স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়

Biman Banerjee: অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল! অপরাজিতা-সহ একাধিক বিল নিয়ে ওম বিড়লাকে নালিশ বিমানের

নয়াদিল্লি: এবার লোকসভায় সর্বভারতীয় স্পিকারস কনফারেন্সে যোগ দিতে গিয়ে লোকসভার স্পিকারের কাছে বড় অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার সরাসরি লোকসভা স্পিকার ওম বিড়লার সামনে নালিশ জানিয়ে বাংলার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান অপরাজিতা-সহ রাজ্য বিধানসভায় পাস হওয়া গুরুত্বপূর্ণ একাধিক বিলে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল।

একইসঙ্গে, উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গের একাধিক জনপ্রতিনিধিদের বার বার সিবিআই ইডি যথেচ্ছ তলব করছে বলেও অভিযোগ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। বিনা নোটিসে তাঁদের বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলগুলি জন প্রতিনিধিদের পরিষদীয় কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।

আরও পড়ুন: আসছে নিম্নচাপ..! তৈরি ‘শিয়ার জোন’..! রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, আগামী ২৪ ঘণ্টায় কী হতে চলেছে বাংলায়? আইএমডি দিল বড় আপডেট

মঙ্গলবার ১০ম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের দু’দিনের ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সে যোগ দিতে রাজধানী দিল্লিতে পৌঁছেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কনফারেন্সে দেখা হতেই লোকসভার স্পিকারের কাছে নালিশ জানালেন বাংলার রাজ্য বিধানসভার স্পিকার।