প্রথম বিয়ে টেকেনি… একাধিক বিয়ে এই সব তাবড় তাবড় অভিনেতার, অনেকেই জানে না কিন্তু

বলিউড জুড়ে বহু তারকা আছেন যাঁদের একাধিক বিয়ে৷ এরমধ্যে প্রথমে রয়েছেন সইফ আলি খান৷ সইফ ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন। তাঁর আগের স্ত্রী ছিলেন অভিনেত্রী অমৃতা সিং৷
বলিউড জুড়ে বহু তারকা আছেন যাঁদের একাধিক বিয়ে৷ এরমধ্যে প্রথমে রয়েছেন সইফ আলি খান৷ সইফ ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন। তাঁর আগের স্ত্রী ছিলেন অভিনেত্রী অমৃতা সিং৷
অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৪-এ আর করিনাকে বিয়ে করেন ২০১২ সালে ৷ কিন্তু করিনাকে বিয়ে করার সময়ে সইফকে অমৃতার চিন্তা কুড়ে কুড়ে খেয়েছে ৷ ফাইল ছবি ৷
অমৃতার সঙ্গে সইফের বিবাহ বিচ্ছেদ হয় ২০০৪-এ আর করিনাকে বিয়ে করেন ২০১২ সালে ৷ কিন্তু করিনাকে বিয়ে করার সময়ে সইফকে অমৃতার চিন্তা কুড়ে কুড়ে খেয়েছে ৷ ফাইল ছবি ৷
পরবর্তী কালে সারা একাধিক সাক্ষাৎকারে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদকে সমর্থন করে বলেছেন, ''মাত্র নয় বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম দু'টো মানুষ একসঙ্গে থাকলেও তারা খুশি নেই। কিন্তু বিচ্ছেদের পরেই দেখলাম তারা দু'জনেই হঠাৎ খুশি। আমার যে মা গত ১০ বছরে হাসেনি তাকেও হঠাৎ সুন্দরী ও সুখী লাগছিল।''
পরবর্তী কালে সারা একাধিক সাক্ষাৎকারে তাঁর বাবা-মায়ের বিচ্ছেদকে সমর্থন করে বলেছেন, ”মাত্র নয় বছর বয়সে আমি বুঝতে পেরেছিলাম দু’টো মানুষ একসঙ্গে থাকলেও তারা খুশি নেই। কিন্তু বিচ্ছেদের পরেই দেখলাম তারা দু’জনেই হঠাৎ খুশি। আমার যে মা গত ১০ বছরে হাসেনি তাকেও হঠাৎ সুন্দরী ও সুখী লাগছিল।”
হেমা মালিনীর রূপে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র৷ তখন প্রকাশ করকে বিয়ে করে পুরোদস্তুর সংসার করছেন তিনি৷ ছিল তাঁদের চার সন্তানও৷ কিন্তু হেমাকে ভুলতে পারেননি৷
হেমা মালিনীর রূপে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্র৷ তখন প্রকাশ করকে বিয়ে করে পুরোদস্তুর সংসার করছেন তিনি৷ ছিল তাঁদের চার সন্তানও৷ কিন্তু হেমাকে ভুলতে পারেননি৷
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
জিতেন্দ্র-হেমার বিয়ে ভেঙেছিলেন ধর্মেন্দ্র। মাদ্রাজে তাঁদের বিয়ের রাতে, কী ভাবে ধর্মেন্দ্র পৌঁছে সেই বিয়ে ভেঙেছিলেন তা যে কোনও হিন্দি ছবির গল্পকেও হার মানাবে। হেমা মালিনীর সঙ্গে জিতেন্দ্রর বিয়ে ঠিক হয়েছিল একথা বেশিরভাগই জানেন না।
বরাবর হট টপিকে থেকেছে মহেশ ভাটের জীবন। বলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজক মহেশ ভাটের জীবন সিনেমাকে হার মানাবে৷ পরিচালক মহেশ ভাট ৮৬ সালে বিয়ে করেন অভিনেত্রী সোনি রাজদানকে। প্রথম স্ত্রী ছিলেন কিরণ ভাট৷
বরাবর হট টপিকে থেকেছে মহেশ ভাটের জীবন। বলিউডের প্রথম সারির পরিচালক-প্রযোজক মহেশ ভাটের জীবন সিনেমাকে হার মানাবে৷ পরিচালক মহেশ ভাট ৮৬ সালে বিয়ে করেন অভিনেত্রী সোনি রাজদানকে। প্রথম স্ত্রী ছিলেন কিরণ ভাট৷
মহেশের সঙ্গে তাঁর বড় মেয়ে পূজার লিপলক করার ছবি নিয়ে বলিউড তোলপাড় হওয়ার আগেও পরভীন ববির সঙ্গে তাঁর সম্পর্কের গল্প বলিউডের আনাচে কানাচে৷
মহেশের সঙ্গে তাঁর বড় মেয়ে পূজার লিপলক করার ছবি নিয়ে বলিউড তোলপাড় হওয়ার আগেও পরভীন ববির সঙ্গে তাঁর সম্পর্কের গল্প বলিউডের আনাচে কানাচে৷
প্রযোজক বনি কাপুর ৯৬ সালে বিয়ে করেছিলেন নায়িকা শ্রীদেবীকে। এর আগে প্রথম স্ত্রী মুনা সুরি কাপুরকে তিনি ডিভোর্স দেন। ১৩ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের।
প্রযোজক বনি কাপুর ৯৬ সালে বিয়ে করেছিলেন নায়িকা শ্রীদেবীকে। এর আগে প্রথম স্ত্রী মুনা সুরি কাপুরকে তিনি ডিভোর্স দেন। ১৩ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের।
Sridevi Death Anniversary: দক্ষিণ ভারতীয় শ্রীদেবী শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন বলিউডের চাঁদনি ৷ মাত্র ১৩ বছর বয়সে মন্দরু মুদিচু ছবিতে অভিনয় দিয়েই যাত্রা শুরু করেছিলেন শ্রীদেবী ৷ ফাইল ছবি ৷
