Tag Archives: Sonu Sood

Sonu Sood’s Old Age Home: মায়ের নামে করছেন বৃদ্ধাবাস! ফের সমাজকল্যাণে উজ্জ্বল জনদরদী সোনু সুদ

মুম্বই : ফের সামাজিক কাজে উজ্জ্বল সোনু সুদ৷ এই অভিনেতা তথা সমাজপ্রেমী আরও একবার অভিনব পদক্ষেপ করলেন৷ সমাজকল্যাণে শুরু করবেন বৃদ্ধাবাস৷ নাম দিয়েছেন ‘সরোজ সেরেনিটি’৷ নিছক বৃদ্ধাবাসের বাড়ি নয়৷ এই উদ্যোগ মায়ের প্রতি সোনুর শ্রদ্ধার্ঘ্য৷ অভিভাবক এবং সন্তানদের মধ্যে বন্ধন তিনি আরও মজবুত করতে চান৷

এই উদ্যোগে প্রবীণ প্রবীণাদের বিশেষ যত্নে রাখা হবে৷ নানা কারণে আজ অনেক বৃদ্ধ বৃদ্ধাই তাঁদের সন্তানদের সাহচর্য থেকে বিচ্ছিন্ন৷ সোনুর বৃদ্ধাশ্রমে এমন পরিবশে থাকবে যেখানে বয়স্করা সম্মান ও সাচ্ছ্বন্দ্যের সঙ্গে থাকতে পারবেন৷ নতুন প্রচেষ্টায় মানবতাকেই কুর্নিশ জানাতে চান সোনু৷ জানিয়েছেন, তাঁর মধ্যে যে মূল্যবোধ এসেছে মায়ের জন্য, তারই প্রতিফলন এই প্রয়াস৷ সোনু সুদের সংস্থা সুদ ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর উদ্যোগে বৃদ্ধ বৃদ্ধাদের জীবনের শূন্যতা পূর্ণ করার চেষ্টা করা হবে৷ এর আগে অতিমারি পর্বেও বার বার জনদরদী পদক্ষেপের নজির রেখেছেন সোনু৷

আরও পড়ুন : আসছে ভ্যালেন্টাইন্টস ডে! কোন ৪ রাশির জাতক জাতিকা ভাসবেন প্রেমের জোয়ারে? কাদের জীবনে আসবে নতুন সম্পর্ক? আপনি আছেন কি তালিকায়, জানুন

কাজের দিকেও তিনি ব্যস্ত৷ এই প্রথম তিনি প্রযোজনা এবং পরিচালনা করছেন৷ ছবির নাম ‘ফতেহ’৷ ছবির সহপ্রযোজক জেড স্টুডিয়োজ৷ ছবিতে সোনুর বিপরীতে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ৷ অভিনেতার কথায়, ‘‘ফতেহ আমার কাছে স্পেশাল ছবি৷ যে সব তরুণ প্রজন্ম নানা ভাবে সাইবার অপরাধের শিকার হয়েছে, এই ছবি তাঁদের জন্য৷’’

বোনেদের পাশে দাঁড়ানোর সময় এটা, চণ্ডীগড়ে ছাত্রীদের ভিডিও ফাঁসের ঘটনায় সরব সোনু

#চণ্ডীগড়: ৬০ মহিলা সহপাঠীদের স্নানের ভিডিও মোবাইলে তুলে গ্রেফতার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়েরই আর এক ছাত্রী। শুধু তাই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করা হয় তাঁর এক বন্ধুর মাধ্যমে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে আপাতত তোলপাড় দেশ।

সেই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হলেন মানবদরদী হিসেবে জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ট্যুইট করেন, ‘চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেছে, যা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের বোনেদের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। দায়িত্ববান সমাজের উদাহরণ তৈরি করা উচিত। এই সময়টা আসলে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যাঁরা এই ঘটনার শিকার, তাঁদের জন্য নয়। দায়িত্ববান হোন।’ যে ৬০ ছাত্রীর ভিডিও লিক করার অভিযোগ উঠেছে, তাঁদের ‘বোন’ সম্বোধন করে পাশে ডাকলেন সোনু।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রতিবাদের আগুন জ্বলছে। ছাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাবি, কোনও ভিডিও লিক হয়নি। কিন্তু ছাত্রীরা যেহেতু কোনওভাবে শান্ত হচ্ছিলেন না তাই ক্যাম্পাসে ডেকে আনা হয় পুলিশকে।

আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য ভিডিও করে সহপাঠী ছাত্রী, পোস্ট করে পুরুষ বন্ধু!

শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েদের স্নানের ওই ভিডিও এক পুরুষ বন্ধুকে পাঠিয়েছিলেন অভিযুক্ত৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের

সূত্রের দাবি, এই ঘটনার জেরে লজ্জা-অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করেন হস্টেলে। ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ আত্মহত্যার চেষ্টা করেননি। আন্দোলনের জেরে এক ছাত্রী জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পঞ্জাবের শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, দোষীরা কড়া শাস্তি পাবে।

Sonu Sood Gifts Cycle to Little Girl: ফের মন জিতলেন অভিনেতা! সাইকেল উপহার দিয়ে স্কুল ছাত্রীর মুখে হাসি ফোটালেন সোনু সুদ

ফের মানুষের মন জিতলেন সোনু সুদ! বিপদে আপদে মানুষের পাশে থেকে নিজের এক অনন্য পরিচয় স্থাপন করেছেন সোনু। এবার, এক কিশোরীকে সাইকেল উপহার দিয়ে প্রতিদিনের স্কুল পাড়ি দেওয়াকে আরও সহজ করে দিলেন সোনু। নীলাঞ্জনা নামের ওই কিশোরীর দূরের ইস্কুলে পড়াশোনা করার সমস্যাকে মেটানোর ব্যবস্থা করে দিয়েছেন সোনু। সমাজ কর্মী বিকাশ কুমার গুপ্তা অভিনেতাকে ধন্যবাদ জানাতে ট্যুইটে একটি দীর্ঘ বার্তা লিখেছেন। স্কুলের ইউনিফর্মে নীলাঞ্জনার একটি সুন্দর ছবি পোস্ট করে বিকাশ সোনুকে ধন্যবাদও জানিয়েছেন। ছবিতে মিষ্টি হাসির নীলাঞ্জনাকে দেখা যাচ্ছে সদ্য উপহার পাওয়া নতুন লাল সাইকেলের পাশে।

আরও পড়ুন- ৯টি রাজ্যের উপর দিয়ে ৪২৪৭ কিমি পথ! ভারতে সবচেয়ে লম্বা দূরত্ব পাড়ি দেয় কোন ট্রেন?

বিকাশ হিন্দিতে লিখেছেন, “আমি কারও চেয়ে ভালো করি; এতে কী এসে যায়? আমি কি কারও ভালো করি; এটাই বেশি গুরুত্বপূর্ণ! নীলাঞ্জনা খুব খুশি। এই সুখের মূল্য অমূল্য কারণ সোনু স্যার নীলাঞ্জনাকে স্কুলে যাওয়ার জন্য একটি সাইকেল উপহার দিয়ে সাহায্য করেছেন। আপনাকে ধন্যবাদ।” অভিনেতাকে নিজের ট্যুইটে ট্যাগও করেছেন বিকাশ। বিকাশের ট্যুইটের উত্তরে সোনু সুদ লিখেছেন, “একদিন, আমি নীলাঞ্জনার সঙ্গে ওর সাইকেলে করে স্কুলে নিয়ে যাব।” সোনু সুদের এই ট্যুইটটি হাজার হাজার মানুষ ‘লাইক’ করেছেন, অজস্র বার রিট্যুইটও হয়েছে।

নেটিজেনদের প্রশংসায় প্লাবিত সোনু সুদ। একজন লিখেছেন, “সন্তানের মুখে হাসি আনা এক সোনালি মুহূর্ত, এবং সোনু সুদ অনেক শিশুর মুখেই হাসি ফোটাচ্ছেন, আপনি মহান… অনেক সম্মান করি।” অন্য একজন লিখেছেন, “ঈশ্বর আপনার মঙ্গল করুন, স্যার।” আবার একজন লিখেছেন, “স্যার আপনি সত্যিই আমাদের মতো সাধারণ মানুষের জন্য একজন ঈশ্বর প্রেরিত দেবদূত।”

আরও পড়ুন- মণিপুরে বীভৎস ভূমিধ্বস! ১৮ জন সেনা সহ মৃত ২৪! মাটির নীচে আটকে আরও বহু প্রাণ!

করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সময় সরকার দেশব্যাপী লকডাউন ঘোষণা করার পরে সোনু অসংখ্য মানুষকে তাঁদের নিজের বাড়ি পৌঁছতে সাহয্য করেছিলেন। প্রচুর মানুষকে নিজের উদ্যোগে বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছিলেন সোনু।

Sonu Sood : ‘ভারত সরকার সাহায্য করেনি, সোনু স্যর করলেন’, বড় ‘ফাঁদ’ থেকে বাঁচলেন এই ভারতীয় যুবক

#মুম্বই: মসিহা তকমা বহু দিন আগেই পেয়েছেন অভিনেতা সোনু সুদ। আর সেই ধারাই বার বার বজায় রাখছেন তিনি। করোনা মহামারীর সময়ে ভিন রাজ্যে আটকে পড় বহু পরিযায়ী শ্রমিককে ঘরে ফিরিয়েছিলেন সোনু সুদ। বিদেশে পড়তে যাওয়া পড়ুয়াদেরও দেশে ফিরিয়ে এনেছিলেন তিনি। এবার আরও এক আটকে পড়া ব্যক্তিকে ভারতে ফেরালেন সোনু। আবারও মুগ্ধ করলেন নেটিজেনকে।

মানুষ সমস্যা পড়লেই এখন সবার আগে সোনু সুদকে ট্যুইট করছেন সমাধানের জন্য। সাহিল খান নামে সেই ব্যক্তি ট্যুইট করেন, “আমি থাইল্যান্ডে আটকে আছি। এখান থেকে বেরনোর কোনও উপায় নেই। সোনু স্যর আপনাকে সাহায্যের অনুরোধ করছি।” এই ট্যুইটও নজরে পড়ে সোনুর। সঙ্গে সঙ্গে উত্তর দেন, “তোমায় টিকিট পাঠাচ্ছি। পরিবারের সঙ্গে দেখা করার সময় হয়ে এলো।”

সাহিল খান সোনুর কেটে দেওয়া টিকিটের মাধ্যমেই দেশে ফেরেন এবং ফের একটি ট্যুইট করে সোনুকে কৃতজ্ঞতা জানান। একটি ভিডিও পোস্ট করেন সাহিল। সেই ভিডিওতে সাহিল বলেন, “হেলো সোনু স্যর সাহায্য করার জন্য। আপনার জন্য ভারতে ফিরতে পারলাম। আমি ভারত সরকার সহ আরও অনেকের কাছে সাহায্য চেয়েছিলাম। কিন্তু কেউ আমায় সাহায্য করার চেষ্টা করেনি। আমি জানতাম আপনি করবেন। আপনার জন্য ফিরতে পারলাম। এখন পরিবারের সঙ্গে দেখা করব। আমি খুব খুশি।”

থাইল্যান্ডে চাকরির খোঁজে গিয়েছিলেন সাহিল। কিন্তু সেখানে গিয়ে তাঁর অভিজ্ঞতা ভাল হয়নি। তাঁর কথায়, “ওরা স্ক্যাম করছে চাকরির নামে। খুব খাটানোর উদ্দেশ্য। আমার পাসপোর্ট নিয়ে নেওয়া হয়। খুব খারাপ ইন্টারনেট কানেক্টিভিটি। কারও অনুমতি ছাড়া ওই অফিসের বাইরেও যাওয়া যাবে না। সোনু সুদের জন্য এই ফাঁদ থেকে ফিরে আসতে পারলাম।”

আরও পড়ুন- রাতভর বৃষ্টির জেরে ভাঙলো নদীর বাঁধ,জল ঢুকছে গ্রামে! আতঙ্কে বাসিন্দারা

কয়েক সপ্তাহ আগেই বিহারের এক শিশুকে অস্ত্রোপচারে সাহায্য করেন সোনু। চার হাত ও পা নিয়ে জন্মেছিল আড়াই বছরের চৌমুখী। অস্ত্রোপচারের ক্ষমতা নেই। সেই বাচ্চাটিরও অস্ত্রোপচারের ব্যবস্থা করে দিয়েছেন এই সোনু সুদই।

Sonu Sood on National language debate: হিন্দি কি আদৌ রাষ্ট্রভাষা? অজয় দেবগন-সুদীপের বিতর্কে কী বললেন সোনু সুদ?

#মুম্বই: হিন্দি কি আদৌ রাষ্ট্রভাষা? চলমান বিতর্কে নিজের পোক্ত মতামত জানালেন অভিনেতা সোনু সুদ। সুদীপের সাম্প্রতিক মন্তব্যের দিকে সামান্য ঝুঁকেই সোনু জানান, ভারত আসলে বিনোদনের ভাষা দিয়েই বাঁধা। “আমি মনে করি না হিন্দিকেই কেবল জাতীয় ভাষা বলা যেতে পারে। ভারতের একটিই ভাষা আছে, তা হল বিনোদন। আপনি কোন শিল্পের অন্তর্গত তা আসল ব্যাপার নয়। আপনি যদি মানুষদের বিনোদন দেন, তাঁরা আপনাকে ভালবাসবে, আপনাকে সম্মান করবে এবং আপনাকে গ্রহণ করবে,” জানান সোনু। তিনি আরও জানান, চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতাদের “মানুষের সংবেদনশীলতাকে সম্মান করা উচিত”।

