bangladesh cricket team

T20 World Cup 2024: বিরাট লজ্জা বাংলাদেশের! টি-২০ বিশ্বকাপের আগে আমেরিকার কাছে সিরিজ হার

সামনেই টি-২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশ ক্রিকেটে লজ্জার দিন। টি-২০ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে যেই দেশবাসী, সেই বাংলাদেশ কিনা সিরিজ হেরে বসল আমেরিকার কাছে। যারা কিনা আন্তর্জাতিক ক্রিকেটে সবে মাত্র ‘চারা গাছ’। তাও আবার ৩ ম্যাচের সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াল শাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তো, মুস্তাফিজুর রহমানরা।

প্রথম ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই ৫ উইকেট জয় পেয়েছিল আমেরিকা। দ্বিতীয় ম্যাচে হল ঠির তার উল্টোটা। আমেরিকার দেওয়া ১৪৫ রানের টার্গেট তাড়া করে জিততে পারল না বাংলা টাইগার্সরা। রান তাড়া করতে নেমে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ৬ রানে ম্যাচ ও সিরিজ জেতে ইউএসএ।

প্রসঙ্গত,টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ড। নাজমুল হোসেন শান্তোর নেতৃত্বে খেলবে বাংলাদেশ। কিন্তু তার আগে পূর্ণ শক্তির দল নিয়েও আমেরিকার মত দুর্বল দলের বিরুদ্ধে টি-২০ সিরিজ হার বাংলাদেশের বড় ধাক্কা হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃ হার্দিক-নাতাশার সম্পর্কে ফাটল! শীঘ্রই বিচ্ছেদ? টি-২০ বিশ্বকাপের আগে জোর জল্পনা

এক ঝলকে দেখে নিন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ঘোষিত দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ–অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, শাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, তানভীর ইসলাম, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান। রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।