Bengali Horoscope

Bengali Horoscope: ২৩ মার্চ শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

সবার সঙ্গে নম্র ব্যবহার বাঞ্ছনীয়, তার মধ্যেই লুকিয়ে আছে শান্তি এবং উন্নতির ইঙ্গিত।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

প্রয়োজন বুঝে খরচ করুন, অন্যথায় অপ্রয়োজনীয় জিনিসে শুধু ঘর বোঝাই হবে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

নানা ক্ষেত্রে বিরোধিতার মুখে পড়তে হবে, এটা খেয়াল রেখে নিজেকে সংযত রাখুন।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

শরীরে না দিলে জোর করে কাজে হাত দেবেন না, যতটা সম্ভব বিশ্রাম নিন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

আর্থিক বিনিয়োগের আগে সব দিক ভাল করে খতিয়ে দেখে নিতে ভুলবেন না।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

পরিস্থিতি কাজের পক্ষে প্রতিকূল হতে পারে, সিদ্ধান্ত নিতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

কাজ ফেলে রাখলে সাফল্য আসবে না, অতএব তা পূরণ করার লক্ষ্যে মন দিন।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

তর্কে যাওয়ার আগে ভাল করে নিজের যুক্তি সাজানো প্রয়োজন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

সব দিক থেকেই দিন ভাল যাবে, বিনিয়োগের পক্ষেও দিনটি শুভ।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আবেগের দোলাচলতা সামলে পদক্ষেপ করুন, তাহলেই মানসিক শান্তি পাবেন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

নিজের যত্ন নেওয়ার দিন, তাহলেই অন্যদেরও ভাল রাখতে পারবেন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

নিজের অধিকারের জন্য লড়তে হবে, সহজে কেউ জায়গা ছেড়ে দেবে না।