে। (দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।)