ভাই ফোঁটা

Bhai Phota Special Rituals: ভাইয়ের মঙ্গল কামনায় ১দিন এড়িয়ে চলুন ‘এই বিশেষ’ রং, পাতে রাখবেন না অত্যন্ত জনপ্রিয় ‘এই’ পদ!

আর কয়েকদিন পরই ভাইফোঁটা। এদিন সঠিক নিয়ম মেনে তবেই ভাইকে ফোঁটা দিন।ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য কপালে চন্দনের তিলক কেটে , মিষ্টিমুখ করে ভাইফোঁটা পালন করা হয়। যমের দুয়ার থেকে ভাইকে রক্ষা করার জন্যই এই আনন্দ ও পবিত্র উত্‍সব। (পিয়া গুপ্তা)
আর কয়েকদিন পরই ভাইফোঁটা। এদিন সঠিক নিয়ম মেনে তবেই ভাইকে ফোঁটা দিন।ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য কপালে চন্দনের তিলক কেটে , মিষ্টিমুখ করে ভাইফোঁটা পালন করা হয়। যমের দুয়ার থেকে ভাইকে রক্ষা করার জন্যই এই আনন্দ ও পবিত্র উত্‍সব। (পিয়া গুপ্তা)
তবে ভাইফোঁটার দিন অবশ্যই কিছু জিনিস মেনে চলুন। বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,এবছর ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার পড়েছে ভাইফোঁটা। শুভ সময় দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত।
তবে ভাইফোঁটার দিন অবশ্যই কিছু জিনিস মেনে চলুন। বিশিষ্ট জ্যোতিষী পূবালী গুহ শাস্ত্রী জানান,এবছর ৩ নভেম্বর (১৭ কার্তিক), রবিবার পড়েছে ভাইফোঁটা। শুভ সময় দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত।
এদিন বাঙালির ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে, পাখা দিয়ে হাওয়া করে, মিষ্টি মুখ করিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। ভাইফোঁটার দিন শুভ সময় পঞ্জিকা থেকে দেখে নিন। দিনের যে কোনও সময় ফোঁটা দেবেন না।
এদিন বাঙালির ঘরে ঘরে শঙ্খ বাজিয়ে, পাখা দিয়ে হাওয়া করে, মিষ্টি মুখ করিয়ে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেওয়া হয়। ভাইফোঁটার দিন শুভ সময় পঞ্জিকা থেকে দেখে নিন। দিনের যে কোনও সময় ফোঁটা দেবেন না।
ভাইফোঁটার দিন ভাই ও বোন কালো রঙের পোশাক পরবেন না৷ ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা না দেওয়া পর্যন্ত বোনকে উপবাস, অর্থাত্‍ নির্জলা উপবাস করতে হবে।
ভাইফোঁটার দিন ভাই ও বোন কালো রঙের পোশাক পরবেন না৷ ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে ফোঁটা না দেওয়া পর্যন্ত বোনকে উপবাস, অর্থাত্‍ নির্জলা উপবাস করতে হবে।
ভাইফোঁটার দুপুর জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই। কিন্তু এই শুভ দিনে মাংস না খাওয়াই ভালবলে জানাচ্ছেন শাস্ত্রকাররা।
ভাইফোঁটার দুপুর জমিয়ে খাওয়া দাওয়া তো হবেই। কিন্তু এই শুভ দিনে মাংস না খাওয়াই ভাল বলে জানাচ্ছেন শাস্ত্রকাররা।