Bangladesh cricket

Bangladesh cricket: মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে বিশ্বকাপের আগে চাপে বাংলাদেশ

হিউস্টন: বিশ্বকাপের আগে প্রস্তুতি নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ আয়োজন করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচেই নবাগত আমেরিকার বিরুদ্ধে হেরে বেশ চাপে বাংলাদেশ। টি২০ ক্রিকেটের র‍্যাঙ্কিং অনুযায়ী ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ এবং ১৯ নম্বরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পাওয়ায় প্রথম বার টি২০ বিশ্বকাপ খেলতে চলেছে আমেরিকা। বাংলাদেশ অবশ্য ৮ বারই বিশ্বকাপে সুযোগ পেয়েছে।

আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা

মঙ্গলবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৪৭ বলে ৫৮ রান করেন, মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রান করেন, এ ছাড়া সৌম্য সরকার ১৩ বলে ২০ করে আউট হন। জবাবে ব্যাট করতে নেমে কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ এবং হরমীত সিং ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। ৩ বল বাকি থাকতেই ১৫৬ রান তুলে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। সিরিজে আরও দুই ম্যাচ বাকি ‘টাইগারদের’। সেই ম্যাচে আপাতত ঘুরে দাঁড়ানোই লক্ষ্য তাদের।

আমেরিকার সিরিজের পরেই বিশ্বকাপের আগে একটি মাত্র ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে। আমেরিকার বিরুদ্ধে হারার পরে গ্রুপ পর্ব খুব একটা সহজ হবে বলে মনে হচ্ছে না।