এছাড়া আষাঢ় মাসের অমাবস্যা তিথিতে ভগবান শিব, শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা হয়। এ ছাড়া শনি এই সময়ে পিছিয়ে যাচ্ছে। তাই এই আষাঢ় অমাবস্যাও শনিদেবের আশীর্বাদ পাওয়ার সুযোগ।

Bengali Horoscope: ২৭ জুন শুভ কী কী ঘটবে? অশুভ কিছু ঘটবে না তো? দেখে নিন রাশিফল

কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।

জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কর্মে বাধা আসতে পারে। দাম্পত্য কলহ বাড়বে। অর্থ নিয়ে বিবাদের সম্ভাবনা।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

দূর স্থানে ভ্রমণের পরিকল্পনা। মনের একাগ্রতা নষ্ট হতে পারে।

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি। আর্থিক অগ্রগতি বজায় থাকবে।

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

আর্থিক বাধা, ব্যয় বাড়বে। রাস্তা-ঘাটে সাবধানে চলাফেরা করতে হবে।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

সংসারে অহেতুক অশান্তির সম্ভাবনা। বাড়তি খরচে সঞ্চয়ে টান।

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

কর্মক্ষেত্রে শুভ। ঋণমুক্তির সম্ভাবনা। মানসিক চাপ থাকবে।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

আধ্যাত্মিকায় আগ্রহ বৃদ্ধি। কর্মে ক্ষতির সম্ভাবনা। অর্থ প্রাপ্তির যোগ।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

পড়ে থাকা কাজ হওয়ার সম্ভাবনা। শারীরিক সমস্যা ও চিত্তচাঞ্চল্য বজায় থাকবে।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

কাজের চাপে শারীরিক কষ্ট। সংসারে সুনাম ও প্রভাব বৃদ্ধি।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

আবেগ ত্যাগ করে যুক্তি দিয়ে এগোতে হবে। ব্যবসায় লাভের সম্ভাবনা।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

কর্মে বদলির সম্ভাবনা। খরচ বাড়তে পারে।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

দাম্পত্যে শান্তি। আর্থিক ক্ষতির যোগ। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা।