বিজেপি মহিলা মোর্চার রাজ্য় মহিলা কমিশন অভিযান

বিজেপির মহিলা মোর্চার রাজ্য মহিলা কমিশন দফতর ঘেরাও, উত্তপ্ত করুণাময়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী

কলকাতা: বিজেপির মহিলা মোর্চার আন্দোলন ঘিরে আবারও উত্তাল হল রাজপথ। আজ, শুক্রবার বিজেপি মহিলা মোর্চার ডাকে মহিলা কমিশন দফতর তালাবন্ধ ঘিরে উত্তেজনা ছড়ায়।

করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে সিটি সেন্টার ওয়ান পর্যন্ত বিজেপির মহিলা মোর্চার প্রতিবাদ এবং মহিলা কমিশনের তালাবন্ধ কর্মসূচি অভিযানের পরিকল্পনা ছিল। এই কর্মসুচিতে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল-সহ একাধিক বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা। তাঁদের করুণাময়ী এলাকাতেই পথ আটকে দেয় পুলিশ।

এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় বিশাল পুলিশবাহিনী, ঘটনাস্থলে ছিল র‍্যাফও। আন্দোলনকারীরা সেখানেই অবস্থান বিক্ষোভ দেখান। এই বিষয় বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাল বলেন, ” আরজি করের ঘটনার পর রাজ্য মহিলা কমিশন চুপ করে বসে রয়েছে। এ ছাড়াও রাজ্যে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছে, সেসব ব্যাপারেও কোনও হেলদোল নেই রাজ্য কমিশনের।”