KGF 2, RRR এবং পুষ্পার সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে সোনু জানান, বক্স অফিসে এই সিনেমার ব্যবসা “হিন্দি চলচ্চিত্র নির্মাণের পথ পরিবর্তন করবে”। সংসদীয় সরকারি ভাষা কমিটির ৩৭ তম বৈঠকে অমিত শাহের একটি মন্ত্যবের প্রেক্ষিতে সুদীপ এবং অজয় ​​দেবগন নিজেদের মতামত প্রকাশ করার পরেই এমনটা জানান সোনু সুদ।

আরও পড়ুন- যোগীর কড়া নির্দেশ, উত্তরপ্রদেশে ধর্মীয় স্থান থেকে ৬০৩১ টি লাউডস্পিকার সরাল পুলিশ

“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছেন যে সরকার পরিচালনার মাধ্যম হল সরকারি ভাষা, এবং এটি অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়িয়ে দেবে। এখন সময় এসেছে সরকারি ভাষাকে দেশের ঐক্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করার। রাজ্যের নাগরিকরা নানান ভাষায় একে অপরের সঙ্গে কথা বলেন, তাই এটিই ভারতের ভাষা হওয়া উচিত,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

পরে, সুদীপ তাঁর আগামী চলচ্চিত্র, R: The Deadliest Gangster Ever-এর লঞ্চে বলেন, “হিন্দি আর জাতীয় ভাষা নয়।” ইয়াশ অভিনীত কেজিএফ চ্যাপ্টার ২ সারা দেশে ব্যাপক সফল হওয়ার পরে এমন মন্তব্যই করেন কন্নড় সুপারস্টার। “আপনি বলেছিলেন যে কন্নড় ভাষায় একটি প্যান ইন্ডিয়া ফিল্ম তৈরি হয়েছে। আমি একটি ছোট সংশোধন করতে চাই, হিন্দি আর জাতীয় ভাষা নয়। বলিউড এখন প্যান-ইন্ডিয়া ফিল্ম তৈরি করছে। তারা তেলগু এবং তামিল ভাষায় ডাবিং করে সফল হতে চাইছে, কিন্তু তা হচ্ছে না। আজ আমরা এমন সিনেমা তৈরি করছি যা সর্বত্র চলছে,” বলেন তিনি।

আরও পড়ুন- মহম্মদপুর নাম ‘দাসত্বের প্রতীক’! তাই গ্রামের নাম বদলে নয়া হোর্ডিং লাগাল বিজেপি!

সুদীপকে উল্লেখ করে, অজয় ​​দেবগন মঙ্গলবার ট্যুইট করেন যে হিন্দি ভারতের জাতীয় ভাষা ছিল এবং থাকবে। তবে, সুদীপ একটি ট্যুইটে স্পষ্ট করে জানিয়েছেন যে তাঁর বক্তব্যের প্রেক্ষাপট ‘সম্পূর্ণ ভিন্ন’ এবং তিনি আঘাত বা উস্কানি দেওয়া বা কোনও বিতর্ক শুরু করতে চাননি। এর উত্তরে অজয় দেবগন বলেন, “তুমি একজন বন্ধু। ভুল বোঝাবুঝি দূর করার জন্য ধন্যবাদ। আমি সব সময় চলচ্চিত্র শিল্পকে এক মনে করেছি। আমরা সকল ভাষাকে সম্মান করি এবং আমরা আশা করি সবাই আমাদের ভাষাকেও সম্মান করবে। সম্ভবত, অনুবাদে কিছু ভুল থেকে গেছে।”

Sonu Sood : সোনুর কাঁধে বড় দায়িত্ব! ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাচ্ছেন, সোশ্যালে ‘মসিহা’র জয়জয়কার

#মুম্বই: করোনাকালে মসিহা রূপে আবির্ভাব হয়েছিল অভিনেতা সোনু সুদের (Sonu Sood)। মহামারীর সময়ে দূর দূরান্ত থেকে মানুষকে ঘরে ফিরিয়েছিলেন তিনি। আর এবার আরও বড় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সোনু। রাশিয়ার আক্রমণে ইউক্রেন এখন যুদ্ধ বিধ্বস্ত (Ukraine Crisis)। সেই যুদ্ধ ক্ষেত্রেই আটকে রয়েছেন ভারতের বহু পড়ুয়া। দেশে ফিরতে তাঁদের আর্তি প্রায়ই ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এবার সেই পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনছেন তিনি।

