Bank Of Baroda vs SBI: কোন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে ? FD করার আগে দেখে নিন

পরিবেশের যত্ন এবং গ্রিন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ফিক্সড ডিপোজিট চালু করেছে কিছু ব্যাঙ্ক। এদের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা অন্যতম।
পরিবেশের যত্ন এবং গ্রিন ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে ফিক্সড ডিপোজিট চালু করেছে কিছু ব্যাঙ্ক। এদের মধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা অন্যতম।
উল্লেখ্য, বাস্তুতন্ত্রের বিকাশে সাহায্য করে এমন প্রকল্প এবং কার্যকলাপে এই টাকা বিনিয়োগ করা হয়। তবে এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রিন এফডি-র সুদের হার, মেয়াদ এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু পার্থক্যও রয়েছে।
উল্লেখ্য, বাস্তুতন্ত্রের বিকাশে সাহায্য করে এমন প্রকল্প এবং কার্যকলাপে এই টাকা বিনিয়োগ করা হয়। তবে এসবিআই এবং ব্যাঙ্ক অফ বরোদার গ্রিন এফডি-র সুদের হার, মেয়াদ এবং অন্যান্য বিষয়ে বেশ কিছু পার্থক্যও রয়েছে।
এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট: এসবিআইতে বিনিয়োগকারীরা তিনটি ভিন্ন মেয়াদে গ্রিন এফডি করতে পারেন। ১১১১ দিন, ১৭৭৭ দিন এবং ২২২২ দিন। প্রবীণ নাগরিকদের ১১১১ দিন এবং ১৭৭৭ দিন মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। খুচরো আমানতে ২২২২ দিন মেয়াদে সুদের হার ৭.৪০ শতাংশ।
এসবিআই গ্রিন রুপি টার্ম ডিপোজিট: এসবিআইতে বিনিয়োগকারীরা তিনটি ভিন্ন মেয়াদে গ্রিন এফডি করতে পারেন। ১১১১ দিন, ১৭৭৭ দিন এবং ২২২২ দিন। প্রবীণ নাগরিকদের ১১১১ দিন এবং ১৭৭৭ দিন মেয়াদে ৭.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। খুচরো আমানতে ২২২২ দিন মেয়াদে সুদের হার ৭.৪০ শতাংশ।
অন্য দিকে সাধারণ গ্রাহকরা ১১১১ দিন এবং ১৭৭৭ দিন মেয়াদে গ্রিন ফিক্সড ডিপোজিটে ৬.৬৫ শতাংশ হারে সুদ পান। ২২২২ দিন মেয়াদে সুদের হার ৬.৪০ শতাংশ। এসবিআই-এর অয়েবসাইট অনুযায়ী, “সিনিয়র সিটিজেন, স্টাফ, স্টাফ সিনিয়র সিটিজেনরা এই স্কিমে সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি সুদ পাবেন। তবে অতিরিক্ত সুদের সুবিধা এনআরআই সিনিয়র সিটিজেন, এনআরআই স্টাফরা পাবেন না”।
অন্য দিকে সাধারণ গ্রাহকরা ১১১১ দিন এবং ১৭৭৭ দিন মেয়াদে গ্রিন ফিক্সড ডিপোজিটে ৬.৬৫ শতাংশ হারে সুদ পান। ২২২২ দিন মেয়াদে সুদের হার ৬.৪০ শতাংশ। এসবিআই-এর অয়েবসাইট অনুযায়ী, “সিনিয়র সিটিজেন, স্টাফ, স্টাফ সিনিয়র সিটিজেনরা এই স্কিমে সাধারণ গ্রাহকদের চেয়ে বেশি সুদ পাবেন। তবে অতিরিক্ত সুদের সুবিধা এনআরআই সিনিয়র সিটিজেন, এনআরআই স্টাফরা পাবেন না”।
ব্যাঙ্ক অফ বরোদা আর্থ গ্রিন টার্ম ডিপোজিট: ব্যাঙ্ক অফ বরোদা ৭৭৭ দিন মেয়াদের গ্রিন ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সাধারণ জনগণ, আবাসিক ভারতীয়, এনআরআই এবং এইচএনআই বিনিয়োগকারীরা বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে দুটি ভিন্ন মেয়াদ রয়েছে ১.৫ বছর এবং ১৭১৭ দিন।
ব্যাঙ্ক অফ বরোদা আর্থ গ্রিন টার্ম ডিপোজিট: ব্যাঙ্ক অফ বরোদা ৭৭৭ দিন মেয়াদের গ্রিন ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৭.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। সাধারণ জনগণ, আবাসিক ভারতীয়, এনআরআই এবং এইচএনআই বিনিয়োগকারীরা বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিটে বিনিয়োগ করতে পারেন। এই স্কিমে দুটি ভিন্ন মেয়াদ রয়েছে ১.৫ বছর এবং ১৭১৭ দিন।
২০২৪-এর ১১ মার্চ প্রেস রিলিজ জারি করে ব্যাঙ্ক অফ বরোদা জানায়, “বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট আমানতকারীদের বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় সুদের হার অর্জন এবং সবুজ অর্থনীতিতে ভারতের রূপান্তরে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে।
২০২৪-এর ১১ মার্চ প্রেস রিলিজ জারি করে ব্যাঙ্ক অফ বরোদা জানায়, “বিওবি আর্থ গ্রিন টার্ম ডিপোজিট আমানতকারীদের বিভিন্ন মেয়াদে আকর্ষণীয় সুদের হার অর্জন এবং সবুজ অর্থনীতিতে ভারতের রূপান্তরে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে।
এই স্কিমে সর্বোচ্চ সুদের হার ৭.১৫ শতাংশ। সাধারণ গ্রাহক, রেসিডেন্ট ইন্ডিয়ান, এনআরআই এবং হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল (এইচএনআই) বিনিয়োগকারীরা সবাই বব আর্থ গ্রিন টার্ম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন”।
এই স্কিমে সর্বোচ্চ সুদের হার ৭.১৫ শতাংশ। সাধারণ গ্রাহক, রেসিডেন্ট ইন্ডিয়ান, এনআরআই এবং হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়াল (এইচএনআই) বিনিয়োগকারীরা সবাই বব আর্থ গ্রিন টার্ম ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে পারেন”।