Rajesh Khanna

Bollywood Flashback:” সময় হয়ে গিয়েছে, প্যাক আপ…” মৃত্যুর আগে শেষ যা বলেছিলেন রাজেশ খান্না, সেদিনের স্মৃতি ভাগ করে নিলেন অমিতাভ

গলা ধরে এসেছে... আওয়াজ ফিকে, অস্পষ্ট গলার স্বর ভেসে এল ' সময় হয়ে গিয়েছে, প্যাক আপ...'' মৃত্যুর আগে এটাই ছিল বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার শেষ কথা। সম্প্রতি, নিজের ব্লগে এই ঘটনা শেয়ার করে নেন রাজেশ খান্নার কাছের বন্ধু বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
গলা ধরে এসেছে… আওয়াজ ফিকে, অস্পষ্ট গলার স্বর ভেসে এল ‘ সময় হয়ে গিয়েছে, প্যাক আপ…” মৃত্যুর আগে এটাই ছিল বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার শেষ কথা। সম্প্রতি, নিজের ব্লগে এই ঘটনা শেয়ার করে নেন রাজেশ খান্নার কাছের বন্ধু বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন।
রক্ত দিয়ে লেখা চিঠি, গাড়িতে লিপস্টিকের দাগ! রাজেশ খান্নাকে ঘিরে ‘উন্মাদ’ ছিলেন মহিলা অনুরাগীরা। অতি বড় শত্রুও মানতে বাধ্য হবেন, এখনও পর্যন্ত বলিউডে যত অভিনেতা রয়েছেন, তাঁদের কারও জনপ্রিয়তা রাজেশ খান্নাকে ছুঁতে পারেনি। রাজেশকে ঘিরে মহিলা অনুরাগীদের যে উন্মাদনা ছিল তা অন্য কোনও অভিনেতার ক্ষেত্রে কখন-ও দেখা যায়নি।
রক্ত দিয়ে লেখা চিঠি, গাড়িতে লিপস্টিকের দাগ! রাজেশ খান্নাকে ঘিরে ‘উন্মাদ’ ছিলেন মহিলা অনুরাগীরা। অতি বড় শত্রুও মানতে বাধ্য হবেন, এখনও পর্যন্ত বলিউডে যত অভিনেতা রয়েছেন, তাঁদের কারও জনপ্রিয়তা রাজেশ খান্নাকে ছুঁতে পারেনি। রাজেশকে ঘিরে মহিলা অনুরাগীদের যে উন্মাদনা ছিল তা অন্য কোনও অভিনেতার ক্ষেত্রে কখন-ও দেখা যায়নি।
২০১২ সালের ১৮ জুলাই একটা যুগের অবসান হয়। চলে যান রাজেশ খান্না। সত্তর থেকে আশির দশকের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী বলি অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন রাজেশ। ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার ছিলেন তিনি। অমিতাভ স্মৃতিচারণ করেন, প্রথমবার তিনি রাজেশকে দেখেন ফিল্মফেয়ার-মাধুরী ট্যালেন্ট-কনটেস্টে। সেই প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন রাজেশ। অমিতাভ-ও সেই কম্পিটিশনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর আর্জি নাকোচ হয়ে যায়।
২০১২ সালের ১৮ জুলাই একটা যুগের অবসান হয়। চলে যান রাজেশ খান্না। সত্তর থেকে আশির দশকের মধ্যে সর্বোচ্চ উপার্জনকারী বলি অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন রাজেশ। ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার ছিলেন তিনি। অমিতাভ স্মৃতিচারণ করেন, প্রথমবার তিনি রাজেশকে দেখেন ফিল্মফেয়ার-মাধুরী ট্যালেন্ট-কনটেস্টে। সেই প্রতিযোগীতায় বিজয়ী হয়েছিলেন রাজেশ। অমিতাভ-ও সেই কম্পিটিশনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর আর্জি নাকোচ হয়ে যায়।
