ব্যবসা-বাণিজ্য 400 Kilogram Gold : ফিল্মি কায়দায় ইতিহাসের সবচেয়ে বড় চুরি! গায়েব ৪০০ কিলো সোনা Gallery May 13, 2024 Bangla Digital Desk ইতিহাসের সবচেয়ে বড় চুরি ৷ ফিল্মি স্টাইলে কয়েকশো ক্যামেরা ও পুলিশের চোখে ফাঁকি দিয়ে গায়েব ৪০০ কেজি সোনা ৷ কয়েকজন ভারতীয় যুবকের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল ৷ এই ঘটনায় ৩৮ বছরের একজন ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ বাকি ৫ জনের খোঁজ চলছে ৷ ফিল্মি কায়দায় টরেন্টো বিমানবন্দরে ঘটনাটি ঘটেছে ৷ কানাডা পুলিশের তরফে জানানো হয়েছে, কড় নিরাপত্তার মধ্যে ৪০০ কিলোগ্রাম সোনা ও ২.৫ মিলিয়ন ডলারের চুরি হয়েছে যা প্রায় ভারতীয় মুদ্রায় ১৮৭ কোটি টাকা হয় ৷ কানাডার পুলিশ জানিয়েছেন, চুরির ঘটনা ১৭ এপ্রিল ২০২৪ হয়েছে ৷ ৬৬০০ সোনার বারে ভর্তি ৪০০ কিলোগ্রামের কন্টেনারে ২৫ লক্ষ ডলারও ছিল ৷ জালি ডকুমেন্ট দেখিয়ে চুরি করা হয়েছে ৷ এই কন্টেনারগুলি জুরিক থেকে টরেন্টো বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল ৷ কার্গো থেকে বের করে ক্যামেরা ও নিরাপত্তারক্ষীদের নজরদারির মধ্যে স্টোরেজে রাখা হয়েছিল ৷ পরের দিন পুলিশ জানতে পারে যে সোনা ভর্তি কন্টেনারগুলি গায়েব হয়ে গিয়েছে ৷ ৬ মে টরেন্টো বিমানবন্দর থেকে অর্চিক গ্রোভার নামে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে ৷ চুরির অভিযোগে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে ৷ এর আগেও ৫ হাজার ডলারে চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ৷ শুধু তাই নয় মার্কিন যুক্তরাষ্ট্রেও এই ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে ৷ গ্রোভাররে ওন্টারিও কোর্টে পেশ করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, ঘটনায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তল্লাশি চলছে ৷ জানা গিয়েছে, ঘটনায় যুক্ত দু’জন চুরির সময় এয়ারপোর্টে কর্মরত ছিলেন ৷