সোনু সুদের (Sonu Sood) সাহায্যে ইতিমধ্যেই বহু পড়ুয়া নিজের দেশের মাটি ছুঁয়েছেন নিরাপদে। আর তাই সোশ্যাল মিডিয়া জুড়ে মসিহা সোনুর এখন জয়জয়কার। পঞ্জাব থেকে একসঙ্গে দেশে ফিরছেন বেশ কয়েকজন পড়ুয়া। তাঁদের মধ্যে কবিতা নামে এক ছাত্রী ভিডিওর মাধ্যমে বলেছেন, “আমি কবিতা অরোরা। আমি পঞ্জাবের মেয়ে। সোনু স্যরের ফাউন্ডেশন আমাদের সবাইকে অনেক সাহায্য করেছে। এখানে অনেক পড়ুয়া আছে। এই বাসে ৫০ জন আছে। বুডাপেস্ট থেকে হাঙ্গেরি যাচ্ছে এই বাস। সোনু স্যর আমাদের এই পর্যন্ত পৌঁছতে সাহায্য করেছেন। থ্যাংক ইউ সোনু স্যর।”

এছাড়াও টুইটারে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানেও দেখা যাচ্ছে, পড়ুয়ারা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিরাপদ স্থানে পৌঁছচ্ছেন এবং সোনু সুদকে (Sonu Sood) ধন্যবাদ জানাচ্ছেন। সোনু নিজেও একটি পোস্ট করেছেন। অভিনেতা টুইট করেছেন, “এটা আমার কাজ। আমি খুশি যে আমি একটু হলেও কাজটা করতে পেরেছি। ভারত সরকারকে ধন্যবাদ আমায় সমর্থন করার জন্য। জয় হিন্দ।”

আরও পড়ুন- শিবের ভজনের সঙ্গে কঙ্গনার নাচ! ভিড়ের মধ্যে মিশলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

সোনু আরও একটি টুইটে লিখেছেন, “ইউক্রেনের (Ukraine Crisis) পড়ুয়াদের জন্য কঠিন সময় এবং সম্ভবত এটা আমার জন্য সবচেয়ে কঠিন দায়িত্ব। সৌভাগ্যবশত বহু পড়ুয়াকে ইতিমধ্যেই সীমান্ত পেরিয়ে নিরাপদে পৌঁছতে পেরেছি। চেষ্টা করে যাব।”

Sonu Sood: ‘জীবনের সবচেয়ে কঠিন কাজ’, এবার ইউক্রেন থেকে পড়ুয়াদের দেশে ফেরালেন ‘মসিহা’ সোনু সুদ!

#মুম্বই: তাঁর উপমা তিনি নিজেই, তিনি সোনু সুদ (Sonu Sood)। করোনাকালের তীব্র সংকটে দেশজুড়ে বারবার তিনি হয়ে উঠেছেন আর্তের ‘মসিহা’ (Sonu Sood)। নিজেই ট্যুইটারে তাঁর অসাধ্যসাধনের কথা শেয়ার করেছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের বের করার মতো কঠিন কাজ করেছেন সোনু সুদ। দেশের মাটিতে পা রেখে সেই পড়ুয়ারাও সোনুর সাহায্য পেয়ে আপ্লুত ও অভিভূত বলে উল্লেখ করেছেন।

এদিন ট্যুইটারে সোনু লিখেছেন, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়াদের খুবই খারাপ সময় এবং সম্ভবত আমার সবচেয়ে কঠিন কাজ এটি। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ’। এরই সঙ্গে জয় হিন্দ লিখে ভারতীয় পতাকার ইমোজি পোস্ট করেছেন সোনু সুদ।

আরও পড়ুন: ইউক্রেন থেকে বাংলায় ফিরছেন পড়ুয়ারা, বুধ-বৃহস্পতিতে কড়া নজর নবান্নের

ইউক্রেনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সোনু সুদের দলের সহায়তায় দেশের সীমান্ত পার করে বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন এমন অসংখ্য পড়ুয়া। তাঁদেরকে ইউক্রেনের সীমান্ত পার করার সাহস ও সমস্ত সহযোগিতা করেছেন সোনু সুদ এবং তাঁর দলের সদস্যরা। সোনু এদিন আরও লিখেছেন, ‘এটা আমার কাজ। আমি খুশি যে আমার ভাগেরটা আমি করতে পেরেথি। ভারত সরকারকে তাদের সমর্থনের জন্য বড় ধন্যবাদ। জয় হিন্দ’।

আরও পড়ুন: জ্যাকির কোলে ছোট্ট টাইগার, জন্মদিনে ভাইরাল বলি নায়কের এমন ছবি!

