বি-টাউনে এমন কিছু ছবি তৈরি হয়েছে, যে ছবিগুলির গল্প ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এই তালিকায় অন্যতম হল ‘ফনা’। শুরুতে মনে হবে, এটি একটি রোম্যান্টিক ছবি। কারণ আলাপের পরেই প্রেমে পড়েন নায়ক-নায়িকা। এর কিছুক্ষণ পরেই মনে হবে, ছবিটি থ্রিলারের দিকে মোড় নিয়েছে। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক-থ্রিলারধর্মী ‘ফনা’।

কেটে গিয়েছে ১৮ বছর, অথচ এই রোম্যান্টিক থ্রিলারটি এখনও রাজত্ব করছে ভক্তদের মনে; দেখতে হলে ঢুঁ মারতে হবে ওটিটি-তে

বি-টাউনে এমন কিছু ছবি তৈরি হয়েছে, যে ছবিগুলির গল্প ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এই তালিকায় অন্যতম হল ‘ফনা’। শুরুতে মনে হবে, এটি একটি রোম্যান্টিক ছবি। কারণ আলাপের পরেই প্রেমে পড়েন নায়ক-নায়িকা। এর কিছুক্ষণ পরেই মনে হবে, ছবিটি থ্রিলারের দিকে মোড় নিয়েছে। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক-থ্রিলারধর্মী ‘ফনা’।
বি-টাউনে এমন কিছু ছবি তৈরি হয়েছে, যে ছবিগুলির গল্প ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। এই তালিকায় অন্যতম হল ‘ফনা’। শুরুতে মনে হবে, এটি একটি রোম্যান্টিক ছবি। কারণ আলাপের পরেই প্রেমে পড়েন নায়ক-নায়িকা। এর কিছুক্ষণ পরেই মনে হবে, ছবিটি থ্রিলারের দিকে মোড় নিয়েছে। ২০০৬ সালে মুক্তি পেয়েছিল রোম্যান্টিক-থ্রিলারধর্মী ‘ফনা’।
যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খান এবং কাজলকে। তাঁদের রসায়ন রীতিমতো রাজত্ব করেছে পর্দায়। বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করে ছবিটি। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ঋষি কাপুর, টাবু, কিরণ খের এবং লারা দত্তের মতো তারকাদের। ছবির গল্প আবর্তিত হয়েছে রেহান কাদরিকে কেন্দ্র করে। এই ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। কাজলকে দেখা গিয়েছিল জুনি আলি বেগের ভূমিকায়। আর এই জুন্নি আলি বেগের চরিত্রটি একজন অন্ধের। কাজলের বাবা জুলফিকার আলি বেগের চরিত্রে দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।
যেখানে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল আমির খান এবং কাজলকে। তাঁদের রসায়ন রীতিমতো রাজত্ব করেছে পর্দায়। বক্স অফিসে তুমুল সাফল্য অর্জন করে ছবিটি। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে ঋষি কাপুর, টাবু, কিরণ খের এবং লারা দত্তের মতো তারকাদের। ছবির গল্প আবর্তিত হয়েছে রেহান কাদরিকে কেন্দ্র করে। এই ভূমিকায় দেখা গিয়েছিল আমির খানকে। কাজলকে দেখা গিয়েছিল জুনি আলি বেগের ভূমিকায়। আর এই জুন্নি আলি বেগের চরিত্রটি একজন অন্ধের। কাজলের বাবা জুলফিকার আলি বেগের চরিত্রে দেখা গিয়েছিল ঋষি কাপুরকে।
ছবিটিতে দেখা গিয়েছিল যে, জুনি হল কাশ্মীরের বাসিন্দা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক নাচের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের সঙ্গে দিল্লি এসেছিলেন জুন্নি। সেখানেই স্থানীয় ট্যুরিস্ট গাইড রেহান কাদরির সঙ্গে আলাপ হয় তাঁর। সরাসরিই জুনির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেন রেহান। এরপরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যেই রেহান কাদরির সত্যিটা যখন সামনে আসে, তখন জুনির পায়ের তলার মাটি যেন সরে যায়। এরপরেই শুরু হয় রুদ্ধশ্বাস সাসপেন্স। খুবই জোরালো ছিল এই ছবির পটভূমি।
ছবিটিতে দেখা গিয়েছিল যে, জুনি হল কাশ্মীরের বাসিন্দা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক নাচের অনুষ্ঠানে যোগ দিতে বন্ধুদের সঙ্গে দিল্লি এসেছিলেন জুন্নি। সেখানেই স্থানীয় ট্যুরিস্ট গাইড রেহান কাদরির সঙ্গে আলাপ হয় তাঁর। সরাসরিই জুনির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করেন রেহান। এরপরেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইতিমধ্যেই রেহান কাদরির সত্যিটা যখন সামনে আসে, তখন জুনির পায়ের তলার মাটি যেন সরে যায়। এরপরেই শুরু হয় রুদ্ধশ্বাস সাসপেন্স। খুবই জোরালো ছিল এই ছবির পটভূমি।
এমনকী, ছবির সমস্ত গানই পেয়েছিল জনপ্রিয়তা। ছবিটি মুক্তির ১৮ বছর পরেও শানের কণ্ঠে ‘চাঁদ সিফারিশ’ গানটি ভক্তদের মুখে মুখে ফেরে। আমির খান এবং কাজল অভিনীত ‘ফনা’ ছবিটি পরিচালনা করেছিলেন কুণাল কোহলি।
এমনকী, ছবির সমস্ত গানই পেয়েছিল জনপ্রিয়তা। ছবিটি মুক্তির ১৮ বছর পরেও শানের কণ্ঠে ‘চাঁদ সিফারিশ’ গানটি ভক্তদের মুখে মুখে ফেরে। আমির খান এবং কাজল অভিনীত ‘ফনা’ ছবিটি পরিচালনা করেছিলেন কুণাল কোহলি।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর থেকে ছবিটি গোটা দেশে ৫১.৮৭ কোটি টাকার ব্যবসা করেছে। একই সময়ে গোটা বিশ্বে ১০২.৮৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১৮ বছর আগে।
বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর থেকে ছবিটি গোটা দেশে ৫১.৮৭ কোটি টাকার ব্যবসা করেছে। একই সময়ে গোটা বিশ্বে ১০২.৮৪ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১৮ বছর আগে।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চাইলেই দেখে নেওয়া যাবে ‘ফনা’। যাঁরা ছবিটি এখনও দেখে উঠতে পারেননি, তাঁরা Amazon Prime Video-তে গেলেই পাবেন সেটি। ‘ফনা’-য় আমির এবং কাজল জুটির অভিনয় সকলেই পছন্দ করেছেন।
বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মে চাইলেই দেখে নেওয়া যাবে ‘ফনা’। যাঁরা ছবিটি এখনও দেখে উঠতে পারেননি, তাঁরা Amazon Prime Video-তে গেলেই পাবেন সেটি। ‘ফনা’-য় আমির এবং কাজল জুটির অভিনয় সকলেই পছন্দ করেছেন।