বল নাচছে হাওয়ায়! হাঁটু কেঁপে গেল বাংলাদেশী ব্যাটারের, বছরের সেরা ডেলিভারি ‘এটাই’!

ঢাকা: দ্বিতীয় টেস্ট ম্যাচেও হার পাকিস্তানের। আরও একবার বাংলাদেশের হাতে হোয়াইটওয়াশ হয়ে গেল তারা। প্রথম টেস্ট ম্যাচেও দুর্দান্ত খেলে জিতেছিল বাংলাদেশ।

চতুর্থ দিনের শেষেই বোঝা গিয়েছিল, মঙ্গলে নতুন ইতিহাস লিখতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই মতোই পাকিস্তানকে লজ্জার হারের স্বাদ দিয়ে টেস্ট সিরিজ জিতল বাংলা টাইগার্সরা। শান মাসুদের পাকিস্তানকে ইতিহাসে প্রথমবার হোয়াইট ওয়াশ করল শান্টো-শাকিব-লিটনরা। ৬ উইকেটে দ্বিতীয় টেস্ট ও সিরিজ দুই জিতল বাংলাদেশ।

আরও পড়ুন- দল থেকে বাদ রোহিত শর্মা! গৌতম গম্ভীরের অবাক করা সিদ্ধান্ত! জানুন বিস্তারিত

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর অনেকেই মনে করেছিল তা অঘটন। তবে তা যে নিছক কোনও ফ্লুক ছিল না তা দ্বিতীয় টেস্টে বুঝিয়ে দিল বাংলা টাইগার্সরা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় জয়টা পেল বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের ম্যাচ জিততে দরকার ছিল ৪৩ রান। হাতে ছিল ১০টি উইকেট। শেষ দিনে ৪ উইকেট হারিয়ে সহজেই সেই রান তুলে ফেলল বাংলাদেশ।

এই টেস্টে পাকিস্তানি পেসার মীর হামজার একটি দুর্দান্ত ডেলিভারির ভিডিও ভাইরাল হল। বাংলাদেশে ওপেনার জাকির হোসেনকে তিনি যে ডেলিভারিতে আউট করলেন, তা দেখার মতো। অনেকেই মীরের এই ডেলিভারি বছরের সেরা বলছেন। বলটা যেন হাওয়ায় নাচতে শুরু করেছিল। জাকির চেষ্টা করেছিলেন কোনওমতে ডিফেন্স করে ঠেকানোর। তবে পারেননি। ক্লিন বোল্ড হন তিনি।

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর! স্বপ্ন অধরা থাকতে পারে তারকা ক্রিকেটারের

পাকিস্তান বরাবরই পেসারদের জন্মভূমি। গত কয়েক বছরে তার অন্যথা হয়নি। এখনও পাকিস্তানি পেসারদের দাপট সারা বিশ্বে। তা সে শাহিন শাহ আফ্রিদি হোন বা মীর হামজা। যে কোনও মঞ্চে পাকিস্তানি পেসাররা তাঁদের জাত চেনাতে মরিয়া।