কয়েকদিন আগেই ভারতীয় দূতাবাসকে ইউক্রেন থেকে ভারতীয় শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য একটি বিকল্প পথ খুঁজে বের করার অনুরোধ জানিয়েছিলেন সোনু সুদ। আগের দিন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে একটি চিঠি লিখেছিলেন যাতে তিনি ভারতীয় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছিলেন এবং বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে তাদের ফিরে আসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন। অবশেষে নিজেও ছেলেমেয়েদের দেশে ফিরিয়ে আনতে আসরে নেমে পড়লেন ‘মসিহা’ সোনু সুদ।

Viral News: বলিউডের মানবিক অভিনেতা সোনু সুদ, নিজের কনভয় থামিয়ে প্রাণ বাঁচালেন যুবকের

#পঞ্জাব:  বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)  এক যুবকের জীবন বাঁচালেন৷ এরইমধ্যে সেখান দিয়ে যাচ্ছিলেন বলিউড (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood) ৷ নিজের কনভয় থামিয়ে দেন বলিউডের এই অভিনেতা৷ তাঁর মানবিক মুখের জন্য তিনি করোনা কাল থেকেই বিখ্যাত হয়ে গেছেন৷ আর এদিন যা করলেন তাঁকে নিয়ে ভাইরাল নিউজ (Viral News) ফের তৈরি৷ গাড়িতে অ্যাক্সিডেন্টের পর ভিতরে আটকে ছিল যুবকের দেহটি৷  সেখান থেকে যুবকের দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ সেখানে চূড়ান্ত সময়ে নিয়ে না পৌঁছলে যুবকের দেহটি উদ্ধার করেন৷ সোনু সুদের কনভয় থামিয়ে দেহ উদ্ধার ভাইরাল ভিডিও (Viral Video)৷

এই দুর্ঘটনা গভীর রাতে হয়৷ দুর্ঘটনাটি পঞ্জাবের মোগা ভাতিন্ডা রোডে হয়েছে৷ এখানে দুটি গাড়িতে ধাক্কা লাগে৷ যার পরে দুটি গাড়িই খুবই খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ধাক্কা লাগলে গাড়ি সেন্ট্রাল লক হয়ে যায়৷ এর কারণে গাড়ির ভিতরে দুই যুবক আটকে গিয়েছিলেন৷ এরইমধ্যে অন্য লেন দিয়ে যাচ্ছিল সোনু সুদের গাড়ি৷ অ্যাক্সিডেন্ট দেখেই নিজের কনভয় থামিয়ে দেন বলিউডের (Bollywood) অভিনেতা সোনু সুদ (Sonu Sood)৷ তারপরেই তিনি কোনওরকমভাবে গাড়ির কাঁচ ভেঙে অন্য লকড গাড়ি থেকে আহত ব্যক্তিকে বার করেন৷ সোনু সুদ নিজে আহতকে নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন৷ ভাইরাল ভিডিও (Viral Video)  থেকে ভাইরাল নিউজ (Viral News) হয়ে যায় মুহূর্তে৷

আরও পড়ুন – Beautiful Hair Tips: যে কোনও অনুষ্ঠানে মানানসই হয় ফুল জড়ানো খোঁপা, করিনা থেকে দীপিকা দিচ্ছেন টিপস

দেখুন সোনু সুদের  ভাইরাল ভিডিও (Viral Video)

সেন্ট্রাল লক আটকে যাওয়ায় গাড়ি থেকে বার হতে পারছিলেন না যুবক

সোনু সুদের বোন মালবিকা সুদ পঞ্জাব নির্বাচনে মোগা থেকে কংগ্রেসের প্রার্থী৷ সোনু সুদ নিজের বোনের জন্য প্রচার করতে যাচ্ছিলেন৷ মঙ্গলবার রাতে তিনি নির্বাচনের প্রচারের জন্য যাচ্ছিলেন৷ কনভয়ে সামিল যুবককে যদি না সাহায্য করতে পারত তাহলে ওই যুবককে প্রাণে বাঁচানো যেত না৷ অ্যাক্সিডেন্টের সঙ্গে সঙ্গেই গাড়ি লক হয়ে যেত৷ যার ফলেই যুবকটি চেয়েও বেরোতে পারত না৷ চোটের কারণে কাউকে ডাকতেও  পারছিল না৷

আরও পড়ুন – U19 WC: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের মঞ্চে রবির উদয়, Ravi Kumar-র পরিবার উচ্ছ্বসিত, দেখুন ভিডিও

