বোলিং কোচ বলেছেন, ভবিষ্যতে ক্রিকেটে অলরাউন্ডারদের দাপাদাপি থাকবে। টি-২০ ও একদিনের ক্রিকেটে ভারতীয় ম্যানেজমেন্ট রিঙ্কু, সূর্যকুমার ও শুভমানের মতো ব্যাটারদের দিয়ে বোলিং করিয়েছে। ভবিষ্যতে এমন পরীক্ষা-নীরিক্ষা আরও হতে পারে। এমনটা হলে প্রতিপক্ষের কাছে চমক হবে।

Gautam Gambhir salary: বিরাটদের কোচ হিসেবে কত বেতন পাবেন গম্ভীর, দ্রাবিড়ের তুলনায় কি বাড়ছে পারিশ্রমিক?

মুম্বই: ভারতীয় দলের কোচ হিসেবে ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছেন গৌতম গম্ভীর৷ কিন্তু রোহিত-বিরাটদের কোচ হিসেবে কত টাকা বেতন পাবেন কেকেআর-এর হয়ে সদ্য আইপিএল জয়ী গম্ভীর?

বিসিসিআই-এর এক কর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, কোচ হিসেবে নাম ঘোষণা হয়ে গেলেও গৌতম গম্ভীরের পারিশ্রমিক সহ আর্থিক সুযোগ সুবিধা সংক্রান্ত চুক্তিপত্র এখনও চূড়ান্ত করতে পারেনি বিসিসিআই৷ বরং এক বিসিসিআই কর্তা দাবি করেছেন, গম্ভীর নিজেও আর্থিক বিষয় নিয়ে খুব একটা ভাবিত নন৷ এ নিয়ে কোনওপক্ষই খুব একটা তাড়াহুড়ো করছে না৷

আরও পড়ুন: রোহিত শর্মার কোটি টাকার ‘এই’ শখ! খুব কম মানুষ জানেন, ক্যাপ্টেন কখনও দেখনদারি করেন না

এই প্রসঙ্গে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর উদাহরণ দিয়েছেন ওই বিসিসিআই কর্তা৷ সংবাদসংস্থা পিটিআই-কে তিনি জানিয়েছেন, ২০১৪ সালে ডানকান ফ্লেচারের জায়গায় যেদিন রবি শাস্ত্রী দায়িত্ব নিয়েছিলেন তখনও তাঁর চুক্তিপত্র তৈরিই হয়নি৷ শাস্ত্রীও এ নিয়ে কোনও প্রশ্ন তোলেননি৷

সূত্র মারফত দাবি করা হচ্ছে, টাকা অঙ্ক এখনও চূড়ান্ত না হলেও দুই পূর্বসূরী রবি শাস্ত্রী এবং রাহুল দ্রাবিড় ভারতীয় কোচ হিসেবে যে বেতন পেতেন, গম্ভীরের বেতন তার থেকে খুব বেশি বাড়বে না৷

অতীতে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতীয় দলের কোচ হিসেবে বছরে ১২ কোটি টাকা বেতন পান রাহুল দ্রাবিড়৷

আপাতত তিন বছরের জন্য ভারতীয় দলের দায়িত্ব নিচ্ছেন গম্ভীর৷ তাঁর কোচিং টিমে কারা কারা থাকবেন, কোচ হিসেবে তাঁর কী ভাবনা, ইতিমধ্যেই সে সমস্ত বিষয় নিয়ে গম্ভীরের সঙ্গে বিসিসিআই কর্তাদের আলোচনা শুরু হয়েছে৷ আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৬ সালে একদিনের বিশ্বকাপ তো রয়েইছে, অস্ট্রেলিয়া সফরের মতো কঠিন পরীক্ষাও অপেক্ষা করছে গম্ভীরের জন্য৷