কলকাতা: বাঙালি এই পরিবারের কর্তার গায়ে পাঞ্জাবি, গিন্নির গায়ে শাড়ি। চাকরিরত বড় ছেলে আর পঞ্জাবি পুত্রবধূর সঙ্গে মিষ্টি এক নাতনির উপস্থিতি। আছে গানপাগল ছোট ছেলেও। সব মিলিয়ে সাতজনকে নিয়ে বাড়ুজ্যে ফ্যামিলি। সম্প্রতি মুক্তি পাওয়া ট্রেলারে অন্তত সেই কথাই জানিয়েছেন খোদ বাড়ির গিন্নি। কর্তার মতো আমরাও যদি গুনে দেখি, মাত্র ৬ জনের উপস্থিতি পাওয়া যাবে। সাত নম্বর সদস্য তাহলে কে? কেন, রবীন্দ্রনাথ ঠাকুর! তাঁকে ছাড়া আবার বাঙালি পরিবার পূর্ণ হয় না কি!
ট্রেলারে এভাবেই ধরা দিলেন বাড়ুজ্যে ফ্যামিলি-র সদস্যরা। দমফাটা হাসির পরতে পরতে তা মন জিতে নিল দর্শকেরও। বলে রাখা ভাল, এই সিরিজ উপস্থাপনার গুণে একেবারে আলাদা। প্রতি সপ্তাহে আগামী কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে আসবে ওই মেগা সিরিজের একটি করে এপিসোড। স্ট্রিমিং শুরু হচ্ছে অক্টোবর থেকেই। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মেগা-সিরিজের প্রথম ঝলক। তার পরে এবার ট্রেলার মুক্তি পেল।
একেবারে ধারাবাহিকের আদলে সম্পূর্ণ নতুন অবতারে অভিনব এক দমফাটা হাসির মেগা-সিরিজ বাড়ুজ্যে ফ্যামিলি আনতে চলেছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম। বাড়ুজ্যে ফ্যামিলি পরিচালনা করছেন পরিচালক সুমাল্য ভট্টাচার্য। সেই ২০০৯ সাল থেকে বউ কথা কও ধারাবাহিকের হাত ধরে তাঁর পথ চলা শুরু হয়েছিল। সেই সময় থেকে মন দিতে চাই পর্যন্ত প্রায় ১০টি ধারাবাহিক পরিচালনা করেছেন। এমনকী দীর্ঘদিন রবি ওঝার প্রধান সহকারী পরিচালকের ভূমিকা পালন করেছেন তিনি। এবার ছোট পর্দা থেকে তিনি পদার্পণ করছেন ওটিটি-তে। এই মেগা-সিরিজে অভিনয় করছেন রোহিত মুখোপাধ্যায়, সুদীপা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য (জ্যাক), শ্বেতা তিওয়ারি, ঋ সেন, স্বর্ণকমল জোয়ারদার, অমৃতা দেবনাথ এবং প্রেক্ষা সাহার মতো অভিনেতা-অভিনেত্রীরা।
আরও পড়ুন– শাড়ি পরে চালকের সিটে উঠে বসেন ! রাতের অন্ধকার চিড়ে ছুটে চলে কাজলের ট্রাক
বাড়ুজ্যে ফ্যামিলি প্রযোজনা করছে ফিল্মস অ্যান্ড ফ্রেমস। সৃজনশীল প্রযোজনার দায়িত্বে রয়েছেন শান্তনু চট্টোপাধ্যায়। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সঞ্জয় ভট্টাচার্য। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুব্রত মল্লিক। সম্পাদনা করেছেন কৌস্তভ সরকার আর সুরকার প্রাঞ্জল দাস।
মূলত কমেডি ধারার এই মেগা-সিরিজটির গল্প আবর্তিত হয়েছে দক্ষিণ কলকাতার মধ্যবিত্ত বন্দ্যোপাধ্যায় পরিবারকে কেন্দ্র করে। সেখানকার একটি বিল্ডিংয়ের দুটি ফ্ল্যাটে বাস পরিবারটির। ৩৪ বছরের দাম্পত্য জীবন বিধান এবং কল্যাণী বাড়ুজ্যের।
ওই দম্পতির বড় ছেলে অরুণ কর্পোরেট ইন্ডাস্ট্রিতে রয়েছেন। প্রেম করে বিয়ে করেছেন গোঁড়া পঞ্জাবি পরিবারের কন্যা সিমরনকে। তাঁদের দশ বছর বয়সী মেয়ে গুরকিরণ আবার ব্লগার। আর বাড়ুজ্যে দম্পতির ছোট ছেলে বরুণ ওরফে ব্যারি। মায়ের বিশেষ আদরের। বলে রাখা ভাল, বাড়ুজ্যে পরিবারের যাবতীয় কর্মকাণ্ড আবর্তিত হয় পরিবারের সদস্যদের এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। এভাবে প্রতিটি এপিসোডে মজার ভঙ্গিতে দৈনন্দিন সামাজিক এবং পারিবারিক সমস্যাগুলি তুলে ধরা হবে।