করোনার সময় থেকেই সামাজিক কাজে এগিয়ে আসতে দেখা গিয়েছে সোনু সুদকে৷ ফের একবার বলিউডের সোনু সুদ  সেই মানবিক সোনু সুদ হয়ে উঠলেন৷ তার জন্যেই ফের একবার ভাইরাল নিউজ (Viral News) হলেন তিনি৷ তাঁর উদ্ধারের ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Bollywood Reaction On Farm Laws: রেগে আগুন কঙ্গনা, উচ্ছ্বসিত তাপসী পান্নুরা, কৃষি আইন প্রত্যাহারে মোদিকে ধন্যবাদ সোনুর…

#মুম্বই: গুরু নানকের জন্মদিনে বিরাট ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। বিতর্কিত তিন কৃষি আইন (Farm Law) প্রত্যাহার করেছে কেন্দ্র। সাফল্য পেয়েছে কৃষকদের দীর্ঘদিনের আন্দোলন। আইন প্রত্যাহারের পরই আন্দোলনরত কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রীর অনুরোধ, ‘এবার আপনারা বাড়ি ফিরে যান।’ প্রধানমন্ত্রী (Bollywood Reaction On Farm Laws) জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন অধিবেশনেই এই তিনটি বিতর্কিত আইন (Farm Laws) প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন: জিলিপি-বাজি-নাচ! কৃষি আইন প্রত্যাহারের ঘোষণায় সিঙ্ঘু-টিকরি বর্ডারে উৎসবের মেজাজ…

এই ঘোষণার সঙ্গে সঙ্গেই সাড়া পড়ে গিয়েছে দেশজুড়ে। গত এক বছর ধরে নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষক বিক্ষোভ প্রভাবিত করেছে দেশের বৃহত্তম অংশকে। বাদ জাননি সেলেব্রিটিরাও। বিভিন্ন সময়ে আইনের পক্ষে ও বিপক্ষে মন্তব্য করতে দেখা গিয়েছে তাঁদের। শুক্রবার প্রধানমন্ত্রীর ঘোষণার পরও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া (Bollywood Reaction On Farm Laws) জানাতে শুরু করেছেন তারকারা।

আরও পড়ুন: বিস্ফোরক কঙ্গনা রানাওয়াত! কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তে বললেন ‘ভারতও জেহাদি দেশ’… 

বলিউড থেকে রাজনীতি – প্রায় সব বিষয়েই মুখ খুলতে অভ্যস্ত কঙ্গনা রানাওয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তে (Bollywood Reaction On Farm Laws) অত্যন্ত হতাশা জানিয়েছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করার পর, ইনস্টাগ্রাম স্টোরিতে এই নিয়ে প্রতিক্রিয়া জানান কঙ্গনা রানাওয়াত ৷ তিনি একজনের ট্যুইট তুলে ধরে ইনস্টা স্টোরিতে লেখেন, “দুঃখজনক, লজ্জাজনক, একেবারেই অন্যায্য ৷ সংসদে নির্বাচিত সরকারের বদলে যদি রাস্তার লোকেরাই আইন তৈরি করতে শুরু করে, তাহলে এটা একটি জিহাদি দেশ ৷ যাঁরা এ রকমটা চেয়েছিলেন, তাঁদের অভিনন্দন ৷”

প্রসঙ্গত, এর আগেও কৃষি আইন বাস্তবায়নের পক্ষে দাঁড়িয়েছিলেন কঙ্গনা রানাওয়াত (Bollywood Reaction On Farm Laws) ৷ পপ তারকা রিয়ানা কৃষকদের সমর্থনে ট্যুইট করায় তাঁকে একহাত নিয়েছিলেন কুইন অভিনেত্রী ৷ এই সংক্রান্ত ট্যুইট করার কিছু সময় পরেই কঙ্গনাকে নিষিদ্ধ বলে ঘোষণা করে ট্যুইটার৷ ব্লক করে দেওয়া হয় তাঁর অ্যাকাউন্ট ৷

কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছেন সোনু সুদ (Sonu Sood)। তিনি তাঁর পোস্টে লিখেছেন, ”এটা একটা দারুণ খবর! কৃষি আইন প্রত্য়াহারের জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদিজি। ধন্যবাদ কৃষকদের, আপনারা কেবল শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমেই আপনাদের দাবি জানিয়ে গিয়েছেন। আশা করি গুরু নানক দেবজির আবির্ভাব দিবস উপলক্ষে প্রকাশ পুরবে বাড়ি ফিরে আপনাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবেন।”

