গ্রেফতার বিজেপি নেতারা।

Bengal Bandh Today: বনধ ঘিরে শহরের বিভিন্ন জায়গায় উত্তেজনা, শ্যামবাজারে ধৃত লকেট, সেক্টর ফাইভে গ্রেফতার শমীক

কলকাতা: বনধ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা। সকাল থেকে বনধ সফল করতে শহরের নানা জায়গায় বিজেপির নেতা এবং কর্মী সমর্থকদের দেখা গিয়েছে।

বনধ ঘিরে শ্যামবাজারে মুখোমুখি হয় রাজ্যের শাসক এবং বিরোধী দল। শ্যামবাজারে দুই দলের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। বনধ সফল করতে গিয়ে শ্যামবাজারে গ্রেফতার হন লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহা।

সেক্টর ফাইভে বনধ সফল করতে অবরোধে শামিল হন সাংসদ শমীক ভট্টাচার্য। উইপ্রো মোড়ের কাছের বিজেপি সাংসদকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করা হয়। শমীকের সঙ্গে যেসব বিজেপি সমর্থকেরা ছিলেন তাঁদেরও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ‘বিয়ে করলে শুধু কাকুকেই করব’! কাকুর গলায় মালা দিয়ে কী বললেন নিজের ভাইঝি?

আরজি কর কাণ্ডের বিচার চেয়ে ডাকা নবান্ন অভিযানে উত্তপ্ত হয় পরিস্থিতি। কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাঁধে।পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় আন্দোলনকারীদের। এরপরেই ‘পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ’-এর নবান্ন অভিযানে ‘পুলিশি সন্ত্রাস’-এর অভিযোগ তুলে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দেয় বিজেপি।