বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?

চার দিনেই রেকর্ড; বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’, ইতিহাস তৈরি থেকে এক ধাপ দূরে

বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
বক্স অফিসে তোলপাড় ফেলে দিয়েছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই হইহই করে চলছে এই ছবি। বহুদিন পর দর্শক আবার হলমুখী। আয়েও রেকর্ড। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ এখন ১০০ কোটির ক্লাব থেকে কয়েক ইঞ্চি দূরে। চার দিনে বিশ্ব জুড়ে কত কোটি টাকার ব্যবসা করল অক্ষয়-টাইগারের যুগলবন্দি?
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পুরোদস্তুর অ্যাকশন সিনেমা। অক্ষয় এবং টাইগার জুটি সুপারহিট। ছবিটি প্রথম দিনেই বিশ্বব্যাপী ৩৬.৩৩ কোটি টাকার ব্যবসা করেছে। গত চার দিনে আয় করেছে ৯৬.১৮ কোটি টাকা। পঞ্চম দিনেই ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ১০০ কোটির ক্লাবে পা রাখবেন বলে আশা করছেন ছবির প্রযোজক, পরিচালকরা।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের 'ফাইটার', অজয় দেবগন-আর মাধবনের 'শয়তান', ইয়ামি গৌতমের 'আর্টিকেল ৩৭০' এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর 'ক্রু' ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
চলতি বছরে ১০০ কোটির পঞ্চম ছবি: ২০২৪ সালে ১০০ কোটির ব্যবসা করা পঞ্চম ছবি হতে চলেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’। এর আগে, হৃতিক রোশনের ‘ফাইটার’, অজয় দেবগন-আর মাধবনের ‘শয়তান’, ইয়ামি গৌতমের ‘আর্টিকেল ৩৭০’ এবং করিনা কাপুর, কৃতি স্যানন, টাবুর ‘ক্রু’ ১০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
সারা দেশে এত কোটি টাকার ব্যবসা করেছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: ঘরোয়া বক্স অফিসে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ প্রথম দিনে ১৫.৬৫ কোটি টাকার ব্যবসা করে। দ্বিতীয় দিনে আয় করে ৭.৬ কোটি টাকা। তৃতীয় দিনে ৮.৫ কোটি এবং চতুর্থ দিনে ৯.১ কোটি টাকার ব্যবসা করে। সব মিলিয়ে চার দিনে ৪০.৮ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।
অজয় দেবগনের ‘ময়দান’কে টক্কর দিচ্ছে ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’: অক্ষয় কুমার ও টাইগার শ্রফের ছবি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, মানুষি চিল্লার, আলায় এফ-এর মতো তারকারা। ১১ এপ্রিল ইদে মুক্তি পাওয়া ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ জোর টক্কর দিচ্ছে অজয় দেবগনের ‘ময়দান’কে।