তবে ভারতীয় বোর্ড এখনই কাউকে গম্ভীরের বিকল্প হিসেবে ভাবা শুরু করেনি বলেও খবর। তবে অস্ট্রেলিয়া সফর গম্ভীরের কাছে কঠিন চ্যালেঞ্জ।

ভারতের নতুন কোচের নাম ঘোষণা, জয় শাহ জানিয়ে দিলেন নাম! বড় ধামাকা বিসিসিআই-এর

মুম্বই: অবশেষে ভারতীয় দলের পরবর্তী কোচের নাম ঘোষণা করে  দিলেন বোর্ড সচিব জয় শাহ। শেষমেশ অঙ্ক মিলে গেল। ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন গৌতম গম্ভীর।

আরও পড়ুন- কালো রঙের মাংস, কালো ডিম! ‘এই’ একটা ব্যবসা করে এমএস ধোনি মালামাল

এদিন জয় শাহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন- ”আমরা ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাচ্ছি। আধুনিক ক্রিকেট ক্রমশ বদলে যাচ্ছে। আর গম্ভীর এই পরিবর্তনের পুরো সময়টা খুব কাছ থেকে দেখেছেন। কেরিয়ারে অনেক বড় দায়িত্ব সামলছেন গম্ভীর। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে গম্ভীর যথার্থ ব্যক্তি বলে আমরা আশা রাখি।”

—- Polls module would be displayed here —-

জয় শাহ এদিন আরও লেখেন, ভারতীয় দলের সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে গম্ভীরের। ওর প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার ব্যাপারে গম্ভীরের অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে যথেষ্ট।

আরও পড়ুন- রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভবিষ্যতে টেস্ট খেলবে ‘এই’ ৬টা দেশ, বাকি সবাই বাদ!

রাহুল দ্রাবিড় আরও একবার ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে চাননি। তার পর থেকেই ভারতীয় দলের পরবর্তী কোচ হিসেবে নাম শোনা যাচ্ছিল গৌতম গম্ভীরের। শেষ পর্যন্ত সেই আন্দাজই সত্যি হল। এমনটাও শোনা যাচ্ছিল, ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীর ছাড়া আর তেমন কোনও বড় তারকা আগ্রহ প্রকাশ করেননি।