স্বাস্থ‍্য ভবন অভিযানে পুলিশি বাধার অভিযোগ! রাজ‍্যজুড়ে শুক্রবার থানায় বিক্ষোভের ডাক বিজেপির, কী বললেন শুভেন্দু?

BJP Rally: স্বাস্থ‍্য ভবন অভিযানে পুলিশি বাধার অভিযোগ! রাজ‍্যজুড়ে শুক্রবার থানায় বিক্ষোভের ডাক বিজেপির, কী বললেন শুভেন্দু?

কলকাতা: আরজি করে চিকিত্‍সককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয় সল্টলেকে। ইন্দিরা ভবনের সামনে মিছিল আটকায় পুলিশ। আটক করা হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং শমীক ভট্টাচার্য-সহ বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বকে।

বিজেপির অভিযোগ ৩০ মিনিট তাদের বসিয়ে রাখা হয় প্রিজন ভ‍্যানে। এবার স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশি বাধার অভিযোগে আগামীকাল রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বিজেপির পক্ষ থেকে। এমনটাই ঘোষণা করা হল রাজ্য বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনে বিজেপি কর্মী সমর্থক এবং নেতাদের পুলিশ বাধা দেওয়ার অভিযোগে এবং অন্যায় ভাবে গ্রেফতারের প্রতিবাদে আগামীকাল, শুক্রবার রাজ্য জুড়ে সমস্ত থানার সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিল রাজ‍্যের প্রধান বিরোধী দল।

আরও পড়ুন: আটক শুভেন্দু! বিজেপির স্বাস্থ‍্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, শুক্রবার রাজ্যজুড়ে সমস্ত থানার সামনে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হল। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘পুলিশের মনে হয়েছিল পরিস্থিতি অশান্ত হবে। আমাদের কর্মীরা ভ‍্যান ভাঙবে জ্বালাবে। সেই জন‍্য ৩০ মিনিট বসিয়ে রেখেছিল। ওদের পরিকল্পনা সফল হয়নি।’’

আরজি কর কাণ্ডের প্রতিবাদে ছাত্র সমাজের ডাকে ২৭ তারিখ নবান্ন অভিযান প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তাই আদালতে দ্বারস্থ হয়েছেন। আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, পতাকা ছাড়া যারা এই ইস্যুতে যে কোনও আন্দোলনে নামবেন তাদের পাশে বিজেপি আছে।’’

আরও পড়ুন: ‘এই ঘটনার রাজনীতিকরণ ঠিক নয়’, আরজি কর কাণ্ডে ফের এক সপ্তাহ পর রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে!

‘‘আমি দলের কাছে আবেদন করব আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র থেকে দাঁড়াবেন আমাকে যেন সেই কেন্দ্রেই তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হয়। নন্দীগ্রামে হারিয়েছিলাম। আবার হারাবো।’’ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।