একটি বলের পিছনে পাঁচ জন বাংলাদেশী ফিল্ডার৷ ছবি- ফ্যানকোড

Bangladesh cricket team: চার রান বাঁচাতে ছুটলেন পাঁচ জন ফিল্ডার! আবার হাসির খোরাক বাংলাদেশ দল, দেখুন ভিডিও

চট্টগ্রাম: বিনোদনের আর এক নাম বাংলাদেশ ক্রিকেট দল৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের নানা কাণ্ডকারখানা দেখে সমাজমাধ্যমে এমনই বিদ্রুপ করছেন বাংলাদেশের সমর্থকরাই৷ শুরুটা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক শান্তর আজব ডিআরএস আবেদন দিয়ে৷ এর পর প্রতিদিনই হাসির নতুন নতুন রসদ জুগিয়ে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা৷

এবার বাংলাদেশের ফিল্ডারদের একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ সেই ভিডিও দেখেও হেসে কুটোপুটি হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ ভিডিওতে দেখা যাচ্ছে, চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট চলাকালীন একটি বাউন্ডারি বাঁচাতে বলের পিছনে ছুটছেন পাঁচ জন বাংলাদেশি ফিল্ডার৷ শেষ পর্যন্ত অবশ্য বলটি বাউন্ডারি লাইন পেরনোর আগেই থামাতে সক্ষম হন এক বাংলাদেশি ফিল্ডার৷ কিন্তু পাঁচ জন ফিল্ডার কেন একটি বলের পিছনে ওভাবে ছুটলেন, তার ব্যাখ্যা খুঁজে পাচ্ছেন না ক্রিকেট ভক্তরা৷

আরও পড়ুন : হার্দিকের মুম্বইয়ের হারের হ্যাটট্রিক, একতরফা ম্যাচে ৬ উইকেটে জিতে শীর্ষে রাজস্থান

আর এই ভিডিও নিয়েই রীতিমতো হাসাহাসি চলছে সমাজমাধ্যমে৷ অনেকেই বাংলাদেশি ফিল্ডারদের এই নতুন কীর্তিকে লগান সিনেমার দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন৷ মজা করে অনেকেই বলেছেন, এটি আসলে সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বাস্তবের একটি ঘটনা! বাংলাদেশ ফিল্ডারদের এই কাণ্ড দেখে অবাক হয়ে যান ধারাভাষ্যকাররাও৷

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বিশ্রী ভাবে হেরেছিল বাংলাদেশ৷ দ্বিতীয় টেস্টেও ঘরের মাঠে যথেষ্ট কোণঠাসা অবস্থা তাদের৷ প্রথম ইনিংসে বাংলাদেশ শ্রীলঙ্কার থেকে ৩৫৩ রানে পিছিয়ে ছিল৷ এই অবস্থায় বাংলাদেশকে ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা৷ যদিও দ্বিতীয় ইনিংসে বেশ চাপে পড়ে শ্রীলঙ্কা৷ তৃতীয় দিনের শেষে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১০২৷ তা সত্ত্বেও বাংলাদেশের থেকে ৪৫৫ রানে এগিয়ে শ্রীলঙ্কা৷ ফলে এই ম্যাচেও হার বাঁচানো বাংলাদেশের কাছে বড় চ্যালেঞ্জ৷ এ সবকে ছাপিয়ে অবশ্য বাংলাদেশী ক্রিকেটারদের অবাক সব কীর্তিই এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷

এর আগে বাংলাদেশের অধিনায়ক নাজিমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার ব্যাটসম্যানের ব্যাটে স্পষ্ট বল লাগা সত্ত্বেও ডিআরএস-এর আবেদন করে হাসির খোরাক হয়েছিলেন৷ তার পর সহজ ক্যাচ ধরতে গিয়ে বাংলাদেশের তিন ফিল্ডারের ব্যর্থ চেষ্টা নিয়েও কম হাসাহাসি হয়নি৷ এবার তার সঙ্গে যোগ হল চার রান বাঁচাতে বাংলাদেশের পাঁচজন ফিল্ডারের দৌড়৷