অমিতাভ জানান, দ্বিতীয়বার তিনি রাজেশকে দেখেন 'আরাধনা' ছবিতে, নয়া দিল্লির কনোট প্লেসে। অমিতাভের ভাষায়, '' পর্দায় রাজেশকে দেখে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ-ও ভুলব না।'' রাজেশকে বলি ইন্ডাস্ট্রির সকলে ‘কাকা’ বলে সম্বোধন করতেন। কখন-ও প্রকাশ্যে দেখা গেলের অনুরাগীরা ঘিরে ফেলতেন তাঁকে, নাম ধরে জোর গলায় চিৎকার করতেন।
অমিতাভ জানান, দ্বিতীয়বার তিনি রাজেশকে দেখেন ‘আরাধনা’ ছবিতে, নয়া দিল্লির কনোট প্লেসে। অমিতাভের ভাষায়, ” পর্দায় রাজেশকে দেখে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস আজ-ও ভুলব না।” রাজেশকে বলি ইন্ডাস্ট্রির সকলে ‘কাকা’ বলে সম্বোধন করতেন। কখন-ও প্রকাশ্যে দেখা গেলের অনুরাগীরা ঘিরে ফেলতেন তাঁকে, নাম ধরে জোর গলায় চিৎকার করতেন।
অমিতাভ নিজের ব্লগে এও স্বীকার করে নেন, '' কলকাতায় চাকরি ছেড়ে মুম্বইয়ে যাই অভিনয় করতে। যখন দেখি পাশে রাজেশ খান্নার মত সুপারস্টার রয়েছেন, বুঝে গিয়েছিলাম, আমার সুযোগ খুব কম।''
অমিতাভ নিজের ব্লগে এও স্বীকার করে নেন, ” কলকাতায় চাকরি ছেড়ে মুম্বইয়ে যাই অভিনয় করতে। যখন দেখি পাশে রাজেশ খান্নার মত সুপারস্টার রয়েছেন, বুঝে গিয়েছিলাম, আমার সুযোগ খুব কম।”
১৯৭১ সালে অমিতাভ বচ্চন আর রাজেশ খান্না অভিনয় করেন 'আনন্দ'-এ। কালজয়ী ছবি। অমিতাভ জানান, '' ছবিটি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। যেই দর্শক জানল আমি রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করছি, আমার গুরুত্ব বেড়ে গেল।''
১৯৭১ সালে অমিতাভ বচ্চন আর রাজেশ খান্না অভিনয় করেন ‘আনন্দ’-এ। কালজয়ী ছবি। অমিতাভ জানান, ” ছবিটি আমার কাছে আশীর্বাদ স্বরূপ। যেই দর্শক জানল আমি রাজেশ খান্নার সঙ্গে অভিনয় করছি, আমার গুরুত্ব বেড়ে গেল।”
রাজেশকে উদ্দেশ করে মহিলা অনুরাগীরা তাঁর গাড়িতে চুমু এঁকে দিতেন। অমিতাভের কথায়, রাজেশ খান্নার স্টারডম ছিল আকাশছোঁয়া। শান্ত-চুপচাপ মানুষ ছিলেন। অগুন্তি ফ্যান ফলোয়ার। সেটে ভক্তের জোয়ার আসত। ১৯৭০-এ স্পেন থেকে ফ্যানেরা আসত তাঁকে একঝলক দেখতে।
রাজেশকে উদ্দেশ করে মহিলা অনুরাগীরা তাঁর গাড়িতে চুমু এঁকে দিতেন। অমিতাভের কথায়, রাজেশ খান্নার স্টারডম ছিল আকাশছোঁয়া। শান্ত-চুপচাপ মানুষ ছিলেন। অগুন্তি ফ্যান ফলোয়ার। সেটে ভক্তের জোয়ার আসত। ১৯৭০-এ স্পেন থেকে ফ্যানেরা আসত তাঁকে একঝলক দেখতে।