Bengali Horoscope

Bengali Horoscope: ৮ জুন শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

একটানা কাজের মাঝে এবার বিশ্রাম প্রয়োজন, স্বাস্থ্যের দিকে নজর না দিলেই নয়।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

পুরনো তিক্ততা ভুলতে হবে, কাছের কোনও ব্যক্তির আপনার পরামর্শ কাজে আসবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

জীবনে নতুন সুযোগ আসতে চলেছে, অবহেলায় হাতছাড়া করলে আফসোস করতে হবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

হাতের কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে হবে, দায়িত্বভার বাড়তে চলেছে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

প্রাক্তন, বন্ধু বা সহকর্মী- সবার মনোযোগ আপনাকেই ঘিরে থাকবে, সবার দাবি সামলাতে হবে।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

সমস্যার কারণ খুঁজে বের করতে পারলেই অর্ধেক সমাধান সম্ভব- এটা ভুললে চলবে না!

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

একরোখা মনোভাব কাজে আসবে না, অতএব সবার সঙ্গে তাল মিলিয়ে চলাই উচিত হবে।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

বুদ্ধির সক্রিয়তায় কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, এরই মাঝে স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

জোর করে অপছন্দের মতে চলার দরকার নেই- নিজের বিশ্বাসে অটল থাকতে হবে।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

কাজের চাপে মাথা তোলারও সময় থাকবে না, তবে পরিশ্রমই কর্তৃপক্ষকে সন্তুষ্ট করবে।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

যুক্তির বদলে মনের কথা শোনা দরকার- তাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে, শেষ করতে হবে জমিয়ে রাখা কাজও।