হায়দ্রাবাদ: দৃষ্টিহীন বাবা-মায়ের অবলম্বন ছিল তিরিশ বছরের ছেলে৷ কিন্তু ঘুমের মধ্যেই সেই ছেলের যে মৃত্যু হয়েছে, তা জানতেও পারেননি বাবা-মা৷ মৃত সন্তানের সঙ্গেই চার দিন ধরে কাটিয়ে দিয়েছিলেন তাঁরা৷ শেষ পর্যন্ত প্রতিবেশীরা ওই প্রবীণ দম্পতির ঘর থেকে দুর্গন্ধ পেয়ে গতকাল পুলিশে খবর দেয়৷ পুলিশ এসেই মৃত যুবকের দেহ উদ্ধার করে৷
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হায়দ্রাবাদের ব্লাইন্ডস কলোনিতে৷ জানা গিয়েছে, ষাটোর্ধ্ব ওই দম্পতির নাম কালুভা রামানা এবং তাঁর স্ত্রী শান্তিকুমারী৷ একটি ভাড়া করা ফ্ল্যাটে ছোট ছেলে প্রমোদের সঙ্গে থাকতেন তাঁরা৷
আরও পড়ুন: চিকিৎসার নামে আরজি করে বিরাট কেলেঙ্কারি? লাল দাগ কীসের, বিতর্কে নতুন মোড়
সংবাদসংস্থা আইএনএস-এর খবর অনুযায়ী, তিরিশ বছর বয়সি ওই যুবকের স্ত্রী তাঁকে ছেড়ে চলে গিয়েছেন৷ দুই মেয়েকেও সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি৷ ওই যুবক নেশাগ্রস্ত ছিলেন৷
পুলিশ জানিয়েছে, গত কয়েকদিনে একাধিক বার ছেলের কাছে খাবার এবং জল চেয়েছিলেন ওই দম্পতি৷ কিন্তু কোনও সাড়া মেলেনি৷ খাবার, জল না পেয়ে ওই দম্পতির গলার স্বরও দুর্বল হয়ে পড়ে৷ ফলে প্রতিবেশীরাও তাঁদের কণ্ঠস্বর শুনতে পাননি৷
পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধ দম্পতিকে যখন উদ্ধার করা হয় তখন তাঁরা কার্যত অচেতন অবস্থায় ছিলেন৷ সঙ্গে সঙ্গে তাঁদের খাবার এবং জল দেওয়া হয়৷ পুলিশের ধারণা, চার থেকে পাঁচদিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে৷ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷
ওই দম্পতির বড়ে ছেলে প্রদীপ শহরের অন্য প্রান্তে থাকেন৷ তাঁকে খবর দেওয়া হলে তিনি বাবা-মায়ের দেখাশোনার ভার নিয়েছেন৷