Mahima Chaudhry Speaks Out About How Indian Tennis Player Leander Paes Cheated On Her

Bollywood: বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা

বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে পর্দা থেকে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা! কার কথা হচ্ছে বলুন তো?
বিখ্যাত খেলোয়ারের সঙ্গে চূড়ান্ত প্রেম, সাড়া-ফেলা ভাঙন, অসময়ে পর্দা থেকে হারিয়ে গেলেন কিং খানের এই নায়িকা! কার কথা হচ্ছে বলুন তো?
'পরদেশ'- এর 'গঙ্গা'-কে আজ-ও মনে রেখে আসমুদ্র হিমাচল। সেই হাসি, সেই সারল্য...প্রথম ছবিতেই সাড়া ফেলেছিলেন নবাগতা মহিমা চৌধুরী। বিপরীতে কিং খান। তিনি তখন বড় স্টার। কিন্তু মহিমার অভিনয় দেখে কে বলবে, তিনি নতুন? রোমান্টিক চিত্রনাট্যে সাবলীল অভিনয় তাঁকে এনে দেয় সেরা নবাগত নায়িকার পুরস্কার।
‘পরদেশ’- এর ‘গঙ্গা’-কে আজ-ও মনে রেখে আসমুদ্র হিমাচল। সেই হাসি, সেই সারল্য…প্রথম ছবিতেই সাড়া ফেলেছিলেন নবাগতা মহিমা চৌধুরী। বিপরীতে কিং খান। তিনি তখন বড় স্টার। কিন্তু মহিমার অভিনয় দেখে কে বলবে, তিনি নতুন? রোমান্টিক চিত্রনাট্যে সাবলীল অভিনয় তাঁকে এনে দেয় সেরা নবাগত নায়িকার পুরস্কার।
এরপর একে একে মহিলাকে দেখা যায় ‘দাগ দ্য ফায়ার’, ‘প্যায়ার কোই খেল নেহি’, ‘দিল ক্যায়া করে’, ‘দিওয়ানে’, ‘কুরুক্ষেত্র’, ‘খিলাড়ি ৪২০’, ‘লজ্জা’, ‘ওম জয় জগদীশ’, ‘তেরে নাম’, ‘বাগবান’, ‘এলওসি কার্গিল’-এর মত ছবিতে। কিন্তু আর কোন-ও ছবিই তাঁকে 'পরদেশ'-এর সাফল্য দিতে পারেনি।

এরপর একে একে মহিলাকে দেখা যায় ‘দাগ দ্য ফায়ার’, ‘প্যায়ার কোই খেল নেহি’, ‘দিল ক্যায়া করে’, ‘দিওয়ানে’, ‘কুরুক্ষেত্র’, ‘খিলাড়ি ৪২০’, ‘লজ্জা’, ‘ওম জয় জগদীশ’, ‘তেরে নাম’, ‘বাগবান’, ‘এলওসি কার্গিল’-এর মত ছবিতে। কিন্তু আর কোন-ও ছবিই তাঁকে ‘পরদেশ’-এর সাফল্য দিতে পারেনি।
তখন মহিলার কেরিয়ার তুঙ্গে, ১৯৯৯ সালের শেষ দিক, সম্পর্কে জড়িয়ে পড়লেন টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজের সঙ্গে। পরের বছর থেকে মুম্বইয়ে একসঙ্গে থাকা শুরু করলেন দু'জনে। ২০০১-এর শেষদিকে জল্পনা ছড়িয়ে পড়ল, তাঁরা নাকি বিয়ে করছেন। দু'জনে সে-কথা স্বীকার না করলেও, অস্বীকার করেননি।
তখন মহিলার কেরিয়ার তুঙ্গে, ১৯৯৯ সালের শেষ দিক, সম্পর্কে জড়িয়ে পড়লেন টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজের সঙ্গে। পরের বছর থেকে মুম্বইয়ে একসঙ্গে থাকা শুরু করলেন দু’জনে। ২০০১-এর শেষদিকে জল্পনা ছড়িয়ে পড়ল, তাঁরা নাকি বিয়ে করছেন। দু’জনে সে-কথা স্বীকার না করলেও, অস্বীকার করেননি।
২০০৩-এ লিয়ান্ডার পেজ-এর ব্রেন টিউমার ধরা পড়ে। আমেরিকার অরল্যান্ডোতে চিকিৎসা শুরু হয়। শ্যুটিং ফেলে অরল্যান্ডোতে উড়ে যান মহিলা। সুস্থ করে তোলেন পেজ-কে।
২০০৩-এ লিয়ান্ডার পেজ-এর ব্রেন টিউমার ধরা পড়ে। আমেরিকার অরল্যান্ডোতে চিকিৎসা শুরু হয়। শ্যুটিং ফেলে অরল্যান্ডোতে উড়ে যান মহিলা। সুস্থ করে তোলেন পেজ-কে।
এরপরেই ভাঙন! অভিযোগ, ২০০৪-এর শুরুতে সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিহা পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান লিয়েন্ডার। ভেঙে যায় লিয়েন্ডার আর মহিমার চার বছরের সম্পর্ক।
এরপরেই ভাঙন! অভিযোগ, ২০০৪-এর শুরুতে সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিহা পিল্লাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান লিয়েন্ডার। ভেঙে যায় লিয়েন্ডার আর মহিমার চার বছরের সম্পর্ক।
মহিমা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, '' যেদিন লিয়েন্ডারের সঙ্গে ব্রেক-আপ হল, সেদিন থেকেই ও আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার। যে গুরুত্ব দেয় না, তার জন্য কেনই বা চোখের জল ফেলব? আর, ব্রেক-আপের পর আমি কিন্তু নিজেকে সামলে নিয়েছি।''

মহিমা সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেন, ” যেদিন লিয়েন্ডারের সঙ্গে ব্রেক-আপ হল, সেদিন থেকেই ও আমার কাছে একটা ক্লোজড চ্যাপ্টার। যে গুরুত্ব দেয় না, তার জন্য কেনই বা চোখের জল ফেলব? আর, ব্রেক-আপের পর আমি কিন্তু নিজেকে সামলে নিয়েছি।”
যদিও মহিমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল বলে স্বীকারই করেন না লিয়েন্ডার। তাঁর দাবি, মহিমা এবং তিনি শুধুই ভাল বন্ধু ছিলেন। তার বেশি কিছু নয়।
যদিও মহিমার সঙ্গে কোনও সম্পর্ক ছিল বলে স্বীকারই করেন না লিয়েন্ডার। তাঁর দাবি, মহিমা এবং তিনি শুধুই ভাল বন্ধু ছিলেন। তার বেশি কিছু নয়।