দক্ষিণ ভারতীয় শ্রীদেবী শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন বলিউডের চাঁদনি ৷ মাত্র ১৩ বছর বয়সে মন্দরু মুদিচু ছবিতে অভিনয় দিয়েই যাত্রা শুরু করেছিলেন শ্রীদেবী ৷ ফাইল ছবি ৷
 কিন্তু সবাইকে কাঁদিয়ে ২৪ ফেব্রুয়ারি ২০১৮-তে দুবাইয়ে বিয়েবাড়িতে গিয়ে একটি দুর্ঘটনায় প্রাণ হারান বলিউডের এই সুন্দরী নায়িকা ৷ ফাইল ছবি ৷
কিন্তু সবাইকে কাঁদিয়ে ২৪ ফেব্রুয়ারি ২০১৮-তে দুবাইয়ে বিয়েবাড়িতে গিয়ে একটি দুর্ঘটনায় প্রাণ হারান বলিউডের এই সুন্দরী নায়িকা ৷ ফাইল ছবি ৷
করণ সিং গ্রোভার ২০১৬ সালে বিয়ে করেন বলিউড নায়িকা বিপাশা বসুকে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং জেনিফার উইংগেটকে বিয়ে করেছিলেন করণ।
করণ সিং গ্রোভার ২০১৬ সালে বিয়ে করেন বলিউড নায়িকা বিপাশা বসুকে। এর আগে অভিনেত্রী শ্রদ্ধা নিগাম এবং জেনিফার উইংগেটকে বিয়ে করেছিলেন করণ।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর অগাস্ট মাসে সন্তান সম্ভাবনার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।
বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর অগাস্ট মাসে সন্তান সম্ভাবনার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।
সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের বিয়ে হয় ৮ ফেব্রুয়ারি ২০০৮-এ, প্রেমের জীবন সাক্ষী থাকে সাত পাকে ঘুরে ৷ সেই সময়ে সঞ্জয় দত্তর বয়স ছিল ৬০ বছর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সঞ্জয় দত্ত ও মান্যতা দত্তের বিয়ে হয় ৮ ফেব্রুয়ারি ২০০৮-এ, প্রেমের জীবন সাক্ষী থাকে সাত পাকে ঘুরে ৷ সেই সময়ে সঞ্জয় দত্তর বয়স ছিল ৬০ বছর ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
দ্বিতীয় স্ত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গে প্রায় ১০ বছর সংসার করেন ৷ অবশেষে বিয়ে হয় মান্যতার সঙ্গে, এখনও পর্যন্ত মান্যতার সঙ্গে প্রতিটি দিন প্রেম উদযাপন করছেন সঞ্জুবাবা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
দ্বিতীয় স্ত্রী রিয়া পিল্লাইয়ের সঙ্গে প্রায় ১০ বছর সংসার করেন ৷ অবশেষে বিয়ে হয় মান্যতার সঙ্গে, এখনও পর্যন্ত মান্যতার সঙ্গে প্রতিটি দিন প্রেম উদযাপন করছেন সঞ্জুবাবা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সূত্রের খবর ৩০০ বেশি মেয়ের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু সব থেকে ভাল লেগেছে মান্যতাকেই এটি পরিষ্কার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সূত্রের খবর ৩০০ বেশি মেয়ের সঙ্গে সঞ্জয় দত্তের প্রেমের সম্পর্ক ছিল ৷ কিন্তু সব থেকে ভাল লেগেছে মান্যতাকেই এটি পরিষ্কার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
মান্যতা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী ৷ ১৯৮৭ সালে সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিয়ে হয়, ১৯৯৭ সালে ব্রেন টিউমারে প্রয়াত হন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
মান্যতা সঞ্জয়ের তৃতীয় স্ত্রী ৷ ১৯৮৭ সালে সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার সঙ্গে বিয়ে হয়, ১৯৯৭ সালে ব্রেন টিউমারে প্রয়াত হন তিনি ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সঞ্জয় দত্ত বারেবারে স্বীকার করে নিয়েছেন যে তাঁর জীবনে মান্যতার ঠিক কতখানি গুরুত্ব রয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
সঞ্জয় দত্ত বারেবারে স্বীকার করে নিয়েছেন যে তাঁর জীবনে মান্যতার ঠিক কতখানি গুরুত্ব রয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
আমির খান ২০০৫ সালে বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। এর আগে তিনি বিয়ে করেছিলেন রিনা দত্তকে।
আমির খান ২০০৫ সালে বিয়ে করেন পরিচালক কিরণ রাওকে। এর আগে তিনি বিয়ে করেছিলেন রিনা দত্তকে।