কৃষি আইন প্রত্যাহারের খবরে উচ্ছ্বসিত অভিনেত্রী রিচা চাড্ডাও। তিনি লিখেছেন, ”আপনারা জিতে গিয়েছে। আপনাদের জয়েই সকলের জয়।”

উচ্ছ্বসিত বলিউডের আরেক খ্যাতনামা অভিনেত্রী তাপসী পান্নুও। তিনি কৃষি আইন প্রত্যাহারের খবর টুইট করার পাশাপাশি সকলকে গুরু নানকের জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।

এদিকে আইন প্রত্যাহারের পরেও সরকারকে কটাক্ষ করতে দেখা গিয়েছে অভিনেত্রী ও ভিডিও জকি শ্রুতি শেঠকে। তিনি লেখেন, ”কত প্রাণ হারিয়ে গিয়েছে। কী ভারী মূল্য় চোকাতে হল। তবুও কৃষকদের জন্য গর্বিত যেভাবে তাঁরা ময়দান আঁকড়ে পড়ে থেকেছেন। জয় কিষান জয় হিন্দ।” এছাড়াও আরেকটি টুইটে তিনি কটাক্ষ করেন, সরকারের এই সিদ্ধান্ত আসলে সামনের নির্বাচনকে লক্ষ্য রেখেই।

Sonu Sood: প্রেমিকার জন্য iPhone-র আবদার, সোনু জানালেন…

#মুম্বই: দেশে করোনার প্রথম ঢেউ ও লকডাউন থেকে শুরু হয়েছে সোনু সুদের (Sonu Sood) কাজ৷ গরিব মানুষ, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোয় তিনি নজির তৈরি করেছেন৷ সাধারণ মানুষের জন্য তিনি প্রচুর কাজ করেছেন তিনি৷ যে কারণে তাঁকে মসিহা মেনে নিয়েছেন সকলেই৷ প্রচুর মানুষ তাঁকে নিজেদের সমস্যার কথা লিখে পাঠান, এখনও৷ যে কোনও প্রয়োজনে তিনিও সাধ্য মতো চেষ্টা করেন সাহায্য করতে৷ তবে তার মধ্যে যে আজব প্রস্তাব আসে না তাও নয়৷ এবার এক ব্যক্তি নিজের প্রেমিকার জন্য iPhone-র আবদার করে বসলেন সোনু সুদের কাছে৷ যোগ্য জবাবও দিলেন সোনু!

তিনিই রিয়াল হিরো! পর্দায় যতই খল চরিত্রে দেখা যাক না কেন সোনু সুদকে, তাঁকেই আপাতত দেশের হিরো মেনে নিয়েছেন জনগণ৷ কারণ একেবারে পর্দায় নায়কের মতোই তিনি সাধারণ মানুষকে সাহায্য করছেন৷ পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো হোক বা দুঃস্থ মানুষের মুখে দু’বেলা দু’মুঠো খাবার তুলে দেওয়া, সবটাই করেছেন সোনু৷ এবং সেটাও কোনও সরকারি সাহায্য ছাড়াই৷ তাই তাঁর উপর ভরসা বেড়েছে সাধারণ মানুষের৷ এমনকি করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়ও তাঁর দল পৌঁছে গিয়েছেন অক্সিজেন সিলেন্ডার নিয়ে৷ বিদেশেও আটকে পড়া পড়ুয়াদের দেশে ফিরিয়ে এনেছেন সোনু৷ ফলে তাঁর জনপ্রিয়তা বিপুল৷ এমনকি বলিউডের নায়করাও তাঁর প্রশংশায় পঞ্চমুখ৷

এহেন সোনুর কাছে আইফোন চেয়ে বসলেন এক যুবক৷ প্রমিকাকে আইফোন গিফ্ট করতে চেয়ে, তিনি চাইলেন সোনুর সাহায্য৷ তাঁকে নিরাশ করেননি সোনু৷ এমন উত্তর দিয়েছেন যাতে ভবিষ্যতে আর আইফোনর স্বপ্ন তিনি না দেখেন! সোনু সুদ বলেছেন যে, যদি আইফন দেওয়া হয়, তাহলে আপনার আর কিছু থাকবে না৷ এই উত্তরে বেশ মজা পয়েছেন ভক্তরা৷

একই সঙ্গে আরও এক ব্যক্তি সোনুর কাছে দাবি জানিয়েছে নিউজিল্যান্ডের প্লেয়ার কেন উইলিয়ামসনকে WTC ফাইনাল থেকে সরিয়ে দেওয়ার জন্য৷ তার উত্তরে সোনু বলেন যে, ভারতের খেলোয়ারা এতটা অসামান্য যে কোনও প্রতিপক্ষকেই ভয় পান না তাঁরা৷