‘সেই সুন্দর বাংলাকে মনে পড়ছে’, কলকাতা-বোলপুরের ছবি পোস্ট করলেন দিয়া মির্জা

#মুম্বই: করোনা প্রকোপের মাঝেই বাংলায় তাণ্ডব দেখাল আমফান ঝড় ৷ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগণা একেবারে তছনছ আমফান ঝড়ে ৷ ভেঙেছে প্রচুর বাড়ি, মৃত্যু হয়েছে প্রচুর মানুষের, মাটিতে শিকড় হারিয়েছে বহু গাছ ৷ ঝড়ের পর কলকাতাসহ দক্ষিণ ২৪ পরগণার চেহারাটাই যেন এক রাতে বদলে গিয়েছে ৷ সেই বদলে যাওয়াটাকেই তুলে ধরলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা ৷ দিয়া তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করলেন কলকাতা ও বোলপুরের গ্রামবাংলার ছবি ৷

ছবি পোস্ট করে দিয়া লিখলেন, ‘সেই রোড ট্রিপটা মনে পড়ে যাচ্ছে ৷ সেই সুন্দর রাস্তাগুলো মনে পড়ে যাচ্ছে ৷ যে গ্রামবাংলা ছবির মতো ৷ যে কলকাতা শহর খুবই প্রিয় ৷ আমফানের তাণ্ডবে আজ সবই যেন ধ্বংসস্তুপ ৷ ১৭৮০০ হেক্টর চাষের জমি একেবারে নষ্ট হয়ে গিয়েছে ৷ মানবসভ্যতাকে একেবারে তছনছ করেছে এই ঝড় ৷ একদিকে করোনা, আরেকদিকে এই ঘূর্ণিঝড় ৷ প্রকৃতি বার বার প্রমাণ দিচ্ছে ৷ এবার তো আমাদের পাল্টানো উচিত !’

গঙ্গা দ্য সোল অফ ইন্ডিয়া তথ্যচিত্রের কাজেই বাংলার গ্রামে গ্রামে ঘুরেছিলেন দিয়া ৷ সেই ছবির শ্যুটিংয়ের ফাঁকে তোলা ছবিই শেয়ার করেছেন নায়িকা৷

দেখুন দিয়া মির্জার সেই পোস্ট—

 

View this post on Instagram

 

These are some memories from the time spent doing a road trip through West Bengal while we were filming #GangaTheSoulOfIndia. The actions of those who care little for the consequences of their destruction of our ecosystems is creating misery in the lives of the most vulnerable and unsuspecting. Climate change is real. As are all of the little children, women and people most impacted by the intensity and frequency of changing climate. The rising sea water levels has been making the sweet water saline in the Sundarbans. Now with #CycloneAmphan nearly 17,800 hectares of agricultural lands may have been damaged because of saline water from seas entering the farms. Lives, livelihoods and health are deeply connected to healthy natural ecosystems. #Covid19 is an outcome of our broken relationship with nature. While we are grappling with the starkness of misery this pandemic has caused in the lives of millions of our people, this cyclone hits us even harder. We MUST become more resolute about protecting natural ecosystems. We must build back better by recognizing nature as a solution to some of humanity’s most pressing challenges. Connect with @goonj @anshugoonj to help #WestBengal recover ? #ForNature #BuildBackBetter #ForPeopleForPlanet #SolidarityInAction

A post shared by Dia Mirza (@diamirzaofficial) on