বিনোদন Bobby Simha: ‘সালার’ ছবির ভৈরবকে মনে আছে? সেই ববি সিমহার স্ত্রীও তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা, চিনে নিন তাঁকে Gallery October 30, 2024 Bangla Digital Desk এই মুহূর্তে ভারতের সেরা অভিনেতা কারা? কাদের অভিনয় দর্শকদের মনে দাগ কেটে যায়? যদি কোনও সিনেমাপ্রেমী এই তালিকা করতে বসেন, তাহলে ববি সিমহার নাম তাঁকে রাখতেই হবে। যদিও তিনি তামিল অভিনেতা। কিন্তু অভিনয় প্রতিভার জোরে জায়গা করে নিয়েছেন তামাম ভারতের সিনেপ্রেমীদের মনে। ববি সিমহার জন্ম হায়দরাবাদে। ছেলেবেলাও কেটেছে এখানেই। হায়দরাবাদের স্কুল থেকেই পড়াশোনা করছেন। পরবর্তীকালে তাঁর পরিবার চলে যায় চেন্নাই। তিনিও সেখানেই ঘাঁটি গাড়েন। সঙ্গে শুরু হয় তামিল ইন্ডাস্ট্রিতে মাথা গোঁজার লড়াই। এখন তিনি দক্ষিণের ব্যস্ততম অভিনেতাদের একজন। ববি সিমহার কতটা উঁচুদরের অভিনেতা? এটা বুঝতে চাইলে ‘জিগারথান্ডা’ দেখতে হবে। এই ছবিতে তিনি গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন। যা শুধু সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে তাই নয়, সেরা পার্শব অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কারও জিতেছেন তিনি। তেলেগুতে ববি সিমহার চরিত্রটি গদ্দালকোন্ডা গণেশ নামে জনপ্রিয় হয়। এই ভূমিকায় অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা বরুণ তেজ। পরে তেলেগু ছবিতেও কাজ করেছেন তিনি। ‘সাইজ জিরো’ ছবিতে ক্যামিও রোলে অভিনয় করেন। তারপর বরুণ তেজ অভিনীত ‘রণ’ সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। এরপর ‘এদয়িনা জরাগাভাচ্চু’, ‘ডিস্কো রাজা’, ‘গলি রাউডি’, ‘আম্মু’ সহ আরও অনেক ছবিতে ভিলেন হিসেবে তাঁর পারফরম্যান্স দর্শক মনে অমলিন। তেলেগুতে ববি সিমহাকে জনপ্রিয়তা এনে দেয় ‘ওয়ালতেয়ার ভিরাইয়া’। এই ছবিতে তিনি সোলোমন সিজার-এর চরিত্রে অভিনয় করেন। গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবিতেও ছিলেন ববি। ভৈরবের চরিত্রে তাঁর সংযমী অভিনয় বহুকাল দর্শকদের মনে থাকবে। এ বছর মুক্তি পেয়েছে ববি অভিনীত ‘ইন্ডিয়ান ২’। এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ববি সিমহা যেমন জনপ্রিয় অভিনেতা, তাঁর স্ত্রীও তেমনই জনপ্রিয় অভিনেত্রী। এই খবর জানেন না অনেকেই। একাধিক তেলেগু ছবিতে অভিনয় করেছেন তিনিও। ববি সিমহার স্ত্রীর নাম রেশমি মেনন। সাইরাম শঙ্কর অভিনীত ‘নেনোরাকাম’ ছবিতে রেশমির অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়োয়। রাহুল রবীন্দ্রন অভিনীত ‘হায়দরাবাদ লাভ স্টোরি’ ছবিতে তাঁর কাজ প্রশংসা কুড়োয় দর্শক মহলেও। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘উরুমিন’ ছবিতে দুজনে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। এছাড়া রেশমির অভিনীত জনপ্রিয় ছবিগুলির মধ্যে রয়েছে ‘ইনিধু ইনিধু’, ‘থিনির ভিধুতি’, ‘মায়া’, ‘কিরুমি’, ‘বায়ামা ইরুক্কু’, ‘বার্মা’, ‘জয়াম’, ‘চেল্লামে’ ইত্যাদি।