বাবর আজমের নেতৃত্বে ২০২২ টি২০ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল পাকিস্তান। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অবশ্য দাগ কাটতে পারেনি তারা। তবে এবার টি২০ বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছেন। তাই সবার নজর এখন পাকিস্তানের দিকে।

টি২০ বিশ্বকাপে পাকিস্তান দলে গণ্ডগোল? আজম খানকে কি ‘গণ্ডার’ বললেন বাবর? ভাইরাল ভিডিও

বাবর আজমের নেতৃত্বে ২০২২ টি২০ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল পাকিস্তান। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অবশ্য দাগ কাটতে পারেনি তারা। তবে এবার টি২০ বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছেন। তাই সবার নজর এখন পাকিস্তানের দিকে।
বাবর আজমের নেতৃত্বে ২০২২ টি২০ বিশ্বকাপে রানার্স আপ হয়েছিল পাকিস্তান। গত বছর ওয়ানডে বিশ্বকাপে অবশ্য দাগ কাটতে পারেনি তারা। তবে এবার টি২০ বিশ্বকাপে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপাতে চলেছেন। তাই সবার নজর এখন পাকিস্তানের দিকে।
টি২০ বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তান টিমের সমালোচনা শুরু হয়েছে। আর সেটা হচ্ছে দল নির্বাচনের কারণে। চোট, আঘাতে জর্জরিত আজম খানকে দলে নেওয়ার কারণ নিয়েও চর্চা চলছে বিস্তর। একসময় আজমের ফিটনেস নিয়ে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সম্প্রতি পাকিস্তানের ট্রেনিং সেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানি খেলোয়াড়রা একে অপরের সঙ্গে মজা করছেন। সেই সময় বাবর আজম কিছু একটা বলেন আজম খানকে।
টি২০ বিশ্বকাপের শুরু থেকেই পাকিস্তান টিমের সমালোচনা শুরু হয়েছে। আর সেটা হচ্ছে দল নির্বাচনের কারণে। চোট, আঘাতে জর্জরিত আজম খানকে দলে নেওয়ার কারণ নিয়েও চর্চা চলছে বিস্তর। একসময় আজমের ফিটনেস নিয়ে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি। সম্প্রতি পাকিস্তানের ট্রেনিং সেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানি খেলোয়াড়রা একে অপরের সঙ্গে মজা করছেন। সেই সময় বাবর আজম কিছু একটা বলেন আজম খানকে।
নেটিজেনদের একাংশ মনে করছেন, বাড়তি ওজনের জন্য আজম খানকে ‘গেন্ডা’ বলেছেন বাবর। তবে অনেকে বলছেন, বাবর অন্য কিছু বলেছেন, যা শুনতে ওরকম লাগছে। আজম খান পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্সের ব্যাপক সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। ভক্তদের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। দুটি ম্যাচে আজমের মোট রান ১১। বেশ কয়েকটি সহজ ক্যাচ ফেলেছেন। তাঁর গ্লাভ-ওয়ার্ক নিয়েও প্রশ্ন উঠেছে।
নেটিজেনদের একাংশ মনে করছেন, বাড়তি ওজনের জন্য আজম খানকে ‘গেন্ডা’ বলেছেন বাবর। তবে অনেকে বলছেন, বাবর অন্য কিছু বলেছেন, যা শুনতে ওরকম লাগছে। আজম খান পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁর পারফরম্যান্সের ব্যাপক সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। ভক্তদের রোষের মুখেও পড়তে হয়েছে তাঁকে। দুটি ম্যাচে আজমের মোট রান ১১। বেশ কয়েকটি সহজ ক্যাচ ফেলেছেন। তাঁর গ্লাভ-ওয়ার্ক নিয়েও প্রশ্ন উঠেছে।
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের দল ঘোষণার পরই আজম খানকে কাঠগড়ায় তোলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার মতো চেহারা আজমের নয়।তবে আজম খানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২৫ বছর বয়সী তরুণ ক্রিকেটারকে রীতিমতো আগলে রেখেছেন তিনি। টি ২০ বিশ্বকাপে নির্বাচিত অন্যান্য ক্রিকেটারদেরও আজম খানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তিনি।
টি২০ বিশ্বকাপে পাকিস্তানের দল ঘোষণার পরই আজম খানকে কাঠগড়ায় তোলেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার মতো চেহারা আজমের নয়।
তবে আজম খানের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২৫ বছর বয়সী তরুণ ক্রিকেটারকে রীতিমতো আগলে রেখেছেন তিনি। টি ২০ বিশ্বকাপে নির্বাচিত অন্যান্য ক্রিকেটারদেরও আজম খানকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে আজম খানের পাশে দাঁড়িয়ে বাবর বলেন, “যখন কোনও ক্রিকেটার টিম থেকে বাদ পড়েন, তখন জিজ্ঞাসা করা হয়, কেন তাঁকে বাদ দেওয়া হল? তারপর যখন সেই ক্রিকেটার ফের টিমে সুযোগ পান, তখন আপনারা জিজ্ঞেস করেন, কেন তাঁকে সুযোগ দেওয়া হল? আমাদের প্রত্যেকের উচিত নির্বাচিত ক্রিকেটারদের পাশে দাঁড়ানো”।
সাংবাদিক সম্মেলনে আজম খানের পাশে দাঁড়িয়ে বাবর বলেন, “যখন কোনও ক্রিকেটার টিম থেকে বাদ পড়েন, তখন জিজ্ঞাসা করা হয়, কেন তাঁকে বাদ দেওয়া হল? তারপর যখন সেই ক্রিকেটার ফের টিমে সুযোগ পান, তখন আপনারা জিজ্ঞেস করেন, কেন তাঁকে সুযোগ দেওয়া হল? আমাদের প্রত্যেকের উচিত নির্বাচিত ক্রিকেটারদের পাশে দাঁড়ানো”।