ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের বিষয়ে তারা যে আত্মবিশ্বাসী সেই কথা বলেন নাজমুল হোসেন শান্ত। রবিবার ঢাকায় প্রাক সফর সাংবাদিক বৈঠকেই বড় মন্তব্য করলেন বাংলাদেশের অধিনায়ক। যা অবাক করেছে অনেককেই।

Bangladesh: অশান্ত বাংলাদেশে বড় সুখবর! পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় টাইগারদের, লেখা হল নতুন ইতিহাস

কলকাতা: প্রথমবার বাইশ গজে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিনে একটা সময় মনে হয়েছিল হয়ত ম্যাচ ড্র হবে। কিন্তু পঞ্চম দিন গড়াতেই ছবিটা সম্পূর্ণ বদলে যায়। পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মতন ভেঙে পড়ে তাঁদের ব্যাটিং লাইনআপ। অভিজ্ঞ ব্যাটার মহম্মদ রিজওয়ান ছাড়া কেউই ক্রিজে দাঁড়াতেই পারলেন না।

আরও পড়ুন: ‘গব্বর’ কেন তাঁর ডাকনাম হল? এত বছর পর জানালেন শিখর ধাওয়ান

বাংলাদেশি স্পিনার মেহেদি হাসান এবং শাকিব আল হাসানের স্পিন চক্রব্যূহে কার্যত আটকে গেল পাকিস্তান। এই দুই স্পিনার মোট ৭ উইকেট তুললেন। একের পর এক ব্যাটার সাজঘরে ফিরতে। চতুর্থ ইনিংসে বাংলাদেশের সামনে লক্ষ্য এসে দাঁড়ায় ৩০ রান। বাংলাদেশের দুই ওপেনার সহজেই সেই লক্ষ্যপূরণ করে নেন। ফলে ১০ উইকেটে ম্যাচ পকেটে পুরে নেয় বাংলাদেশ। এই জয়ের ফলে একপ্রকার ইতিহাস তৈরি করল তাঁরা। দু’ম্যাচের সিরিজে তাঁরা ১-০ এগিয়ে গেল বাংলাদেশ। অর্থাৎ এরপর হারলেও বাংলাদেশ সিরিজ ড্র করবে কোনওভাবেই হারবে না। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে অন্তত ড্র করতে হলে পরের ম্যাচ জিততেই হবে বাবর আজমদের।