Bank Holidays: বুদ্ধ পূর্ণিমার দিন কি বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন RBI-এর ছুটির তালিকা

হাতে আর মাত্র ২টো দিন। আগামী ২৩ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কি না, সেটা নিয়ে ধন্দে গ্রাহকরা! তবে চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ভারতের ছুটির ক্যালেন্ডার বলছে যে, বেশ কিছু শহরে আগামী ২৩ মে অর্থাৎ বৃহস্পতিবার প্রাইভেট এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি বন্ধ থাকতে চলেছে।
হাতে আর মাত্র ২টো দিন। আগামী ২৩ মে, ২০২৪ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার উদযাপিত হবে বুদ্ধ পূর্ণিমা। এই দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কি না, সেটা নিয়ে ধন্দে গ্রাহকরা! তবে চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর ভারতের ছুটির ক্যালেন্ডার বলছে যে, বেশ কিছু শহরে আগামী ২৩ মে অর্থাৎ বৃহস্পতিবার প্রাইভেট এবং পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি বন্ধ থাকতে চলেছে।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪-এ কোন কোন রাজ্যে ব্যাঙ্কের ছুটি?বুদ্ধ পূর্ণিমার দিনে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো জায়গাগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪-এ কোন কোন রাজ্যে ব্যাঙ্কের ছুটি?
বুদ্ধ পূর্ণিমার দিনে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেহরাদুন, ইটানগর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রায়পুর, রাঁচি, শিমলা এবং শ্রীনগরের মতো জায়গাগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪:দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, বৈশাখ মাসে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। জন্মের সময় তাঁর নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি একজন আধ্যাত্মিক গুরু। তাঁর শিক্ষার উপর ভিত্তি করেই বৌদ্ধ ধর্মের প্রবর্তন।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪:
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী, বৈশাখ মাসে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। জন্মের সময় তাঁর নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি একজন আধ্যাত্মিক গুরু। তাঁর শিক্ষার উপর ভিত্তি করেই বৌদ্ধ ধর্মের প্রবর্তন।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪ তারিখ এবং সময়:আগামী ২৩ মে অর্থাৎ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে। আগামী ২২ মে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং তা শেষ হচ্ছে আগামী ২৩ মে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে।
বুদ্ধ পূর্ণিমা ২০২৪ তারিখ এবং সময়:
আগামী ২৩ মে অর্থাৎ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা পড়েছে। আগামী ২২ মে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং তা শেষ হচ্ছে আগামী ২৩ মে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে।
মে ২০২৪-এ আসন্ন ছুটি:নজরুল জয়ন্তী/ লোকসভার সাধারণ নির্বাচন ২০২৪-এর কারণে এরপর আগামী ২৫ মে, ২০২৪ তারিখে ব্যাঙ্ক ছুটি থাকবে।
মে ২০২৪-এ আসন্ন ছুটি:
নজরুল জয়ন্তী/ লোকসভার সাধারণ নির্বাচন ২০২৪-এর কারণে এরপর আগামী ২৫ মে, ২০২৪ তারিখে ব্যাঙ্ক ছুটি থাকবে।
অনলাইন পরিষেবা:মে মাসে যদি ব্যাঙ্কের কাজকর্ম থাকে, তাহলে শেষ মুহূর্তের ঝঞ্ঝাট এড়াতে বাকি ছুটির দিনগুলো দেখে নেওয়াই ভাল হবে। মনে রাখা দরকার যে, মোবাইল ফোন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্ম অনায়াসে করা যাবে।
অনলাইন পরিষেবা:
মে মাসে যদি ব্যাঙ্কের কাজকর্ম থাকে, তাহলে শেষ মুহূর্তের ঝঞ্ঝাট এড়াতে বাকি ছুটির দিনগুলো দেখে নেওয়াই ভাল হবে। মনে রাখা দরকার যে, মোবাইল ফোন অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ব্যাঙ্ক সংক্রান্ত কাজকর্ম অনায়াসে করা যাবে।
আরবিআই নির্দেশিকা অনুযায়ী, ভারতে ব্যাঙ্কের ছুটি তিনটি ভাগে বিভক্ত:১. নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের আওতায় ছুটি ২. নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের আওতায় ছুটি এবং রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট ছুটি ৩. ব্যাঙ্কের হিসাব বন্ধ
আরবিআই নির্দেশিকা অনুযায়ী, ভারতে ব্যাঙ্কের ছুটি তিনটি ভাগে বিভক্ত:
১. নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের আওতায় ছুটি
২. নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইনের আওতায় ছুটি এবং রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট ছুটি
৩. ব্যাঙ্কের হিসাব বন্ধ
মে মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
মে মাসে কোন রাজ্যে কবে ছুটি, সেই সংক্রান্ত বিষয়ে আরবিআই-এর তালিকা:
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে-আহমেদাবাদ: ৭ মে -আইজল: ২৩ মে -ইম্ফল: ১ মে -ইটানগর: ২৩ মে -কানপুর: ২৩ মে -কোচি: ১ মে -কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে -গ্যাংটক: ১৬ মে -গুয়াহাটি: ১ মে -চণ্ডীগড়: ২৩ মে -চেন্নাই: ১ মে -জম্মু: ২৩ মে -তিরুঅনন্তপুরম: ১ মে -দেহরাদুন: ২৩ মে
-আগরতলা: ২৩ মে এবং ২৫ মে
-আহমেদাবাদ: ৭ মে
-আইজল: ২৩ মে
-ইম্ফল: ১ মে
-ইটানগর: ২৩ মে
-কানপুর: ২৩ মে
-কোচি: ১ মে
-কলকাতা: ১ মে, ৮ মে এবং ২৩ মে
-গ্যাংটক: ১৬ মে
-গুয়াহাটি: ১ মে
-চণ্ডীগড়: ২৩ মে
-চেন্নাই: ১ মে
-জম্মু: ২৩ মে
-তিরুঅনন্তপুরম: ১ মে
-দেহরাদুন: ২৩ মে
-নয়াদিল্লি: ২৩ মে-নাগপুর: ১ মে এবং ২৩ মে -পটনা: ১ মে -পানাজি: ১ মে এবং ৭ মে -বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে -বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে -ভোপাল: ২৩ মে -মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে -রাঁচি: ২৩ মে -রায়পুর: ২৩ মে -লখনউ: ২৩ মে -শ্রীনগর: ২৩ মে -শিমলা: ২৩ মে -হায়দরাবাদ - অন্ধ্রপ্রদেশ: ১ মে -হায়দরাবাদ - তেলঙ্গানা: ১ মে
-নয়াদিল্লি: ২৩ মে
-নাগপুর: ১ মে এবং ২৩ মে
-পটনা: ১ মে
-পানাজি: ১ মে এবং ৭ মে
-বেঙ্গালুরু: ১ মে এবং ১০ মে
-বেলাপুর: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-ভোপাল: ২৩ মে
-মুম্বই: ১ মে, ২০ মে এবং ২৩ মে
-রাঁচি: ২৩ মে
-রায়পুর: ২৩ মে
-লখনউ: ২৩ মে
-শ্রীনগর: ২৩ মে
-শিমলা: ২৩ মে
-হায়দরাবাদ – অন্ধ্রপ্রদেশ: ১ মে
-হায়দরাবাদ – তেলঙ্গানা: ১ মে