হাথরস কাণ্ডে অভিযুক্ত ভোলে বাবা৷

Bhole Baba: অন্তরালে থেকেই প্রথম বার মুখ খুললেন ভোলে বাবা! বিপর্যয়ের দায় চাপালেন কার উপরে?

হাথরস: সৎসঙ্গে এসে পদপিষ্ট হয়ে হাথরসে ১২১ জনের মৃত্যুর ঘটনায় যার দিকে অভিযোগের আঙুল উঠছে, সেই ভোলে বাবা এই প্রথমবার ঘটনা নিয়ে মুখ খুলেন৷ নিজেকে নির্দোষ প্রমাণ করে ভোলে বাবা ওরফে নারায়ণ সাকার হরি ওরফে সুরজ পালের দাবি, এই বিপর্যয়ের পদপিষ্টের ঘটনার পিছনে দুষ্কৃতীরা রয়েছে৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন অভিযুক্ত ধর্মগুরু৷ আইনজীবীর মাধ্যমে বিবৃতি দিয়ে ভোলে বাবা আরও দাবি করেছেন, পদপিষ্ট হওয়ার ঘটনা শুরু হওয়ার আগেই তিনি সৎসঙ্গের সভাস্থল ছেড়ে চলে গিয়েছিলেন৷

ভোলে বাবার হয়ে এই মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব নিয়েছেন এ পি সিং৷ এই আইনজীবী দিল্লির নির্ভয়া গণধর্ষণ মামলায় অভিযুক্তদের আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেছিলেন৷ নির্ভয়া কাণ্ডে চার জন সাজাপ্রাপ্তেরই ফাঁসি হয়েছে৷

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদে ফিরছেন হেমন্ত, বিধানসভা ভোটের আগেই ঝাড়খণ্ডের মসনদে বদল

অভিযুক্ত ভোলে বাবার আইনজীবী এ পি সিং দাবি বিবৃতি দিয়ে দাবি করেছেন, আহতদের চিকিৎসায় যাতে কোনওরকম অসুবিধা না হয় তা আমরা নিশ্চিত করব৷ মহিলারা বাবার পা ছুঁতে গিয়ে হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা ঘটেছে বলে যে অভিযোগ ছড়িয়েছে, তা ঠিক নয়৷ বাবা কখনও এ ভাবে পা ছুঁয়ে প্রণাম করার অনুমতিই দেন না৷

মঙ্গলবার ঘটনার পর থেকেই পলাতক স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবা৷ যদিও তাঁর আইনজীবী দাবি করেছেন, ভোলে বাবা তদন্তে সব রকমের সহযোগিতা করবেন৷ ওই আইনজীবী আরও দাবি করেছেন, এই ঘটনার পিছনে রয়েছে সমাজবিরোধীরা৷

সূত্রের খবর, ভোলে বাবার নামে থাকা সমস্ত আশ্রম এবং জমি নিয়ে তদন্ত শুরু হয়েছে৷ আগামী বৃহস্পতিবার আগরায় বাবার আরও একটি সৎসঙ্গে উপস্থি থাকার কথা ছিল, যদিও তা বাতিল করা হয়েছে৷ ঘটনার পর থেকেই ভোলে বাবার একের পর এক কীর্তি সামনে আসছে৷ মৃত মানুষকে বাঁচিয়ে তোলার দাবি করে জেল খাটা থেকে শুরু করে মহিলাদের যৌন নির্যাতনের অভিযোগ, কীর্তিমান বাবার একাধিক কুকর্ম এখন প্রকাশ্যে৷ যদিও পদপিষ্ট হওয়ার ঘটনার তদন্তে নেমে আয়োজকদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে পুলিশ৷ অভিযোগ, ৮০ হাজার মানুষের জমায়েত হবে পুলিশকে জানানো হলেও সৎসঙ্গে এসেছিলেন প্রায় আড়াই লক্ষ মানুষ৷