ক্যাচ ধরছে না ল্যাটা মাছ! পাকিস্তানের ফিল্ডিং দেখে হেসে লুটোপুটি খাবেন

Viral Video: ক্যাচ ধরছে না ল্যাটা মাছ! পাকিস্তানের ফিল্ডিং দেখে হেসে লুটোপুটি খাবেন

পারথ: খারাপ ফিল্ডিং-ক্যাচিং দীর্ঘ দিনের সমস্যা পাকিস্তান ক্রিকেট দলের। গত মাসে শেষে হওয়া একদিনের বিশ্বকাপেও পাকিস্তানের ফিল্ডিং নিয়ে কম সমালোচনা হয়নি। সেই খারাপ ফিল্ডিং অস্ট্রেলিয়া সফরে গিয়েও পিছু ছাড়ল না পাকিস্তানের। এমনভাবে ক্যাচ মিস করল যা দেখে ‘ল্যাটা মাছ’ হাত থেকে ফসকে যাওয়ার সমান।

পারথে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রথম টেস্ট। সেখানে পাকিস্তানের জঘন্য ফিল্ডিংয়েক জন্য একাধিকবার বেঁচে যান ব্যাটাররা। ম্যাচের দ্বিতীয় সেশনে আমির জামালের বলে পুল মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন উসমান খাওয়াজা। সেই বলের কোনও রকম জাজমেন্ট করতে না পেরে ক্যাচ ফেলে দেন আবদুল্লাহ শফিক। যা দেখে হাসির রোল ওঠে নেট দুনিয়ায়।

এছাড়া ম্যাচের ৬৪ তম ওভারে ডেভিড ওয়র্নার ক্রিজ ছেড়ে এগিয়ে খেলতে গিয়ে বল মিস করেন। সেই বলে স্টাম্পিংয়ের সহজ সুযোগ মিস করেন কিপার সরফরাজ আহমেদ। একই বলে রান আউটেরও সুযোগ মিস করেন পাক ফিল্ডাররা।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: দাম উঠতে পারে ২০ কোটির বেশি! নিলামে এই ৩ ক্রিকেটার তৈরি করতে পারে ইতিহাস

প্রসঙ্গত, এই সিরিজ ডেভিড ওয়ার্নারের শেষ টেস্ট সিরিজ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩৪৬ রানে ৫ উইকেট। সর্বোচ্চ ১৬৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার। নিজের টেস্ট কেরিয়ারের শেষ সিরিজে শতরান করে তা স্মরণীয় করে রাখলেন ডেভিড ওয়ার্নার।