জম্মু কাশ্মীরের ভোটে ইস্তেহার প্রকাশ বিজেপির৷

Jammu Kashmir assembly elections 2024: পণ্ডিতদের উপত্যকায় ফেরানোর প্রতিশ্রুতি! জম্মু কাশ্মীরের ভোটের ইস্তেহারে কী কী আশ্বাস বিজেপি-র?

জম্মু: জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনেও সেই হিন্দুত্বের হাওয়ায় ভর করেই বাজিমাত করতে চাইছে বিজেপি৷ এ দিন জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বিজেপির ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে তা স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ জম্মু কাশ্মীরের জন্য বিজেপির ইস্তেহারে যে ২৫টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার মধ্যে সন্ত্রাসবাদ নির্মূল করার সঙ্গে বিভিন্ন মন্দিরের পুনর্গঠন এবং কাশ্মীরি পণ্ডিতদের উপত্যকায় ফিরিয়ে আনার মতো ঘোষণা রয়েছে৷

অমিত শাহ দাবি করেছেন, জম্মু কাশ্মীরের জন্য তৈরি করা এই ইস্তেহার ওই অঞ্চলের জন্য উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং অর্থনৈতিক বৃদ্ধির যে লক্ষ্য বিজেপি নিয়েছে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ৷ একই সঙ্গে অমিত শাহ জানিয়ে দিয়েছেন, জম্মু কাশ্মীরের বুকে ৩৭০ ধারা আর কোনওদিনই ফিরবে না৷

আরও পড়ুন: ‘একদিন সব বলব’, কংগ্রেসে যোগ দিয়েই অলিম্পিক্সের পদক বিতর্কে মুখ খুললেন ভিনেশ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেছেন, গত দশ বছরে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের জন্য যা করেছে, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ রাজৌরিতে একটি নতুন পর্যটন কেন্দ্র তৈরির পাশাপাশি জম্মু কাশ্মীরে ৫ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ৷

চলতি মাসের ১৮ তারিখ থেকেই জম্মু কাশ্মীরে তিন দফায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা৷ ইতিমধ্যেই ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট বেঁধেছে কংগ্রেস৷