Bengal Pro t20 league

Bengal Pro T20 League: আজ বাংলার টি২০ লিগের উদ্বোধন, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একাধিক বলিউড এবং টলিউড তারকা

কলকাতা: মঙ্গলবার অর্থাৎ আজ বাংলা ক্রিকেটের ঐতিহাসিক দিন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে চলেছে প্রথমবার বেঙ্গল প্রো টি২০ লিগের। আইপিএলের ধাঁচে ৮ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করছে সিএবি।

উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন টলিউড তারকা জিৎ ,রুক্মিণী। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে হাজির থাকার কথা বলি অভিনেত্রী নুসরত ভারুচার। প্রচারের পিছনে যথেষ্ট গুরুত্ব দিয়েছে সিএবি। তাই টলিউড এবং বলিউডের এই তিন অভিনেতা জমকালো অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।

পুরুষ এবং মহিলাদের নিয়ে আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১১ তারিখ থেকে, চলবে চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত। মঙ্গলবার ইডেনে একটাই ম্যাচের আয়োজন করা হচ্ছে। তবে বুধবার থেকে প্রত্যেক দিন দু’টি করে ম্যাচ হবে। দর্শকরা বিনা পয়সাতেই ইডেনে বসে এই টুর্নামেন্ট দেখতে পাবেন। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে মুখোমুখি শিলিগুড়ি স্ট্রাইকার্স এবং হারবার ডায়মণ্ডস। আইপিএলের মতোই এই টুর্নামেন্টের দলগুলির নামকরণ করা হয়েছে। ড্রাফটিংয়ের মাধ্যমে ক্রিকেটারদের সব দলে ভাগ করা হয়েছে। ছেলেদের এবং মেয়েদের প্রত্যেকটি দলে একজন করে আইকন ক্রিকেটার রয়েছেন। উদ্বোধন ম্যাচে খেলতে নেওয়া শিলিগুড়ি দলে তারকা ক্রিকেটার হিসেবে রয়েছেন আকাশদীপ।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

অন্যদিকে ডায়মন্ড হারবার দলের আইকন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। গত বছর অবসর নিলেও সিএবির অনুরোধে প্রথমবার আয়োজিত হওয়া এই মেগা টুর্নামেন্ট খেলছেন মনোজ। তিনি নেতৃত্ব দেবেন ডায়মন্ড হারবার দলের। অন্যদিকে আইকন প্লেয়ার আকাশদীপ হলেও শিলিগুড়ি স্ট্রাইকার্সের অধিনায়কের দায়িত্ব সামলাবেন ঋত্বিক রায়চৌধুরী। আজ বিকেল সাড়ে পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠান। আমেরিকা থাকার জন্য এদিন অনুষ্ঠানে থাকতে পারবেন না টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ। যদিও উপস্থিত থাকবেন ঝুলন। বুধবার থেকে শুরু হবে মেয়েদের টুর্নামেন্ট। দীর্ঘদিনের প্রচেষ্টার পর অবশেষে আইপিএলের মতোই টি২০ লিগের আয়োজন করতে সক্ষম হয়েছে বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। টুর্নামেন্ট সফল হওয়ার ব্যাপারে আশাবাদী সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।