All posts by Shubhagata Dey

Senior Sub Editor, News 18 Bangla Digital; ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত শুভাগতা। সংবাদপত্রে কয়েকবছর ফিল্ড রিপোর্টিং করার পর ডিজিটাল মিডিয়ায় কাজের শুরু৷ বর্তমানে নিউজ18 বাংলায় সিনিয়র সাব এডিটর পদে কর্মরত। মূলত শহর থেকে দেশ-বিদেশের নানা ঘটনা, রাজনীতি, ক্রাইম, আবহাওয়া, স্বাস্থ্য, লাইফস্টাইল, বিনোদন নিয়ে লেখালেখিতে আগ্রহী। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতক, স্নাতকোত্তরের পাশাপাশি পাবলিক রিলেশনে স্নাতকোত্তর ডিপ্লোমা রয়েছে৷ Email. ID- shubhagata.Dey@nw18.com

Swastika Dutta|| এলোমেলো চুল, চিকন উন্মুক্ত উরু, স্বচ্ছ পোশাকে বাথটবে স্বস্তিকা, সাহসী ছবিতে নেটদুনিয়ায় ঝড়

#কলকাতা: শাড়ি, শাঁখা-পলা, সিঁদুর পরা সেন বাড়ির লক্ষ্মীমন্ত বউ রাধিকা সেনকে দেখতে দেখতে চোখ সেট হয়ে গিয়েছিল মেগা সিরিয়ালের দর্শকদের। দীর্ঘ কয়েক বছর পরে নিজের সেই ছক ভাঙলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। বাস্তব জীবনে তাঁকে সব ধরনের পোশাকে দেখা গেলেও, পর্দায় দেখা যায়নি। ফলে নতুন কোন রূপে তিনি ধরা দেন, তা দেখতে মুখিয়ে সকলেই।

সম্প্রতি একটি শ্যুটের কয়েক ঝলক এবং তারই দু-একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন স্বস্তিকা। সেখানে কোথাও তাঁকে মেক-আপ করতে দেখা গিয়েছে, কোথাও খোলামেলা পোশাকে পোজ দিতে। তবে তিনি যে কয়েকটা ছবি শেয়ার করেছেন, তা যে শ্যুটের সামান্য ঝলকমাত্র, তা বুঝতে কারও বাকি নেই। ইতিমধ্যেই স্বস্তিকার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নয়া লুকে অভিনেত্রীকে এখে মুগ্ধ নেটিজেনরা।

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta? (@swastika023)

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta? (@swastika023)

 

View this post on Instagram

 

A post shared by Swastika Dutta? (@swastika023)

১০ বছরেরও বেশি সময় স্বস্তিকা অভিনয় করছেন। ছ’টি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। শেষ অভিনীত ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ও শেষ হচ্ছে আগামী সপ্তাহেই। ইতিমধ্যেই শুটিং শেষ হয়ে গিয়েছে। তারপরেই স্বস্তিকা নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন।


 

View this post on Instagram

 

A post shared by Baban Mukherjee (@mr.__mukherjee)

লম্বা চুল কেটে চোট হয়েছে, জিমে গিয়ে শরীর চর্চার কথাও জানিয়েছেন নিউজ 18 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে। তবে এখনই মেগা সিরিয়ালে অভিন্য করতে রাজি নন কেকেবিটি-র রাধিকা সেন। পুজো পর্যন্ত ব্রেক নিতে চান নিজের জন্য। তারমধ্যে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ এলে অবশ্য ছাড়তে চান না। আর অবশ্যই চুটিয়ে প্রেম করবেন প্রেমিক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।

দুর্গাপুজোয় কলকাতায় আসতে পারেন স্বয়ং সনু সুদ! কেষ্টপুর প্রফুল্লকাননের থিমে পরিযায়ীদের লকডাউন যন্ত্রণা

#কলকাতা: হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সুটকেসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়েছে সন্তান, তাকে সেভাবেই টেনছেন বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিক মা। ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার জন্য রেললাইন ধরে চলতে শুরু করেছিলেন একঝাঁক পরিযায়ী শ্রমিক। ঘুম পেয়ে যাওয়ায় গভীর রাতে ট্র্যাকে ঘুমিয়ে পড়েন। ট্রেনের হর্ন শুনতে না পাওয়ায় ছিন্নভিন্ন হয়ে যায় দেহ।  লকডাউনে কাজ নেই, রোজগার বন্ধ, তা দুধের শিশুকে নিয়ে বিহারের বাড়িতে ফিরছিলেন পরিযায়ী মা। স্টেশনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। কিন্তু, তা বোঝার মতো ক্ষমতাই ছিল না সন্তানের। তাই খিদের জ্বালায় মায়ের মৃতদেহ বার বার ধাক্কা দিচ্ছিল সে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল সেই ভিডিও। কান্নায় ডুকরে উঠেছিলেন নেটিজেনরা—-কেষ্টপুর প্রফুল্লকানন পশ্চিম অধিবাসীবৃন্দের মণ্ডপে এবার ফুটে উঠেছে পরিযায়ী শ্রমিকদের লকডাউনের কাটান যন্ত্রণার জীবনের কাহিনী।

লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছিলেন বলিউড অভিনেতা সনু সুদ। মুম্বই-সহ দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচ এবং অবশ্যই নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। ফলে তিনি এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। এমনকি পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন পড়াশুনার সুযোগ করে দিয়ে।

এহেন কর্মকাণ্ড যাঁর, সেই সনু সুদকে সম্মান জানাতে কেষ্টপুরের অন্যতম ক্রাউডপুলার কেষ্টপুর প্রফুল্লকাননের থিম মেকার স্বপন চক্রবর্তী অভিনেতার একটি পূর্ণাবয়ব মূর্তি গড়েছেন। সেই খবর ইতিমধ্যেই পৌঁছেছে সনুর কাছে। তিনি নিজের ট্যুইটার এবং ফেসবুক হ্যান্ডেলে মণ্ডপের ছবি শেয়ার করেছেন। পাশাপাশি, কেষ্টপুর প্রফুল্লকাননের কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি।

পুজো কমিটির সম্পাদক রঞ্জিত চক্রবর্তী বলেন, “লকডাউনে সনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে ভগবানের দূত হয়ে এসেছিলেন। তাই পরিযায়ীদের নিয়ে মণ্ডপ গড়া হবে, আর তাঁকে সম্মান জানান হবে না, এটা কোনওভাবেই হতে পারে না। তাই শিল্পী অভিনেতার মূর্তি গড়েছেন।”

বুধবারই সনু ফোন করেছিলেন ক্লাব কর্তাদের। রঞ্জিত চক্রবর্তী বলেন, “অভিনেতা আমাদের থিমের বিষয়ে জানতে পেরে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। আমরা আপ্লুত।” বর্তমানে সনু সিনেমার শুটিং-এ ব্যস্ত।  এ  দিন কর্মকর্তাদের একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন অভিনেতা।

তবে এখানেই শেষ নয়। রঞ্জিত বলেন, “অভিনেতা শুটিং ব্যস্ত। তবে শুটিং শেষ হয়ে গেলে তিনি সোজা কলকাতায় এসে প্রফুল্লকাননের মণ্ডপে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। যদিও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে আমরা আশাবাদী।”