মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের আগেই গুলিবিদ্ধ হয়ে খুন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হল না। সূত্রের খবর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
জানা যাচ্ছে, পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসের বাইরে বাবা সিদ্দিকির উপর গুলি চালায় তিনজন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে অজিত পাওয়ারের এনসিপিতে যোগ দিয়েছিলেন বাবা সিদ্দিকি।
বাবা সিদ্দিকি মুম্বইয়ের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রীও ছিলেন তিনি। কংগ্রেস এবং মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের কমিটিতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সত্তরের দশকে কংগ্রেসের ছাত্র সংগঠন থেকেই রাজনীতিতে এসেছিলেন। ১৯৯৯ সালে প্রথম বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন তিনি। ২০১৯ সালের বিধানসভা ভোটে বান্দ্রা পশ্চিম কেন্দ্র থেকে হেরে গিয়েছিলেন। হামলায় যোগ থাকার সন্দেহে এখনও পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।